Homeরাজ্যঝাড়গ্রামঝাড়খণ্ড সীমান্তে ঘোরাফেরা করছে জিনাত, নজরে পশ্চিমবঙ্গ বনদপ্তর

ঝাড়খণ্ড সীমান্তে ঘোরাফেরা করছে জিনাত, নজরে পশ্চিমবঙ্গ বনদপ্তর

প্রকাশিত

ওড়িশার সিমলিপাল টাইগার রিজার্ভ থেকে বিচ্ছিন্ন হয়ে তিনদিন ধরে ঝাড়খণ্ডের চাকুলিয়া রেঞ্জে ঘোরাফেরা করছে একটি পূর্ণবয়স্ক বাঘিনী। বুধবার সকাল থেকে তার অবস্থান পশ্চিমবঙ্গ সীমান্ত থেকে মাত্র ১০-১২ কিলোমিটারের মধ্যে বলে জানা গেছে। এই খবর পাওয়ার পর থেকেই বেলপাহাড়ি থেকে জামবনি পর্যন্ত তিনটি বনদপ্তরের টিম পশ্চিমবঙ্গ-ঝাড়খণ্ড সীমান্তে কড়া নজরদারি চালাচ্ছে।

বাঘিনীর গতিবিধি
তিন বছর বয়সী এই বাঘিনী মঙ্গলবার রাত থেকে বুধবার বিকেল পর্যন্ত প্রায় ছয় কিলোমিটার পথ অতিক্রম করে ঝাড়খণ্ডের চাকুলিয়া রেঞ্জের জঙ্গলে রয়েছে। চাকুলিয়া রেঞ্জার দিগ্বিজয় সিং জানিয়েছেন, বাঘিনী আপাতত চাকুলিয়া রেঞ্জের এক জঙ্গলে অবস্থান করছে।

ঝাড়খণ্ডের মুখ্য বন্যপ্রাণী সংরক্ষক সত্যজিৎ সিং জানান, ওড়িশা বনদপ্তরের অনুরোধে বাঘিনীকে ট্রাঙ্কুলাইজ ও স্থানান্তরিত করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এর অবস্থান নিয়ে এখন কিছু জানানো হবে না।

পশ্চিমবঙ্গ সীমান্তে প্রস্তুতি
পশ্চিমবঙ্গ বনদপ্তরের মুখ্য বন্যপ্রাণী সংরক্ষক দেবাল রায় জানিয়েছেন, বুধবার সকালে বাঘিনীর অবস্থান সীমান্ত থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে ছিল। জঙ্গল থেকে কাকরাজহর বা ময়ূরঝর্নার দিক দিয়ে এটি পশ্চিমবঙ্গে প্রবেশ করতে পারে বলে অনুমান করা হচ্ছে। ২০২০ সালে এই এলাকায় খাদারানি বাঁধ সংলগ্ন অঞ্চলে বাঘের পাগমার্ক পাওয়ার খবর পাওয়া গিয়েছিল।

ঝাড়গ্রামের ডিএফও উমার ইমাম এবং মুখ্য বন সংরক্ষক বিজয় শালিমাথ জানিয়েছেন, তাদের টিম প্রস্তুত এবং ঝাড়খণ্ডের বনদপ্তরের সঙ্গে সমন্বয় চলছে।

জাতীয় ব্যাঘ্র সংরক্ষণ কর্তৃপক্ষের পর্যবেক্ষণ
জাতীয় ব্যাঘ্র সংরক্ষণ কর্তৃপক্ষের সদস্য সচিব গোবিন্দ সাগর ভরদ্বাজ জানিয়েছেন, ঝাড়খণ্ডের মুখ্য বন্যপ্রাণী সংরক্ষক তার সঙ্গে যোগাযোগ রাখছেন এবং জরুরি পরিস্থিতিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।

জিনাত নামে এই বাঘিনী মহারাষ্ট্রের তাডোবা থেকে এনে গত ২৩ নভেম্বর ওড়িশার সিমলিপালের মূল অঞ্চলে ছাড়া হয়েছিল। তিন দিনের মধ্যে সেটি ঝাড়খণ্ডে এসে পৌঁছেছে এবং এখন পশ্চিমবঙ্গের সীমান্তে নজরদারির কেন্দ্রে রয়েছে।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

কলকাতায় আত্মপ্রকাশ গোদরেজ হাউসিং ফিন্যান্সের, পূর্ব ভারতে ঋণ পরিষেবায় নতুন দিগন্ত

পূর্ব ভারতে আর্থিক পরিষেবা সম্প্রসারণের লক্ষ্যে কলকাতায় প্রথম শাখা চালু করল গোদরেজ হাউসিং ফিন্যান্স। ৭.৭৫% সুদে হোম লোন, নারীদের জন্য বিশেষ ‘আরোহী হোম লোন’ অফারসহ গ্রাহককেন্দ্রিক পরিষেবা দেবে সংস্থা।

মোন্থা আপডেট:  কাকিনাড়ায় আছড়ে পড়ল ঘূর্ণিঝড়, দুর্বল হলেও বৃষ্টি ঝড়ে বিপর্যস্ত একাধিক রাজ্য, বাংলায় কতদিন বৃষ্টি?

গত ২৮ অক্টোবর রাতে কাকিনাড়া উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১১০ কিমি গতিবেগে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড়টি। বর্তমানে দুর্বল হলেও দক্ষিণ ওড়িশা, ছত্তীসগঢ়, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গে বৃষ্টি ও বিপর্যয়ের আশঙ্কা রইল।

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: মহেশের জাদু জেতাল ইস্টবেঙ্গলকে, মোহনবাগানকে রুখে দিল ডেম্পো  

ইস্টবেঙ্গল এফসি: ৪ (কেভিন সিবিলে, বিপিন সিং ২, হিরোশি ইবুসুকি) চেন্নাইয়িন এফসি: ও মোহনবাগান সুপার...

যে কোনো সময় ভারতের জার্সি গায়ে চাপাতে প্রস্তুত: গুজরাতের পাঁচ উইকেট নিয়ে বাংলাকে জিতিয়ে ঘোষণা শামির  

কলকাতা: ইডেন গার্ডেন্সে রনজি ট্রফির গ্রুপ–সি ম্যাচে মহাম্মদ শামির দুর্দান্ত বোলিংয়ে গুজরাতকে ১৪১ রানে...

আরও পড়ুন

এ বার ঝাড়গ্রামে বাংলা ভাষার ‘সম্মান রক্ষায়’ মমতার মিছিল, বিশ্ব আদিবাসী দিবস ঘিরে কর্মসূচির তোড়জোড় জঙ্গলমহলে

বাংলা ভাষার উপর বিজেপির ‘আক্রমণ’-এর প্রতিবাদে ৬ আগস্ট ঝাড়গ্রামে ভাষা আন্দোলনের মিছিল করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশ্ব আদিবাসী দিবসের প্রস্তুতি নিয়েও বৈঠক করলেন তৃণমূল নেতৃত্ব।

বিজেপিতে বড় ভাঙন! বিদায়ী সাংসদ যোগ দিলেন তৃণমূলে

ঝাড়গ্রাম: রবিবার আনুষ্ঠানিক ভাবে তৃণমূলে যোগ দিলেন ঝাড়গ্রামের বিদায়ী সাংসদ কুনার হেমব্রম। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

অভিষেকের কনভয়ে হামলার ঘটনায় আটক বেশ কয়েক জন, চলছে জিজ্ঞাসাবাদ

আটক করে ঝাড়গ্রাম থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে মোট কত জন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।