Homeখবরদেশকৃষক বিক্ষোভের জায়গায় ২টি মৃত্যু! একজন কৃষক, অন্যজন পুলিশ

কৃষক বিক্ষোভের জায়গায় ২টি মৃত্যু! একজন কৃষক, অন্যজন পুলিশ

প্রকাশিত

নয়াদিল্লি: ‘দিল্লি চলো’ অভিযানে অংশ নেওয়া এক কৃষকের মৃত্যু। জানা গিয়েছে, শুক্রবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ওই ৬৫ বছর বয়সি কৃষকের।

ঘটনায় প্রকাশ, পঞ্জাব-হরিয়ানার শম্ভু সীমানায় বিক্ষোভ প্রদর্শনের সময় মৃত্যু হয় আন্দোলনকারী ওই কৃষকের। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছিলেন ওই কৃষক। মৃতের ভাইপো জগদীশ সিং জানিয়েছেন, জ্ঞান সিং নামে ওই কৃষক গুরুদাসপুর জেলার চাচেকি গ্রামের বাসিন্দা। শম্ভু সীমানার বিক্ষোভস্থান থেকে প্রায় এক কিলোমিটার দূরে অন্য পাঁচজন কৃষকের সঙ্গে একটি ট্রলিতে ঘুমাচ্ছিলেন তিনি। ভোর ৩টে নাগাদ অস্বস্তি বোধ করেন।

গত ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে কৃষক আন্দোলন। পঞ্জাব থেকে ট্র্যাক্টর মিছিল করে কয়েক হাজার কৃষক দিল্লির উদ্দেশে রওনা দেন। কিন্তু শম্ভু সীমানায় তাঁদের পুলিশ আটকে দেয়। পুলিশের সঙ্গে আন্দোলনকারী কৃষকদের দফায় দফায় সংঘর্ষ চলছে গত তিন দিন ধরে।

কিসান মজদুর সংগ্রাম কমিটির (কেএমএসসি) সদস্য ছিলেন জ্ঞান সিং। কিসান মজদুর মোর্চা (কেএমএম)-এর একটি ইউনিট এই কেএমএসসি। এ ধরনের সংগঠনগুলি সম্মিলিত ভাবে ‘দিল্লি চলো’ পদযাত্রার ডাক দেওয়ার পরে কৃষকরা বিক্ষোভ করছে।

এ দিকে, শম্ভু সীমান্তের কাছে মোতায়েন ৫৬ বছর বয়সি গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ (জিআরপি) অফিসার হীরা লাল শুক্রবার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। ২৩ ফেব্রুয়ারি অসুস্থ হয়ে পড়লে তাঁকে আম্বালা ক্যান্টের একটি সরকারি হাসপাতালে ভর্তি হন, যেখানে তিনি মারা যান।

পানিপথ জেলার চুলকানা গ্রামের বাসিন্দা হীরা লাল কৃষকদের অভিযানের সময় একটি রেল ক্রসিংয়ে নিরাপত্তার দায়িত্ব পালন করছিলেন।

আরও পড়ুন: ঢোকার আগেই বাধা পুলিশের, সন্দেশখালি নিয়ে হাইকোর্টে শুভেন্দু অধিকারী

সাম্প্রতিকতম

নিখোঁজ ‘তারক মেহতা’ খ্যাত গুরুচরণ সিং শীঘ্রই বিয়ে করতেন, অভিনেতা আর্থিক সংকটেও পড়েছিলেন

সূত্রের খবর, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, খুব শীঘ্রই বিয়ে করতে যাচ্ছিলেন অভিনেতা।

সুচিত্রা-কণিকার জন্মশতবর্ষে ‘বৈতালিক’-এর শ্রদ্ধাঞ্জলি, মন ছুঁয়ে যাওয়া পরিবেশনা ‘দুই কন্যা’  

শম্ভু সেন পিঠোপিঠি দুই কন্যা। বয়সের তফাত এক মাসও নয়। একজনের জন্ম ১৯২৪-এর সেপ্টেম্বরে, অন্যজনের...

বাংলার ইতিহাসের দীর্ঘতম তাপপ্রবাহ শেষ কবে? বৃষ্টি কবে থেকে?

শ্রয়ণ সেন অতীতে কলকাতা তথা দক্ষিণবঙ্গে গরমের পারদ যে যে রেকর্ড তৈরি করেছে, এখনও পর্যন্ত...

৬০ বছর বয়সে মাথায় উঠল মিস ইউনিভার্স বুয়েনস আইরেসের মুকুট, জেনে নিন আলেজান্দ্রা মারিসা রদ্রিগেজের সম্পর্কে

এর আগে থেকে ১৮ থেকে ২৮ বছর বয়সি কোনও মহিলা এই প্রতিযোগিতার অংশ নিতে পারতেন। কিন্তু আয়োজক সংস্থার পক্ষ থেকে বয়স সীমা তুলে নেওয়া হয়। তার পরই তাঁর এই জয় আসে।

আরও পড়ুন

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চেই সোমবার চাকরি বাতিল মামলার শুনানি

রাজ্যের পাশাপাশি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মামলা করেছে এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ। সেই সব মামলার শুনানি হবে সোমবার।

তীব্র জল সংকটের দিকে এগোচ্ছে দক্ষিণ ভারত! জলধারণ ক্ষমতা নেমে ১৭ শতাংশ, কী পরিস্থিতি পশ্চিমবঙ্গে

নয়াদিল্লি: গরমে তীব্র জলসংকট। দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে দক্ষিণ ভারতের রাজ্যগুলিকে জলসঞ্চয়ের বিষয়টিও। অন্ধ্রপ্রদেশ,...

ভোট দিন আর ডিসকাউন্ট পান! নির্বাচনী মরশুমে অফারের ছড়াছড়ি

দেশে লোকসভা নির্বাচনের উত্তেজনা তুঙ্গে। প্রথম দফার ভোট ইতিমধ্যেই হয়ে গেছে। আজ, শুক্রবার দ্বিতীয়...