Homeখবররাজ্যপ্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বিজেপি নেতা সত্যব্রত মুখোপাধ্যায় (জলুবাবু) প্রয়াত

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বিজেপি নেতা সত্যব্রত মুখোপাধ্যায় (জলুবাবু) প্রয়াত

প্রকাশিত

কলকাতা: প্রয়াত হলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সত্যব্রত মুখোপাধ্যায়। রাজনৈতিক মহলে জলুবাবু নামেই বেশি পরিচিত সত্যব্রতবাবু রাজ্য বিজেপির সভাপতিও হয়েছিলেন। শুক্রবার সকালে কলকাতার সানি পার্কের বাড়িতে তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।      

আইনজীবী সত্যব্রত মুখোপাধ্যায় অটলবিহারী বাজপেয়ী সরকারের আমলে কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন। ২০০০ থেকে ২০০২-এর জুন পর্যন্ত তিনি রাসায়নিক ও সার মন্ত্রকের প্রতিমন্ত্রী ছিলেন। তার পর ২০০৩ সালের অক্টোবর পর্যন্ত তিনি বাণিজ্য এবং শিল্প মন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

এর পাঁচ বছর পরে ২০০৮ সালে পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি হন সত্যব্রতবাবু। পরের বছর তাঁকে সরিয়ে রাহুল সিংহকে রাজ্য বিজেপির সভাপতি করা হয়।

আইনজীবী হিসাবে বেশ সুনাম অর্জন করেছিলেন সত্যব্রত মুখোপাধ্যায়। আইনের পেশায় আসা ছিল তাঁদের পরিবারের ধারা। দেশের অতিরিক্ত সলিসিটর জেনারেলও হয়েছিলেন সত্যব্রতবাবু। পরবর্তী কালে তিনি রাজনীতিতে যোগ দেন।

সত্যব্রতবাবু তথা জলুবাবু কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হিসাবে পাঁচ বার লড়েছিলেন। এর মধ্যে শুধুমাত্র ১৯৯৯ সালের ভোটে জয়ী হয়ে তিনি লোকসভায় যান। ১৯৯৮, ২০০৪, ২০০৯ এবং ২০১৪ সালের লোকসভা ভোটে পরাজিত হন। শেষ দু’ বার তিনি পরাজিত হয়েছিলেন তৃণমূল প্রার্থী তাপস পালের কাছে।

কয়েক বছর আগে পর্যন্তও জলুবাবু তাঁর পেশায় সক্রিয় ছিলেন। নিয়মিত হাইকোর্টে যেতেন। দলের ক্রিয়াকলাপের সঙ্গেও জড়িয়ে ছিলেন। তাঁর প্রয়াণে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, ‘‘বিশিষ্ট রাজনীতিবিদ, প্রথিতযশা ব্যারিস্টার ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সত্যব্রত মুখোপাধ্যায় (জলুবাবু)-এর মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি।’’

আরও পড়ুন  

প্রয়াত ‘পাণ্ডব গোয়েন্দা’র স্রষ্টা ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় 

সুপ্রিম কোর্টে ধাক্কা বিজয় মাল্যর, খারিজ আর্থিক অপরাধী ঘোষণা না করার আবেদন     

সাম্প্রতিকতম

রাশিয়ার আক্রমণের পর এই প্রথম ইউক্রেন সফরে যাওয়ার সম্ভাবনা প্রধানমন্ত্রী মোদীর

নয়াদিল্লি: সব কিছু ঠিকঠাক চললে আগামী ২৩ আগস্ট ইউক্রেন সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।...

প্রয়াত প্রাক্তন কারামন্ত্রী বিশ্বনাথ চৌধুরীর, ক্যানসারের সঙ্গে দীর্ঘদিন লড়াইয়ের পর শেষ নিঃশ্বাস ত্যাগ

দীর্ঘদিন ক্যানসারে আক্রান্ত থেকে এসএসকেএম হাসপাতালে প্রাক্তন কারামন্ত্রী বিশ্বনাথ চৌধুরী প্রয়াত। বয়স হয়েছিল ৮৩ বছর। বালুরঘাটে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হবে।

জেনারেটিভ এআই প্রযুক্তিযুক্ত নয়া মডেলের স্মার্টফোন আনল রিয়েলমি

অত্যাধুনিক প্রযুক্তির নয়া মডেলের স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন? আপনি কিনতেই পারেন রিয়েলমি সংস্থার নয়া...

আটকে একাধিক বিল, রাজভবনকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট

কলকাতা: রাজ্যের একাধিক বিল রাজভবনে আটকে আছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস সই করছেন না,...

আরও পড়ুন

প্রয়াত প্রাক্তন কারামন্ত্রী বিশ্বনাথ চৌধুরীর, ক্যানসারের সঙ্গে দীর্ঘদিন লড়াইয়ের পর শেষ নিঃশ্বাস ত্যাগ

দীর্ঘদিন ক্যানসারে আক্রান্ত থেকে এসএসকেএম হাসপাতালে প্রাক্তন কারামন্ত্রী বিশ্বনাথ চৌধুরী প্রয়াত। বয়স হয়েছিল ৮৩ বছর। বালুরঘাটে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হবে।

আটকে একাধিক বিল, রাজভবনকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট

কলকাতা: রাজ্যের একাধিক বিল রাজভবনে আটকে আছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস সই করছেন না,...

দুর্গাপুজো কমিটিগুলির জন্য সরকারি অনুদান বৃদ্ধি, বিদ্যুৎ বিলে বাড়ছে ছাড়ও, ঘোষণা মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুজো কমিটিগুলির জন্য অনুদান বাড়ানোর ঘোষণা করেছেন। চলতি বছর ৪৩ হাজার ক্লাবকে ৮৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে, যা ২০২৫ সালে এক লক্ষ টাকায় পৌঁছাবে। বিদ্যুৎ বিলে ৭৫ শতাংশ ছাড়ের কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?