Homeখবরদেশ'আমি বেঁচে আছি'… নিজের খুনের মামলার শুনানিতে সুপ্রিম কোর্টে বলল ১১ বছর...

‘আমি বেঁচে আছি’… নিজের খুনের মামলার শুনানিতে সুপ্রিম কোর্টে বলল ১১ বছর বয়সি বালক

প্রকাশিত

নয়াদিল্লি: সুপ্রিম কোর্টে শুনানিতে এমন এক মামলা উঠল যা নিয়ে আদালতে হইচই পড়ে যায়। গত সপ্তাহে সুপ্রিম কোর্টে একটি বিশেষ আবেদনের শুনানির সময় আদালতে হাজির হয় এক বালক। উল্লেখযোগ্য ভাবে, তারই ‘হত্যা মামলা’ সর্বোচ্চ আদালতে বিচারাধীন।

উত্তরপ্রদেশের পিলিভীতের ওই ১১ বছর বয়সি ছেলেটি শুনানির সময় বেঞ্চের সামনে হাজির হয়ে বিচারকদের উদ্দেশে বলে, আদালতে তার যে ‘খুন’-এর মামলার শুনানি হচ্ছে সেটা মিথ্যা। কারণ সে জীবিত রয়েছে।

ওই বালকের, তার দাদু এবং মামাদের হত্যার সঙ্গে জড়িত তার বাবা। বিষয়টি প্রকাশ্যে আসার পর, আদালত উত্তরপ্রদেশ সরকার, পিলিভীতের পুলিশ সুপার এবং পুলিশ আধিকারিকদের নোটিশও জারি করেছে। মামলার পরবর্তী শুনানি হবে ২০২৪ সালের জানুয়ারিতে।

টাইমস অফ ইন্ডিয়ার সঙ্গে কথা বলার সময়, ছেলেটির আইনজীবী কুলদীপ জোহরি বলেন, ছেলেটি যে খুন হয়নি, অর্থাৎ সে জীবিত রয়েছে, সেটা প্রমাণ করতেই তাকে আদালতে হাজির হতে হয়েছিল। সে বেঁচে রয়েছে এবং বর্তমানে মৃত নয়। তিনি জানান, ২০১৩ সালের ফেব্রুয়ারি থেকে ছেলেটি তার দাদুর সঙ্গে থাকত। ছেলেটির বাবা তার মাকে নির্মমভাবে মারধর করত এবং বাপেরবাড়ির লোকের কাছে আরও যৌতুক দাবি করত।

আইনজীবী আরও বলেন, ২০১৩ সালের মার্চ মাসে ছেলেটির বাবা তার মায়ের উপর হামলা করেছিলেন। আহত হয়ে মারা যান মহিলা। তাঁর মৃত্যুর পর, মৃতার দাদা আইপিসি ধারা ৩০৪-বি (যৌতুক মৃত্যু)-এর অধীনে এফআইআর দায়ের করেছিলেন জামাইয়ের বিরুদ্ধে। এ দিকে জামাই নিজের ছেলের হেফাজত দাবি করলে দুই পরিবারের মধ্যে আইনি লড়াই শুরু হয়।

জানা যায়, চলতি বছরের শুরুতে জামাই তাঁর শ্বশুর এবং তাঁর চার ছেলের বিরুদ্ধে ওই বালককে খুনের অভিযোগ এনেছিলেন। পুলিশ তাঁর বিরুদ্ধে আইপিসি ধারা ৩০২ (খুন), ৫০৪ (ইচ্ছাকৃত অপমান) এবং ৫০৬ (অপরাধমূলক ভয় দেখানো)-এর আওতায় মামলা নথিভুক্ত করেছে।

আরও পড়ুন: গরিব পরিবারের মেয়েদের বিনামূল্যে ‘কেজি থেকে পিজি’ শিক্ষা, মধ্যপ্রদেশ নির্বাচনে বড়ো প্রতিশ্রুতি বিজেপি-র

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বিশ্বকাপে ভারতের অভাবনীয় সাফল্যে অভিনন্দন জানালেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী

খবর অনলাইন ডেস্ক: একদিনের ক্রিকেটে বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ইতিহাস গড়ল ভারতের মহিলা...

বিশ্বকাপে ছক্কার রেকর্ডে রিচা ঘোষ, ডটিন–লিজেল লিকে ছুঁয়ে ইতিহাস গড়লেন বাঙালি ব্যাটার

ফাইনাল ম্যাচে ছোট ইনিংস হলেও রিচা ঘোষ যা করে দেখালেন, তা ভারতের ক্রিকেট ইতিহাসে...

ব্যাটে-বলে উজ্জ্বল শেফালি-দীপ্তি, একদিনের ক্রিকেটে বিশ্বচ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়ল ভারতের মেয়েরা

ভারত: ২৯৮-৭ (শেফালি বর্মা ৮৭, দীপ্তি শর্মা ৫৮, স্মৃতি মন্ধানা ৪৫, আয়াবোঙ্গা খাকা ৩-৫৮) দক্ষিণ...

অর্শদীপের বল আর ওয়াশিংটনের ব্যাটের জোরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি২০ সিরিজে সমতা ফেরালেন সূর্যেরা

অস্ট্রেলিয়া: ১৮৬-৬ (টিম ডেভিড ৭৪, মার্কাস স্টয়নিস ৬৪, অর্শদীপ সিংহ ৩-৩৫, বরুণ চক্রবর্তী ২-৩৩) ভারত:...

আরও পড়ুন

দিল্লিতে ১৫% মৃত্যুর কারণ বায়ু দূষণ, চাঞ্চল্যকর তথ্য উঠে এল গবেষণায়

২০২৩ সালে দিল্লিতে প্রতি সাতটি মৃত্যুর একটির কারণ বায়ুদূষণ, জানাল ‘গ্লোবাল বার্ডেন অব ডিজিজ’-এর রিপোর্ট। দূষণে বছরে প্রায় ১৭,২০০ মানুষের মৃত্যু এবং ৪.৯ লক্ষ বছরের সুস্থ জীবন নষ্ট হয়েছে, দাবি গবেষকদের।

শ্রীকাকুলামে বেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত অন্তত ১০, মন্দির কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা

খবর অনলাইন ডেস্ক: অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলার কাসিবুগ্গায় বেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে এক ভয়াবহ পদদলিত হওয়ার...

ভারতের প্রথম চরম দারিদ্র্যমুক্ত রাজ্য কেরল: মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের ঐতিহাসিক ঘোষণা

খবর অনলাইন ডেস্ক: কেরল পিরাভি দিবসের দিনেই ইতিহাস গড়ল রাজ্য সরকার। শুক্রবার (১ নভেম্বর)...