Homeরাজ্যবীরভূমভিনরাজ্যে 'অত্যাচারিত' পরিযায়ীদের বাংলায় ফেরার আহ্বান মমতার, তৈরি হচ্ছে বিশেষ প্রকল্প

ভিনরাজ্যে ‘অত্যাচারিত’ পরিযায়ীদের বাংলায় ফেরার আহ্বান মমতার, তৈরি হচ্ছে বিশেষ প্রকল্প

ভিনরাজ্যে বাঙালি শ্রমিকদের উপর অত্যাচারের প্রতিবাদে বাংলায় ফিরে আসার আহ্বান মুখ্যমন্ত্রী মমতার। রাজ্যে ফিরলে রেশন, স্বাস্থ্যসাথী, স্কুলে ভর্তি–সব নিশ্চিত করবে সরকার।

প্রকাশিত

ভিনরাজ্যে কাজ করতে গিয়ে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর বাড়তে থাকা আক্রমণের আবহে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বোলপুরে দলীয় কর্মসূচিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন, ভিনরাজ্যে থাকা বাঙালি পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফিরিয়ে আনার জন্য ইতিমধ্যেই একটি বিশেষ ‘স্কিম’ তৈরি করে ফেলেছে তাঁর সরকার।

সোমবার বোলপুরের সভা থেকে মমতা বলেন, “বলুন, কবে আসবেন? আমরা আপনাদের ট্রেনে করে নিয়ে আসব। যেমন কোভিডের সময় এনেছিলাম। চলে আসুন। বাইরে থাকার দরকার নেই। যারা আপনাদের ভালোবাসে না, তাদের কাছে থাকারও প্রয়োজন নেই।” তিনি আশ্বাস দেন, যারা ফিরবেন, তাদের রেশন কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড, এমনকি ছেলেমেয়েদের স্কুলে ভর্তি করে দেবে রাজ্য সরকার।

এই ঘোষণার আগে তিনি স্মরণ করিয়ে দেন, ভিনরাজ্যে যেমন প্রায় ২২ লক্ষ বাঙালি শ্রমিক কাজ করছেন, তেমনই বাংলায়ও অন্যান্য রাজ্যের প্রায় দেড় কোটির মতো মানুষ বাস করেন। তিনি বলেন, “আমি সব ভাষাভাষীকে সম্মান করি, কিন্তু বাঙালিদের উপর বারবার আক্রমণ চলবে তা হতে পারে না।”

বোলপুরের সভা থেকে মমতা কড়া ভাষায় আক্রমণ করেন অসম ও হরিয়ানার বিজেপি পরিচালিত সরকারগুলিকে। জানান, এই রাজ্যগুলিতেই বাংলা ভাষাভাষীদের উপর অত্যাচার বাড়ছে। একইসঙ্গে তিনি কটাক্ষ করেন নির্বাচন কমিশনকেও। ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার ঘটনায় ফের সরব হয়ে বলেন, “বাংলায় নাম কেটে দেখুন, ঢোল-কাঁসর বাজিয়ে দামামা বাজবে।”

তিনি আরও বলেন, “কমিশন ডবল ইঞ্জিন সরকারের হয়ে কাজ করছে। বিহারে যখন বাড়ি বাড়ি গিয়ে ভোটার সমীক্ষা হচ্ছে, তখন বাংলার মা-বোনেরা কি আপনারা যাবেন না? হেনস্থা হতে দেব না।”

সোমবার প্রশাসনিক বৈঠকে মমতা নির্দেশ দেন, ১০০ দিনের কাজে রাজ্যে ফিরতে চাওয়া পরিযায়ী শ্রমিকদের অবিলম্বে অন্তর্ভুক্ত করতে হবে। পরিযায়ীদের জন্য কাজের নিশ্চয়তা দিতে চায় রাজ্য সরকার।

এ দিন প্রশাসনিক বৈঠকের শেষে প্রায় তিন কিলোমিটার মিছিল করেন মুখ্যমন্ত্রী। মিছিলে পা মেলান আশ্রমিক থেকে দলের জেলা নেতারাও। সভায় মমতা স্পষ্ট ভাষায় বলেন, “আমার ভাষা কেড়ে নিতে দেব না। দরকার হলে জীবন দেব।” রোহিঙ্গা ইস্যুতে বিজেপির উদ্দেশে তোপ দেগে বলেন, “যাকে তাকে বাংলাদেশি, রোহিঙ্গা বলে পুশব্যাক করা হচ্ছে। অথচ এদের নথিপত্র সবই আছে। এত রোহিঙ্গা যদি থাকে, তারা কোথায়?”

