Homeখবররাজ্যখাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে ইডি, পুর নিয়োগ দুর্নীতির তদন্তে ভোর থেকে তল্লাশি

খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে ইডি, পুর নিয়োগ দুর্নীতির তদন্তে ভোর থেকে তল্লাশি

প্রকাশিত

কলকাতা: বৃহস্পতিবার ভোরে খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে ইডি-র হানা। মন্ত্রীর মধ্যমগ্রাম মাইকেলনগরের বাড়িতে পৌঁছে যায় ইডি-র বিশেষ তদন্তকারী দল। চলে তল্লাশি।

মধ্যমগ্রামের তৃণমূল বিধায়ক তথা খাদ্যমন্ত্রী রথীন ঘোষ মধ্যমগ্রাম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান। সূত্রের খবর, পুর নিয়োগ দুর্নীতির তদন্তেই এই তল্লাশি অভিযান। ফলে পুর নিয়োগ দুর্নীতিতে এই প্রথম কোনো মন্ত্রীর বাড়িতে চলল তল্লাশি।

ইডি সূত্রে খবর, এ দিন ভোররাত থেকে প্রস্তুতি শুরু হয়। ৩টে-সাড়ে ৩টে নাগাদ ইডির আধিকারিকদের উঠিয়ে আনা হয় সিজিও কমপ্লেক্সে। তারপর একে একে খাদ্যমন্ত্রীর বাড়ি ছাড়াও আরও অন্তত ১২ থেকে ১৩টি জায়গায় পাঠানো হয় ইডির দলকে। ইডির প্রতিটি দলের সঙ্গে যায় কেন্দ্রীয় বাহিনী।

সূত্রের খবর, বরানগর, কামারহাটি, পানিহাটি, উত্তর দমদম, দক্ষিণ দমদম-সহ যে সমস্ত পুরসভায় এর আগে সিবিআই অভিযান চালিয়েছিল, সেই সমস্ত পুরসভার কর্মী ও আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করে বয়ান রেকর্ডের প্রক্রিয়া কেন্দ্রীয় এজেন্সি শুরু করছে বলে জানা যায়। ২০১৪ সালের পর থেকে এই পুরসভাগুলিতে নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে।

ইডি সূত্রে খবর, পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নাম জড়ায় রাজ্যের মন্ত্রীর। গোয়েন্দা আধিকারিকদের দাবি, পুর নিয়োগ দুর্নীতি মামলার অন্যতম কিংপিন অয়ন শীল তাঁর বয়ানে রথীন ঘোষের নাম উল্লেখ করেছেন। সেই কারণেই তল্লাশি বলে প্রাথমিকভাবে জানতে পারা যাচ্ছে।

আপডেট পড়ুন: কাকভোরে প্রবেশ, রাত পৌনে ২টো নাগাদ মন্ত্রী রথীন ঘোষের বাড়ি থেকে বেরোল ইডি-র দল

সাম্প্রতিকতম

কলকাতা ও তার আশেপাশে বিকেল থেকে আবহাওয়ার উন্নতি, পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি থামবে কবে?

"১৬ই সেপ্টেম্বর ২০২৪-এর বিকেল থেকে কলকাতার আবহাওয়া উন্নতি হবে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে কাল থেকে আবহাওয়া পরিষ্কার হতে শুরু করবে। ঝাড়গ্রাম ও পুরুলিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাপমাত্রা সর্বাধিক ৩০°C এবং আদ্রতা ৭৫-৮০% পর্যন্ত।"

জুনিয়র ডাক্তারদের আন্দোলনে অস্বস্তিতে রাজ্য সরকার, এ বার কি সংকট ডেকে নিয়ে আসবে পুলিশ?

আরজি কর কাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ সামাল দিচ্ছে পুলিশ। ছবি: রাজীব বসু একদিকে যেখানে জুনিয়র ডাক্তারদের...

বৃষ্টি উপেক্ষা করেই জুনিয়র ডাক্তাররা হাঁটলেন স্বাস্থ্য ভবন পর্যন্ত, মহানগরী দেখল আরও মিছিল

কলকাতা: গত দুদিন ধরেই আকাশ চোখ রাঙাচ্ছে। চলছে রাতভর দিনভর বৃষ্টি। আর সেই বৃষ্টি...

টালা থানার ওসির পাশে নিচুতলা পুলিশ কর্মীরা, আইনি লড়াইয়ের জন্য একজোটের উদ্যোগ

টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের গ্রেফতারির প্রতিবাদে একজোট হচ্ছেন কলকাতা পুলিশের নিচু স্তরের কর্মীরা। রবিবার পুলিশ ক্লাবে বৈঠক করে আইনি লড়াইয়ের জন্য তহবিল গঠন এবং মিডিয়া সেল তৈরির পরিকল্পনা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন

কলকাতা ও তার আশেপাশে বিকেল থেকে আবহাওয়ার উন্নতি, পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি থামবে কবে?

"১৬ই সেপ্টেম্বর ২০২৪-এর বিকেল থেকে কলকাতার আবহাওয়া উন্নতি হবে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে কাল থেকে আবহাওয়া পরিষ্কার হতে শুরু করবে। ঝাড়গ্রাম ও পুরুলিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাপমাত্রা সর্বাধিক ৩০°C এবং আদ্রতা ৭৫-৮০% পর্যন্ত।"

দিঘা-কলকাতা রুটে মহালয়া থেকে অতিরিক্ত বাস পরিষেবা চালু করবে এসবিএসটিসি

পুজোর মরশুমে দীঘা-মন্দারমণিতে বাড়তি পর্যটকদের সমাগম, এসবিএসটিসি অতিরিক্ত বাস পরিষেবা চালু করছে। ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে হোটেলের বুকিং। নিরাপত্তা বাড়ানো হয়েছে সি-বিচে।

কেন ‘লাইভ স্ট্রিমিং’-জটে বারবার ভেস্তে যাচ্ছে বৈঠক?

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পরিস্থিতিতে হতাশা প্রকাশ করেছেন। তিনি বলেন, “ এত অসম্মান কেন করছেন আপনারা? এর আগে নবান্নেও দুদিন অপেক্ষা করেছি। আজও দুঘণ্টা অপেক্ষা করছি।” এর পর কার্যত কাতর সুরে প্রশ্ন, “এটুকু সম্মানও দেবে না।”
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?