Homeরাজ্যঝাড়গ্রামএ বার ঝাড়গ্রামে বাংলা ভাষার 'সম্মান রক্ষায়' মমতার মিছিল, বিশ্ব আদিবাসী...

এ বার ঝাড়গ্রামে বাংলা ভাষার ‘সম্মান রক্ষায়’ মমতার মিছিল, বিশ্ব আদিবাসী দিবস ঘিরে কর্মসূচির তোড়জোড় জঙ্গলমহলে

প্রকাশিত

বোলপুরের পরে এবার জঙ্গলমহলের প্রাণকেন্দ্র ঝাড়গ্রাম। বাংলা ভাষার মর্যাদা রক্ষায় এবার সেই শহরের রাজপথেই নামতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৬ আগস্ট ঝাড়গ্রামের রাজবাড়ি মোড় থেকে সার্কাস ময়দান পর্যন্ত হবে ভাষা আন্দোলনের মিছিল। থাকবেন সমাজের বিশিষ্টজন, আদিবাসী সমাজের প্রতিনিধিরা ও তৃণমূল নেতৃত্ব। বিজেপির বিরুদ্ধে ‘বাংলা ভাষার উপর ঘৃণ্য আক্রমণ’-এর প্রতিবাদ জানাতে এই কর্মসূচি, এমনটাই জানাচ্ছে শাসকদল।

এ দিন মুখ্যমন্ত্রীর আগাম সফরের প্রস্তুতি হিসেবে বিধানসভা ভবনে বৈঠক করেন পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। বৈঠকে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা তৃণমূল সভাপতি বিধায়ক দুলাল মুর্মু, বিনপুরের বিধায়ক দেবনাথ হাঁসদা, গোপীবল্লভপুরের বিধায়ক খগেন্দ্রনাথ মাহাতো-সহ অন্যান্য নেতৃত্ব। বৈঠকে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মিছিলের রূপরেখা ও বিশ্ব আদিবাসী দিবস ঘিরে কর্মসূচির প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

ফিরহাদ হাকিম জানিয়েছেন, “বাংলা ভাষার সম্মান রক্ষায় যাঁরা দাঁড়াতে চান, তাঁরা সকলে এই মিছিলে অংশ নেবেন। পাশাপাশি বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে একাধিক সাংস্কৃতিক ও প্রশাসনিক কর্মসূচিও থাকছে।”

বিধায়ক দেবনাথ হাঁসদা বলেন, “মুখ্যমন্ত্রীর সফরে ভাষা আন্দোলনের পাশাপাশি প্রশাসনিক বৈঠক-সহ একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচির প্রস্তুতি চলছে। ঝাড়গ্রামের রাজবাড়ি মোড় থেকে সার্কাস ময়দান পর্যন্ত মিছিল হওয়ার কথা। প্রয়োজনে রুট বদলানো হতে পারে।”

সূত্রের খবর, চূড়ান্ত প্রস্তুতির জন্য ফিরহাদ হাকিম একদিন আগেই ঝাড়গ্রামে পৌঁছে যাবেন। ভাষা ও সংস্কৃতির রক্ষার্থে মুখ্যমন্ত্রীর এই মিছিল রাজনৈতিক ভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে তৃণমূল।

আরও যে খবর পড়তে পারেন

মালেগাঁও বিস্ফোরণ মামলায় সাধ্বী প্রজ্ঞা-সহ সাত অভিযুক্তকে বেকসুর খালাস করল এনআইএ আদালত

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

পুজোয় উত্তর ভারত ভ্রমণে স্বস্তি, উত্তরবঙ্গ-সিকিমেও দুর্যোগের আশঙ্কা নেই

পুজোর ছুটিতে উত্তর ভারত বেড়াতে যাওয়ার পরিকল্পনা থাকলে স্বস্তির খবর। পঞ্জাব, কাশ্মীর, হিমাচল থেকে বিদায় নেবে বর্ষা। উত্তরবঙ্গ ও সিকিমে বৃষ্টি হলেও দুর্যোগের সম্ভাবনা নেই।

মানুষ ও প্রকৃতির পারস্পরিক সম্পর্কের ‘বিন্যাস’ বোনা হচ্ছে কেষ্টপুর প্রফুল্ল কানন (পশ্চিম) অধিবাসীবৃন্দর পুজোয়

কেষ্টপুর প্রফুল্ল কানন (পশ্চিম) দুর্গাপুজোয় এবছর থিম ‘বিন্যাস’। শিল্পী কৃশানু পালের ভাবনায় ফুটে উঠবে মানুষ ও প্রকৃতির পারস্পরিক সম্পর্ক।

সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং দুর্ঘটনায় প্রয়াত সঙ্গীত শিল্পী জুবিন গার্গ

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: অসমের কণ্ঠ, অসমিয়ার প্রাণ শিল্পী জুবিন গার্গ আর নেই।...

মাত্র ৪ দিন ভাজাভুজি খেলেই ক্ষতিগ্রস্ত মস্তিষ্ক! কৃত্রিম শর্করাতেও লুকিয়ে ভয়ঙ্কর বিপদ

সাম্প্রতিক গবেষণায় দাবি, মাত্র ৪ দিন ভাজাভুজি খেলেই মস্তিষ্কের কার্যকারিতা নষ্ট হতে শুরু করে। অন্য গবেষণায় দেখা গেছে, কৃত্রিম শর্করা মস্তিষ্ককে আগেভাগেই বুড়িয়ে দেয়, প্রসেসড খাবার বাড়ায় কিডনি রোগের ঝুঁকি।

আরও পড়ুন

ঝাড়খণ্ড সীমান্তে ঘোরাফেরা করছে জিনাত, নজরে পশ্চিমবঙ্গ বনদপ্তর

ওড়িশার সিমলিপাল টাইগার রিজার্ভ থেকে বিচ্ছিন্ন হয়ে ঝাড়খণ্ডে প্রবেশ করেছে একটি পূর্ণবয়স্ক বাঘিনী। পশ্চিমবঙ্গ সীমান্তে নজরদারিতে রয়েছে বনদপ্তরের টিম।

বিজেপিতে বড় ভাঙন! বিদায়ী সাংসদ যোগ দিলেন তৃণমূলে

ঝাড়গ্রাম: রবিবার আনুষ্ঠানিক ভাবে তৃণমূলে যোগ দিলেন ঝাড়গ্রামের বিদায়ী সাংসদ কুনার হেমব্রম। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

অভিষেকের কনভয়ে হামলার ঘটনায় আটক বেশ কয়েক জন, চলছে জিজ্ঞাসাবাদ

আটক করে ঝাড়গ্রাম থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে মোট কত জন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।