Homeখবরদেশপিছনে পড়ে রইলেন জো বাইডেন, ঋষি সুনকরা! জনপ্রিয়তার শীর্ষস্থানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

পিছনে পড়ে রইলেন জো বাইডেন, ঋষি সুনকরা! জনপ্রিয়তার শীর্ষস্থানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

প্রকাশিত

নয়াদিল্লি: ৭৮ শতাংশ গ্রহণযোগ্যতা রেটিং নিয়ে বিশ্ব নেতাদের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তিনি পিছনে ফেলেছেন অস্ট্রেলিয়া, ইতালি, আমেরিকা, ব্রিটেন, কানাডা, জার্মানির মতো দেশের রাষ্ট্রনেতাদের। আমেরিকার সংস্থা মর্নিং কনসাল্টের (Morning Consult) প্রকাশিত তথ্যে তেমনটাই জানা গিয়েছে।

বিশ্বের মধ্যে জনপ্রিয়তম নেতা কে, সেটা খুঁজে বের করতেই সমীক্ষা করেছিল মর্নিং কনসাল্ট পলিটিক্যাল ইন্টেলিজেন্স। জানা গিয়েছে, জনপ্রিয়তার দিক থেকে বিশ্বের মানুষের কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য নেতা হিসাবে ৭৮ শতাংশ সমর্থন আদায় করে নিয়েছেন মোদী।

সমীক্ষক সংস্থা জানিয়েছে, মোদীর পরে মেক্সিকোর আন্দ্রেস মানুয়েল লোপেজ ওবরাডোর ৬৮ শতাংশ এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবেনিজ ৫৮ শতাংশ রেটিং নিয়ে যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছেন। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ৫২ শতাংশ রেটিং নিয়ে তালিকার চার নম্বরে রয়েছেন। ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা ৫০ শতাংশ রেটিং নিয়ে তালিকার পাঁচ নম্বরে রয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ৪০ শতাংশের সাধারণ রেটিং নিয়ে যথাক্রমে ষষ্ঠ এবং সপ্তম স্থানে রয়েছেন।

সমীক্ষক সংস্থার দাবি, এই জনপ্রিয়তার তালিকা তৈরি করা হয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তের, নানা সামাজিক অবস্থানের মানুষের মতামত ভিত্তিতে। সমীক্ষা চালানো হয়েছিল চলতি বছরের ২৬-৩১ জানুয়ারির মধ্যে। সেই প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করার পরেই দেখা গিয়েছে প্রথম স্থানে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। মর্নিং কনসাল্ট নিজের ওয়েবসাইটে বলেছে, “অনুমোদনের রেটিংগুলি প্রতিটি দেশের প্রাপ্তবয়স্ক বাসিন্দাদের কাছ থেকে পাওয়া সাত দিনের চলমান গড়ের উপর ভিত্তি করে তৈরি করা হয়”।

এ ছাড়াও ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক ৩০ শতাংশ জনপ্রিয়তার রেটিং নিয়ে ১৬তম স্থানে রয়েছেন। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাঁকর ২৯ শতাংশ রেটিং নিয়ে ১৭তম স্থানে এবং নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোর ২১ শতাংশ জনপ্রিয়তা পেয়ে ২২তম স্থান অর্জন করেছেন।

উল্লেখ্য, এর আগে ২০২০ সালের মে মাসে এই সংস্থারই সমীক্ষায় ৮৪ শতাংশ গ্রহণযোগ্যতা আদায় করে তালিকার শীর্ষে ছিলেন মোদী। ২০২১ সালের মে মাসে যা ৬৩ শতাংশে নেমে আসে। পরের বছর, ২০২২ সালে ৭১ শতাংশ রেটিং নিয়ে ফের তালিকার শীর্ষস্থান চলে আসে তাঁর দখলে।

আরও পড়ুন: আদানি ইস্যুতে উত্তাল দেশ, কোমর বেঁধে নামল মন্ত্রক

সাম্প্রতিকতম

ওবিসিদের আবেদনেও ছাড় নয়, নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন করল এসএসসি

ওবিসি প্রার্থীদের জন্য ছাড় থাকছে না এসএসসি নিয়োগে। জেনারেল প্রার্থীদের মতোই আবেদন ও ফি দিতে হবে। চূড়ান্ত সিদ্ধান্ত কোর্টের উপর নির্ভরশীল।

এসবিআই-তে প্রোবেশনারি অফিসার পদে চাকরির সুযোগ, মোট শূন্যপদ ৫৪১, আবেদনের শেষ তারিখ ১৪ জুলাই

এসবিআই-তে প্রোবেশনারি অফিসার পদে ৫৪১ জন কর্মী নিয়োগ। অনলাইনে আবেদন চলবে ১৪ জুলাই পর্যন্ত। বেতন ৮৫,৯২০ টাকা পর্যন্ত।

র‍্যাগিং বিতর্ক নয়, এবার যাদবপুর শিরোনামে উপায়নের কোটি টাকার চাকরির সাফল্যে

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপায়ন দে ১ কোটি ৪৫ লক্ষ টাকার চাকরি পেলেন। প্লেসমেন্টে নজিরবিহীন সাফল্য বিশ্ববিদ্যালয়ের, চাকরি পেলেন ৯৫ শতাংশেরও বেশি পড়ুয়া।

আরও পড়ুন

রথে পুরী যাওয়া আরও সহজ! রথযাত্রা উপলক্ষে ৩৬৫টি বিশেষ ট্রেন চালাবে রেল

পুরীর রথযাত্রায় পুণ্যার্থীদের ভিড় সামাল দিতে ৩৬৫টি বিশেষ ট্রেন চালানোর ঘোষণা ভারতীয় রেলের। ওড়িশা, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ-সহ একাধিক রাজ্য থেকে ছাড়বে ট্রেন।

ঝাড়খণ্ডে হড়পা বানে ওড়িশার বালেশ্বরে জলমগ্ন ১৭টি পঞ্চায়েত, ক্ষতিগ্রস্ত ৫০ হাজার মানুষ

ঝাড়খণ্ডে ভারী বৃষ্টির জেরে সুবর্ণরেখা নদীতে হড়পা বান, ওড়িশার বালেশ্বরে ৫০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত। ১৭টি গ্রাম পঞ্চায়েত জলের তলায়।

শিয়ালদহ ও বনগাঁ শাখায় চলবে এসি লোকাল ট্রেন! অফিসযাত্রায় মিলবে ঠান্ডা হাওয়ার স্বস্তি, জেনে নিন ভাড়া

আর ঘেমে-নেয়ে লোকাল ট্রেনে যাত্রা নয়। শিয়ালদহ মেন ও বনগাঁ শাখায় শুরু হচ্ছে এসি লোকাল ট্রেন। থাকছে স্বয়ংক্রিয় দরজা, জিপিএস ইনফরমেশন সিস্টেম। জেনে নিন রুটভিত্তিক ভাড়ার বিস্তারিত।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে