Homeখবররাজ্যগণনা শেষের আগেই সম্ভাব্য জয়ের শুভেচ্ছা বার্তা জানালেন মমতা, অভিষেক

গণনা শেষের আগেই সম্ভাব্য জয়ের শুভেচ্ছা বার্তা জানালেন মমতা, অভিষেক

প্রকাশিত

ভোটে জয়ের পর প্রতিবারই তৃণমূলের তরফে বাংলার মানুষকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানান তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে পঞ্চায়েতের গণনা শেষের আগেই সম্ভাব্য জয়ের শুভেচ্ছা বার্তা জানালেন তিনি। তার কিছু আগেই ফলাফল নিয়ে প্রতিক্রিয়া জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

গণদেবতার জয়: মমতা বন্দ্যোপাধ্যায়

ফেসবুকে মমতা লিখেছেন, “সকল মা-মাটি-মানুষকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।” এরপর তিনি আরও লিখেছেন, “গ্রাম বাংলায় পুনরায় বিকশিত জোড়াফুল। এই পঞ্চায়েত নির্বাচনে আপনাদের অভূতপূর্ব সমর্থন, অকুণ্ঠ ভালোবাসা এবং অপার আশীর্বাদে আমি তথা আমার গোটা তৃণমূল কংগ্রেস পরিবার কৃতজ্ঞ।”

মমতা ফের লিখেছেন, “এই জয় আমার প্রণম্য গণদেবতার জয়। এই নির্বাচন আবারও প্রমাণ করল, বাংলার মানুষের হৃদয়ে তৃণমূল কংগ্রেসই আসীন।”

একমাত্র নন্দীগ্রাম ছাড়া প্রায় সব জেলার অধিকাংশ পঞ্চায়েতে তৃণমূলই এগিয়ে ছিল। মঙ্গলবার রাত ৯টা নাগাদ মমতা তাঁর ফেসবুক পেজে ওই পোস্টারের ছবি দেন। পোস্টারে মমতারই ছবি ছিল। হাত জোড় করা হাসিমুখের ছবি।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রথম প্রতিক্রিয়া

মঙ্গলবার গ্রাম পঞ্চায়েতে ফলাফল দেখেই প্রথম প্রতিক্রিয়া জানালেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সন্ধ্যে সাড়ে ৬টা নাগাদ একাধিক টুইট করন অভিষেক। একটি টুইটে লেখেন, ‘‘মূলস্রোতের সংবাদ মাধ্যমের বন্ধুদের দুঃখের সামনে নিশ্চয়ই বিজেপি, সিপিএম, কংগ্রেসের সম্মিলিত হতাশাও ফিকে হয়ে গিয়েছে। এমনকি, বাংলার তৃণমূল সরকারকে নিয়ে দূষিত মনোভাবের ভিত্তিহীন প্রচারও ভোটারদের ভুল বোঝাতে পারেনি।’’

আরেকটি টুইটে অভিষেক আরও দাবি করেছেন, ‘‘‘নো ভোট টু মমতা’কে ‘নাও ভোট ফর মমতা’য় পরিণত করার জন্য মানুষের কাছে কৃতজ্ঞ।’’

তিনি আরও লিখেছেন, ‘‘তৃণমূলে নবজোয়ারের প্রতি অটুট সমর্থনের জোরে আমরা নিশ্চিত ভাবেই বিরাট জয়ের পথে এগোচ্ছি। যা লোকসভার পথ প্রস্তুত করবে। বাংলা, এই ভালবাসার জন্য আমি কৃতজ্ঞ।’’

আরও পড়ুন: গ্রাম পঞ্চায়েতে একাধিপত্য তৃণমূলের, অনেকটা দূরে দ্বিতীয় স্থানে বিজেপি

সাম্প্রতিকতম

লারার বিশ্বরেকর্ডের কাছে এসেও ইনিংস ডিক্লেয়ার করে দিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক উইয়ান মুল্ডার, কেন?

শ্রয়ণ সেন একেই বলে স্পোর্টসম্যান স্পিরিট। তিনিই দলের অধিনায়ক। তিনি দলের স্কোরকে কত দূর নিয়ে যাবেন,...

ভারতে পুরোদমে চালু হল ইউপিআই-নির্ভর ডিজিটাল ব্যাঙ্ক, কার্ড ছাড়াই মিলবে সব পরিষেবা

ইউপিআই নির্ভর ডিজিটাল ব্যাঙ্ক চালু করল স্লাইস। বেঙ্গালুরুর কোরামঙ্গলায় শুরু হওয়া এই ব্যাঙ্কে কার্ড বা কাগজ ছাড়াই মিলবে সমস্ত ব্যাঙ্কিং পরিষেবা, থাকবে রোবট সহকারী ও ইউপিআই এটিএম।

ফের কলকাতায় কলেরার হানা! পিকনিক গার্ডেনের যুবক ভর্তি হাসপাতালে, জলবাহিত সংক্রমণে আতঙ্ক

কলকাতায় ফের কলেরার উপসর্গে আক্রান্ত এক যুবক। পিকনিক গার্ডেন এলাকার বাসিন্দা ওই যুবককে ভর্তি করা হয়েছে বাইপাসের ধারের এক হাসপাতালে। জলবাহিত এই সংক্রমণে এলাকাজুড়ে উদ্বেগ।

কলকাতায় আজও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, আর কোথায় কোথায় বর্ষণের সতর্কতা?

গাঙ্গেয় পশ্চিমবঙ্গে নিম্নচাপের প্রভাবে আজ দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস। সমুদ্র উত্তাল, সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা মৎস্যজীবীদের।

আরও পড়ুন

কলকাতায় আজও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, আর কোথায় কোথায় বর্ষণের সতর্কতা?

গাঙ্গেয় পশ্চিমবঙ্গে নিম্নচাপের প্রভাবে আজ দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস। সমুদ্র উত্তাল, সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা মৎস্যজীবীদের।

আর জি কর কাণ্ডে ফের রাত দখলের ডাক নির্যাতিতার পরিবারের, দিনভর আর কী হল?

৫ জুলাই ২০২৫: মোদীর আর্জেন্টিনা সফর, নেহাল মোদীর গ্রেফতার, হিমাচলে বৃষ্টিতে মৃত ৩৭, নবান্ন অভিযান ও শান্তনু সেনকে IMA-র সাসপেনশন সহ দিনের সেরা খবরের সারসংক্ষেপ পড়ুন।

দমদম জংশনে ট্র্যাক সংস্কারে টানা ৩১টি ট্রেন বাতিল, সপ্তাহান্তে বিপর্যস্ত হবে লোকাল ট্রেন চলাচল

দমদম জংশনে ট্র্যাক সংস্কারের কারণে আজ ও কাল মিলিয়ে ৩১টি ট্রেন বাতিল। আজ মধ্যরাত থেকে রবিবার সকাল পর্যন্ত বন্ধ থাকবে বিদ্যুৎ সংযোগ।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে