1. পোস্তার দাঁ-বাড়ি
বহু বনেদি বাড়িতেই মহাষষ্ঠীর দিন মা দুর্গাকে অলংকার পরানো হয়। তেমনই শুক্রবার পোস্তার দাঁ-বাড়িতে মা দুর্গাকে গয়না পরাচ্ছেন বাড়ির সদস্যরা। ছবি: রাজীব বসু।
2. ম্যাডক্স স্কোয়ার
দক্ষিণ কলকাতার একটি জনপ্রিয় ও প্রাচীন পুজো ম্যাডক্স স্কোয়ার। বালিগঞ্জ ফাঁড়ি থেকে হাজরা রোড ধরে গেলে রিচি রোডের মোড়ে এসে ডান দিকে। একটু এগোলেই বাঁ দিকে পার্কের মধ্যে পুজো। ছবি: রাজীব বসু।
3. বকুলবাগান সর্বজনীন
ম্যাডক্স স্কোয়ারের ঠাকুর দেখে রিচি রোডের মোড়ে এসে ডান দিকে ল্যান্সডাউন মোড় পেরিয়ে পরের স্টপে আসুন। তার পর বকুলবাগান রোড ধরে চলে যান বকুলবাগান সর্বজনীনের পুজোয়। মেট্রো স্টেশন: যতীন দাস পার্ক। ছবি: রাজীব বসু।
4. ভবানীপুর অবসর
বকুলবাগানের পুজো দেখে বকুলবাগান রোডের বাঁ দিকে বিজয় মুখার্জি রোড ধরে খানিকটা গিয়ে ধরুন রাখাল মুখার্জি রোড। এই রাস্তা ধরে খানিকটা গিয়ে বাঁ দিকে গেলে পড়বে ‘অবসর’-এর পুজো। ছবি: রাজীব বসু।
5. চক্রবেড়িয়া সার্বজনীন
চক্রবেড়িয়া সার্বজনীন পুজোর এ বার ৭৫ বছর। ‘অবসর’-এর পুজো দেখে চলে আসুন শরৎ বোস রোডে (ল্যান্সডাউন রোড)। তার পর বাঁ দিকে ঘুরে সোজা উত্তরে কিছু দূরে গেলে পড়বে চক্রবেড়িয়া বাসস্টপ। সেখান থেকে বাঁ দিকের রাস্তায় গেলে পড়বে ভবানীপুর চক্রবেড়িয়া সার্বজনীন দুর্গাপুজোর মণ্ডপ। নেতাজি ভবন মেট্রো স্টেশনে নেমেও আসা যায়। ছবি: রাজীব বসু।
6. বিডন স্ট্রিট সর্বজনীন
এ বার দক্ষিণ থেকে সোজা চলে আসুন উত্তরে। চক্রবেড়িয়া সার্বজনীনের পুজো দেখে ডান দিকের রাস্তা ধরে চলে আসুন নেতাজি ভবন মেট্রো স্টেশনে। সেখান থেকে মেট্রো ধরে চলে আসুন গিরিশ পার্ক। স্টেশন থেকে বেরিয়ে উত্তরে সোজা কিছুটা গেলে পড়বে বিডন স্ট্রিট ক্রসিং। এ বার ডান দিকে বিডন স্ট্রিট ধরে কিছুটা এলেই পেয়ে যাবেন বিডন স্ট্রিট সর্বজনীনের পূজা। ছবি: রাজীব বসু।
7. জোড়াসাঁকো সাধারণ দুর্গা উৎসব সমিতি
বিডন স্ট্রিট সর্বজনীনের ঠাকুর দেখে আবার গিরিশ পার্ক মেট্রো স্টেশনে আসুন। এ বার কিছুটা মহাত্মা গান্ধী রোডের মোড়ের দিকে গিয়ে বাঁ দিকে গেলেই পেয়ে যাবেন জোড়াসাঁকো সাধারণ দুর্গা উৎসব সমিতির পুজো। ছবি: রাজীব বসু।
8. হাওড়া ফুল মার্কেট
কালকের দিনটা তবু গিয়েছে। আজ সকালে থেকে গৃহস্থবাড়ির ফুল কেনা চলছে। শুক্রবার হাওড়ার ফুল মার্কেটে ফুল কিনতে ভিড়। ছবি: রাজীব বসু।