বাংলা ও বাঙালির সম্মান রক্ষার ডাক দিয়ে সভা শেষ করেন মমতা। বলেন, “বাংলার মানুষ স্বাধীনতা আন্দোলনে পথ দেখিয়েছেন, জাতীয় সঙ্গীত রচয়িতা আমাদেরই মাটি থেকে এসেছেন। বাংলা বারবার অপমানিত হলে, প্রতিবাদে পথে নামতেই হবে।”

আরও পড়ুন: দিল্লিতে শিশু-সহ বাঙালি পরিযায়ী শ্রমিকের পরিবারকে মারধরের অভিযোগ, বিজেপিকে আক্রমণ মুখ্যমন্ত্রীর

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এশিয়া কাপ: রবিবার ভারত-পাকিস্তান মুখোমুখি, দেখে নিন সুপার ফোরে বাকি ম্যাচগুলির দিনক্ষণ

খবর অনলাইন ডেস্ক: সংযুক্ত আরব আমিরশাহী আয়োজিত এশিয়া কাপ ক্রিকেটে কোন কোন দেশ সুপার...

এশিয়া কাপ: নিয়মরক্ষার ম্যাচে ভারতকে প্রায় ঘোল খাইয়ে ছাড়ল ওমান

ভারত: ১৮৮-৮ (সঞ্জু স্যামসন ৫৬, অভিষেক শর্মা ৩৮, মহম্মদ নাদিম ২-১৯, শাহ ফয়জল ২-২৩) ওমান:...

পুজোয় উত্তর ভারত ভ্রমণে স্বস্তি, উত্তরবঙ্গ-সিকিমেও দুর্যোগের আশঙ্কা নেই

পুজোর ছুটিতে উত্তর ভারত বেড়াতে যাওয়ার পরিকল্পনা থাকলে স্বস্তির খবর। পঞ্জাব, কাশ্মীর, হিমাচল থেকে বিদায় নেবে বর্ষা। উত্তরবঙ্গ ও সিকিমে বৃষ্টি হলেও দুর্যোগের সম্ভাবনা নেই।

মানুষ ও প্রকৃতির পারস্পরিক সম্পর্কের ‘বিন্যাস’ বোনা হচ্ছে কেষ্টপুর প্রফুল্ল কানন (পশ্চিম) অধিবাসীবৃন্দর পুজোয়

কেষ্টপুর প্রফুল্ল কানন (পশ্চিম) দুর্গাপুজোয় এবছর থিম ‘বিন্যাস’। শিল্পী কৃশানু পালের ভাবনায় ফুটে উঠবে মানুষ ও প্রকৃতির পারস্পরিক সম্পর্ক।

আরও পড়ুন

বীরভূমে পাথর খাদানে ধস, মৃত্যু ৬ শ্রমিকের; আহত ৫

বীরভূমের পাথর খাদানে ধস নেমে মৃত্যু হল অন্তত ৬ জন শ্রমিকের। আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকাজে নেমেছে পুলিশ ও স্থানীয়রা।

শান্তিনিকেতনের কাছে ফুলডাঙার ‘সারদা পাঠশালা’র উদ্যোগে শামিল বালার্ক থিয়েটার

নাটক নিয়ে, স্টোরিটেলিং নিয়ে, মূকাভিনয় নিয়ে বালার্কর সদস্যরা মিশে গিয়েছিলেন সেই পঞ্চান্ন জন কচিকাঁচার সাথে।

সাঁইথিয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষ, ১৭ মার্চ পর্যন্ত বন্ধ ইন্টারনেট পরিষেবা

বীরভূমের সাঁইথিয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষের জেরে এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে প্রশাসন। রাজ্য...