Homeরাজ্যহাওড়াজমিদখল ও নাগরিক পরিষেবা নিয়ে প্রশাসনিক বৈঠকে তীব্র ক্ষোভ মুখ্যমন্ত্রীর, ধুয়ে দিলেন...

জমিদখল ও নাগরিক পরিষেবা নিয়ে প্রশাসনিক বৈঠকে তীব্র ক্ষোভ মুখ্যমন্ত্রীর, ধুয়ে দিলেন মন্ত্রী, আমলা, পুলিশকে

প্রকাশিত

নবান্ন সভাঘরে সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরসভা এবং পঞ্চায়েতের নাগরিক পরিষেবা নিয়ে তীব্র উষ্মা প্রকাশ করেন। রাস্তায় জমা জল থেকে নোংরা পরিষ্কারে অবহেলা, সরকারি জমি দখল, পথবাতির দেখভালের অভাব নিয়ে তিনি কঠোর সমালোচনা করেন।

কলকাতা ও হাওড়ার রাস্তার অবস্থার বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, “এবার কি আমাকে রাস্তা ঝাঁট দিতে বেরোতে হবে? শুধুমাত্র ট্যাক্স বাড়ানো আর লোক বসানোর কাজ করলে হবে না, নিচের দিকেও নজর দিতে হবে।”

মুখ্যমন্ত্রী হাওড়া পুরসভার প্রশাসক সুজয় চক্রবর্তী ও এসডিও অমৃতা রায় বর্মণের কাজের তীব্র সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, “কোথাও আলো জ্বলছে তো জ্বলছেই, কোথাও কল থেকে জল পড়ছে তো পড়ছেই। টাকার বিনিময়ে জনপ্রতিনিধি এবং প্রশাসনের কিছু লোকজন অবৈধ জমি দখল করছেন।”

আরও পড়ুন: বন্ধ হয়ে গেল বাংলায় ব্রিটানিয়ার একমাত্র কারখানা, অথৈ জলে অস্থায়ী কর্মীরা

মুখ্যমন্ত্রী আরও জানান, “এবার থেকে জমি বণ্টন এবং অন্যান্য কাজের টেন্ডার স্থানীয় প্রশাসন দিয়ে পরিচালনা করা হবে না। এজন্য একটি কমিটি গড়ে দেওয়া হবে।”

ফুটপাথ দখল করে অস্থায়ী দোকান বসানো নিয়েও তিনি উষ্মা প্রকাশ করেন এবং পুলিশকেও ভর্ৎসনা করেন। তিনি বলেন, “অবৈধভাবে দোকান বসানো হচ্ছে, অথচ কেউ কোনও ব্যবস্থা নিচ্ছে না। কেন বাইরের লোক বসবেন এখানে?”

ফুটপাথ দখল করে অস্থায়ী দোকান বসানো নিয়েও তিনি উষ্মা প্রকাশ করেন এবং পুলিশকেও ভর্ৎসনা করেন। তিনি বলেন, “হাতিবাগানে কখনও তাকিয়ে দেখেছেন? কী অবস্থা ওখানে। গড়িয়াহাটে হকার বসিয়েছেন। ওয়েবেলের সামনের রাস্তায় একের পর এক দোকান বসিয়েছে। দেখতে ভাল লাগছে?” তিনি মন্ত্রী সুজিত বসুর উদ্দেশে বলেন, “রাজারহাটে সুজিত লোক বসাচ্ছে কম্পিটিশন করে।”

মুখ্যমন্ত্রী বলেন, “অবৈধভাবে দোকান বসানো হচ্ছে, অথচ কেউ কোনও ব্যবস্থা নিচ্ছে না। কেন বাইরের লোক বসবেন এখানে? একটা করে ত্রিপল লাগাচ্ছে, এক জন করে বসে পড়ছে।” মমতা প্রশ্ন তোলেন, দিঘা এবং হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি থাকার প্রয়োজনীয়তা কী। “সেখানে তো পুরসভা আছে। লাভটা কী? এভাবে চলতে পারে না।”

মুখ্যমন্ত্রী অবশ্য এই তীব্র সমালোচনা প্রশাসনিক কর্তাদের কাজের উপর নেতিবাচক প্রভাব না ফেলে, বরং জনগণের পরিষেবা উন্নত করার আহ্বান জানান।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আজ সন্ধ্যায় কাকিনাড়ায় মোন্থার ল্যান্ডফল, প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা — বাংলাতে প্রভাব পড়বে ক’দিন?

আজ সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১০০ কিমি বেগে আছড়ে পড়বে ঝড়। বাংলায় ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও সিকিমে তুষারপাতের পূর্বাভাস।

কলকাতা-গুয়াংঝাউ উড়ান চালু, ভারত-চিনের সম্পর্কে উষ্ণতার ইঙ্গিত

কলকাতা: দীর্ঘ পাঁচ বছর পর আবার শুরু হল ভারত ও চিনের মধ্যে সরাসরি বিমান...

শ্রেয়স আয়ারকে আইসিইউ থেকে বাইরে আনা হয়েছে, অবস্থা স্থিতিশীল

খবর অনলাইন ডেস্ক: ভারতের তারকা মিডল অর্ডার ব্যাটার ও ওয়ানডে দলের সহ-অধিনায়ক শ্রেয়স আয়ার...

ঘরামি-অনুষ্টুপের লড়াইয়ে রনজি ট্রফির ম্যাচে গুজরাতের বিপক্ষে সুবিধাজনক অবস্থায় বাংলা

কলকাতা: সুদীপ ঘরামির দ্বিতীয় টানা অর্ধশতক ও অনুষ্টুপ মজুমদারের অপরাজিত ধৈর্যশীল ইনিংসের দৌলতে গুজরাতের...

আরও পড়ুন

পাম্প মেরামতির জন্য শনিবার দুপুরে বন্ধ থাকবে হাওড়ার পানীয় জল সরবরাহ

পদ্মপুকুর ইনটেক পয়েন্টে পাম্প মেরামতির জন্য শনিবার দুপুরে হাওড়া পুরসভার সব ওয়ার্ডে বন্ধ থাকবে জল সরবরাহ। সন্ধ্যা থেকে ফের স্বাভাবিক পরিষেবা।

হাওড়ায় বিদেশি কুকুর পুষতে লাইসেন্স বাধ্যতামূলক করল পুরসভা

হাওড়া পুরসভা ঘোষণা করেছে, বিদেশি প্রজাতির কুকুর পোষতে হলে এখন থেকে লাইসেন্স বাধ্যতামূলক। নিয়ম ভাঙলে জরিমানা ও শাস্তির ব্যবস্থা করা হয়েছে।

ডোমজুড়ে রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন, বিস্ফোরণে কেঁপে উঠল এলাকা, আতঙ্কে স্থানীয়রা

হাওড়ার ডোমজুড়ে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, একের পর এক বিস্ফোরণে আতঙ্ক ছড়াল। দমকলের ১৫টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।