নয়া দিল্লি : সুপ্রিম কোর্টের নির্দেশে স্বস্তি পেলেন কংগ্রেস নেতা পবন খেরা। মঞ্জুর করা হয়েছে কংগ্রেস নেতার অন্তর্বর্তীকালীন জামিন। এই মামলার আগামী শুনানির তারিখ নির্ধারিত না হওয়া পর্যন্ত দ্বারকা আদালতের তরফ থেকে অন্তর্বর্তীকালীন জামিনে মুক্তি পেলেন কংগ্রেস নেতা পবন খেরা।
আজ অর্থাৎ বৃহস্পতিবার প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন, ‘ নিজেকে রক্ষা করার উদ্দেশ্যেই জামিনের আবেদন করেছেন কংগ্রেস নেতা। আগামী শুনানির তারিখ পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিনে মুক্তি দেওয়া হল তাঁকে। এই একই এক্তিয়ারে নথিভুক্ত সমস্ত এফআইআর গুলিকে একত্রিত করার আবেদন জানিয়ে অসম এবং উত্তরপ্রদেশ রাজ্যকে নোটিশ পাঠানো হয়েছে’।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের কারণে বৃহস্পতিবার সকালে বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছিল কংগ্রেস নেতা পবন খেরাকে। এই গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল কংগ্রেস। মিলল সাফল্য। আপাতত অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করা হয়েছে কংগ্রেস নেতার।
উল্লেখ্য, আদানি গোষ্ঠীর বিরুদ্ধে স্টক মার্কেটে কারসাজি করার অভিযোগ উঠেছে। সে বিষয় তদন্তের দাবী করেছে কংগ্রেস সহ একাধিক বিরোধী দলগুলি। এ বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেস নেতা পবন খেরা বলেন, ‘ অটল বিহারী বাজপাই যদি জেসিবি গঠন করতে পারেন তাহলে নরেন্দ্র গৌতম দাস মোদীর সমস্যা কোথায়’?যদিও এই কথা বলার পর নিজের ভুল স্বীকার করে নিয়েছিলেন কংগ্রেস নেতা। কিন্তু তাতেও ভিজলো না চিরে। বৃহস্পতিবার অসম পুলিশ গ্রেফতার করেন কংগ্রেস নেতাকে । তবে আপাতত তাঁকে স্বস্তি দিল সুপ্রিম কোর্ট।
আরও পড়ুন : বিমান থেকে নামিয়ে কংগ্রেস নেতাকে গ্রেফতার, হট্টগোল দিল্লি বিমানবন্দরে