Homeখবররাজ্যভোট হিংসায় মৃত ১৯ জনের পরিবারকে আর্থিক সাহায্য ও চাকরি, ঘোষণা মমতার

ভোট হিংসায় মৃত ১৯ জনের পরিবারকে আর্থিক সাহায্য ও চাকরি, ঘোষণা মমতার

প্রকাশিত

কলকাতা: রক্ত ঝরেছে রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে। রাজ্য সরকারের হিসেব অনুযায়ী, ভোট ঘোষণার পর থেকে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১৯ জনের। বুধবার বিকেলে নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে ওইসব নিহতদের পরিবারের পাশে থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।

বিরোধীদেরও ধন্যবাদ মমতার!

পঞ্চায়েত নির্বাচনের ভোটগণনা শুরু হয় মঙ্গলবার। তখন থেকেই স্পষ্ট হতে শুরু করে রাজ্যে ফের সবুজ ঝড়। বুধবার বিকেলে প্রথম বার সাংবাদিকদের মুখোমুখি হন মমতা বন্দ্যোপাধ্যায়। বিপুল জয়ের জন্য বিরোধীদেরও ধন্যবাদ জানান। বলেন, “সমালোচনা, কুৎসা করে শক্তি জুগিয়েছেন বিরোধীরা। কুৎসা আমাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে। যাঁরা বিরোধিতা করে সাহায্য করেছেন, তাঁদের ধন্যবাদ জানাই”।

একইসঙ্গে তৃণমূলনেত্রী এ কথাও মনে করিয়ে দেন, ভোটের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পর থেকে যে ১৯ জনের মৃত্যু হয়েছে, তাঁদের বেশিরভাগই শাসক দলের কর্মী-সমর্থক। মমতার কথায়, “মৃতদের মধ্যে ১০-১২ জন আমাদেরই লোক”।

মুখ্যমন্ত্রী আরও জানান, “পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে, রাজ্য জুড়ে আমার যে-সকল প্রাণপ্রিয় রাজ্যবাসীরা অকালে প্রাণ হারিয়েছেন, তাঁদের সকলের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করছি। আমি সকল আক্রান্ত এবং নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা গভীর জ্ঞাপন করছি”।

নিহতদের পরিবারের পাশে মমতা

এ দিন নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, পঞ্চায়েত নির্বাচন পর্বে হিংসায় নিহত ১৯ জনের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার। নিহতদের পরিবারের সদস্যদের পুলিশে হোমগার্ডের চাকরিও দেওয়া হবে।

মুখ্যমন্ত্রীর কথায়, “ভোট হয়েছে ৭১ হাজার বুথে। আর গন্ডগোল হয়েছে সাতটা বুথে। যাঁরা মারা গেছেন তাঁদের জন্য আমি দুঃখিত।১৯ জন মারা গিয়েছেন৷ তার মধ্যে ১০ জনই আমাদের। মৃতদের পরিবারকে আমরা ২ লক্ষ টাকা করে দেব। হোমগার্ডের চাকরিও দেওয়া হবে। মৃতরা পরিস্থিতির শিকার”।

ভোটের আবহে রাজ্যে হিংসা ঘটনায় বিজেপিকে দায়ী করে মমতা বলেন, “যবে থেকে ক্ষমতায় বিজেপির বিদ্বেষ মূলক আচরণ। কথায় কথায় আক্রমণ। ভায়োলেন্স ভায়োলেন্স করে গোটা দেশে আমাদের বদনাম করলেন। বাংলার বদনাম করলেন। আবার ফ্যাক্ট ফাইন্ডিং টিম আনা হয়েছে। কথায় কথায় এজেন্সি। এ ভাবে দেশ চলে না। তবে তবুও বলব আপনাদের কুৎসা আমাদের আরও শক্তিশালী করেছে। শুধু কয়েকটা প্রাণ চলে গেল সেটাই দুঃখ”।

আরও পড়ুন: গণনা শেষের আগেই সম্ভাব্য জয়ের শুভেচ্ছা বার্তা জানালেন মমতা, অভিষেক

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বিশ্বকাপে ভারতের অভাবনীয় সাফল্যে অভিনন্দন জানালেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী

খবর অনলাইন ডেস্ক: একদিনের ক্রিকেটে বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ইতিহাস গড়ল ভারতের মহিলা...

বিশ্বকাপে ছক্কার রেকর্ডে রিচা ঘোষ, ডটিন–লিজেল লিকে ছুঁয়ে ইতিহাস গড়লেন বাঙালি ব্যাটার

ফাইনাল ম্যাচে ছোট ইনিংস হলেও রিচা ঘোষ যা করে দেখালেন, তা ভারতের ক্রিকেট ইতিহাসে...

ব্যাটে-বলে উজ্জ্বল শেফালি-দীপ্তি, একদিনের ক্রিকেটে বিশ্বচ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়ল ভারতের মেয়েরা

ভারত: ২৯৮-৭ (শেফালি বর্মা ৮৭, দীপ্তি শর্মা ৫৮, স্মৃতি মন্ধানা ৪৫, আয়াবোঙ্গা খাকা ৩-৫৮) দক্ষিণ...

অর্শদীপের বল আর ওয়াশিংটনের ব্যাটের জোরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি২০ সিরিজে সমতা ফেরালেন সূর্যেরা

অস্ট্রেলিয়া: ১৮৬-৬ (টিম ডেভিড ৭৪, মার্কাস স্টয়নিস ৬৪, অর্শদীপ সিংহ ৩-৩৫, বরুণ চক্রবর্তী ২-৩৩) ভারত:...

আরও পড়ুন

জমি-বাড়ি কিনলেই স্বয়ংক্রিয়ভাবে পুর-মিউটেশন! নতুন নিয়ম আনছে রাজ্য সরকার

জমি-বাড়ি কেনাবেচায় আর নয় পুরসভার দৌড়ঝাঁপ। রেজিস্ট্রেশনের সঙ্গেই স্বয়ংক্রিয়ভাবে হয়ে যাবে পুর-মিউটেশন। নতুন এই ব্যবস্থা আনছে রাজ্য সরকার, যাতে হয়রানি কমে ও কর সংগ্রহ বাড়ে।

দক্ষিণবঙ্গে শনিবার বৃষ্টি, উত্তরবঙ্গে ধীরে ধীরে স্বস্তি; দুর্বল মোন্থা এখন ঝাড়খণ্ডে নিম্নচাপে

কলকাতাসহ দক্ষিণবঙ্গের ছয় জেলায় শনিবারও বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে কমেছে বৃষ্টি। ঘূর্ণিঝড় মোন্থা শক্তি হারিয়ে ঝাড়খণ্ডের কাছে নিম্নচাপে পরিণত হয়েছে। রবিবার থেকে রাজ্যে আবহাওয়া স্বাভাবিক হওয়ার ইঙ্গিত।

দার্জিলিং-সহ উত্তরের একাধিক জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস, দক্ষিণে অল্পস্বল্প বৃষ্টি, কতদিন থাকবে মোন্থার প্রভাব?

ঘূর্ণিঝড় মোন্থা দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হলেও তার প্রভাব পড়ছে গোটা বাংলায়। উত্তরবঙ্গে চার জেলায় লাল সতর্কতা জারি, দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রইল।