Homeখবররাজ্যভূপতিনগরকাণ্ড: নির্বাচন কমিশনে বিজেপি বিধায়ক, হাইকোর্টে তৃণমূল নেতারা

ভূপতিনগরকাণ্ড: নির্বাচন কমিশনে বিজেপি বিধায়ক, হাইকোর্টে তৃণমূল নেতারা

প্রকাশিত

কলকাতা: ভূপতিনগরে এনআইএ অভিযান নিয়ে তোলপাড় রাজ্য-রাজনীতি। ভূপতিনগর থানার ওসির বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ ভগবানপুরের বিজেপি বিধায়ক রবীন্দ্রনাথ মাইতির। অন্য দিকে, ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডে এবার এনআইএ-এর সমন খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ আটজন তৃণমূল নেতা।

ঘটনায় প্রকাশ, সোমবার রাতে ভূপতিনগর থানার ওসির সঙ্গে বিধায়ক রবীন্দ্রনাথের বাদানুবাদের একটি ভিডিয়ো প্রকাশ্যে আসে। বিজেপি বিধায়ক অভিযোগ করেন, ‘সার্চ ওয়ারেন্ট’ ছাড়া তাঁর অফিসে ঢুকে এক বিজেপি নেতাকে পাকড়াও করতে চাইছে পুলিশ। যদিও পুলিশের তরফে ওই অভিযোগ উড়িয়ে দেওয়া হয়। এরই মধ্যে ওই ওসির বিরুদ্ধে নির্বাচন কমিশনে হেনস্থার অভিযোগ করেছেন বিধায়ক।

এ দিকে, সুবীর মাইতি, মানবকুমার পাড়ুয়া ও নবকুমার পান্ডা-সহ একাধিক তৃণমূল নেতাকে নোটিস পাঠিয়েছে এনআইএ। এ বার তারই রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ তৃণমূল নেতৃত্ব। মামলাকারীদের আইনজীবীর তরফ থেকে রক্ষাকবচের আবেদন জানানো হয়েছে। কিন্তু তাতে হস্তক্ষেপ করেনি আদালত। এনআইএ-এর কাছে কেস ডায়েরি তলব করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এই মামলার পরবর্তী শুনানি ১৭ এপ্রিল।

প্রসঙ্গত, দু’বছরের পুরনো ভূপতিনগর বিস্ফোরণ-কাণ্ডের তদন্তে গিয়ে গত শনিবার আক্রান্ত হন এনআইএ আধিকারিকেরা। এনআইএ-র টিমের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছিল। এনআইএ আধিকারিক এবং সিআরপি জওয়ানদের বিরুদ্ধে পাল্টা শ্লীলতাহানি, ভাঙচুরের লিখিত অভিযোগ করেন এনআইএ-র হাতে ধৃত তৃণমূল নেতা মনোব্রত জানার স্ত্রী মণি জানা।

পুরো ঘটনা নিয়ে তরজা ক্রমশ বাড়ছে।  তৃণমূল, বিজেপি উভয় শিবিরই নিজের মতো করে একে অপরকে আক্রমণ শানাচ্ছে। ভোটের মুখে এই রাজনৈতিক টানাপোড়েনের মধ্য়েই সব নজর ভূপতিনগরের দিকে।

আরও পড়ুন: হাইকোর্টে আবেদন খারজি হতেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ কেজরিওয়াল

সাম্প্রতিকতম

রাতের বেলায় মহিলাদের গ্রেফতারকে ‘অবৈধ’ বলা যাবে না, তবে মানতে হবে শর্ত: মাদ্রাজ হাইকোর্ট

মহিলাদের সূর্যাস্তের পর গ্রেপ্তারের আইনি বিধিনিষেধ নির্দেশিকা মাত্র, বাধ্যতামূলক নয় বলে রায় দিল মাদ্রাজ হাইকোর্ট। তবে, পুলিশকে যথাযথ কারণ ব্যাখ্যা করতে হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশের শুরু হয়েছে ‘অপারেশন ডেভিল হান্ট’

গাজীপুরসহ সারাদেশে যৌথ বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সন্ত্রাসীদের ধরতে র‍্যাব, পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী যৌথভাবে অভিযান পরিচালনা করছে।

যৌবন ধরে রাখতে চান? বিটরুটের রস হতে পারে আপনার গোপন অস্ত্র

সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে যে, বিটরুটের রস হতে পারে আপনার তারুণ্য ধরে রাখার গোপন অস্ত্র।

মেটায় বড়সড় ছাঁটাই: ৩,৬০০ কর্মী বরখাস্ত, এআই ব্যবহারে জোর সংস্থার

মেটা আগামী সোমবার থেকে ৩,৬০০ কর্মী ছাঁটাই করতে চলেছে। তবে সংস্থাটি মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারদের দ্রুত নিয়োগের ওপর গুরুত্ব দিচ্ছে। ইউরোপের কয়েকটি দেশে স্থানীয় বিধিনিষেধের কারণে কর্মীদের ছাঁটাই করা হবে না।

আরও পড়ুন

বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের প্রথম দিনে কে কত বিনিয়োগর প্রস্তাব দিলেন? বিরোধীরা কী বলছে বিরোধীরা

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ আম্বানি ঘোষণা করেছেন, পশ্চিমবঙ্গে তাদের বিনিয়োগের পরিমাণ ৫০ হাজার কোটি টাকা থেকে দ্বিগুণ করে ১ লক্ষ কোটি টাকায় উন্নীত করা হবে।

আবার ফিরছে শীত! দক্ষিণবঙ্গে কমবে ভোরের তাপমাত্রা

আবারও নামছে তাপমাত্রা দক্ষিণবঙ্গে। কলকাতায় ভোরের তাপমাত্রা ১৪ ডিগ্রিতে নামতে পারে, অন্যান্য জেলায় ১০-১২ ডিগ্রির সম্ভাবনা।

যত্রতত্র পানের পিক ফেললেই এবার মোটা জরিমানা, বাজেট অধিবেশনে বিল আনছে রাজ্য সরকার

পশ্চিমবঙ্গে যত্রতত্র পানের পিক ফেলার জন্য মোটা অঙ্কের জরিমানা করতে চলেছে রাজ্য সরকার। পাশাপাশি বিএসএফ-কে জমি দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকে।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে