Homeখবররাজ্যতেল নয়, জলে জ্বলবে! দীপাবলির বাজার মাতাচ্ছে অবাক করা প্রদীপ

তেল নয়, জলে জ্বলবে! দীপাবলির বাজার মাতাচ্ছে অবাক করা প্রদীপ

প্রকাশিত

কলকাতা: ১২ নভেম্বর (রবিবার) কালীপুজো। দীপাবলিতে আলোর বন্যায় গা ভাসানোর যাবতীয় তোড়জোড় চলছে জোরকদমে। এরই মধ্যে খবরে উঠে এসেছে অবাক করা এক প্রদীপ। যা জ্বালানোর জন্য তেলের দরকার নেই। জল হলেই চলবে।

প্রত্যেক বছরই কালীপুজোর আগে বাজারে আসে নিত্যনতুন লাইটের সম্ভার। টুনি বাল্ব থেকে শুরু করে অন্য আরও সব আলোর পশরা নিয়ে বসে পড়েন দোকানিরা। নতুন করে বলার নয়, এখন আবার এলইডি আলোর যুগ। ফলে রকমারি আলোর অভাব নেই এ বারের কালীপুজোর বাজারেও।

Rajib kali 5 1

এরই মধ্যে, গত কয়েক দিন ধরেই বাজারে মিলছে অবাক করা এক প্রদীপ। তেল তো লাগবেই না, দরকার নেই আলাদা কোনো উৎসেরও। অর্থাৎ, বিদ্যুৎ অথবা ব্যাটারির প্রয়োজনও পড়ছে না। তা হলে কী ভাবে জ্বলবে এই প্রদীপ?

খুবই সহজ পদ্ধতি। আকর্ষণীয় এই প্রদীপ জ্বালাতে লাগবে কয়েক ফোঁটা জল। প্রদীপের তেল দেওয়ার জায়গায় আপনি কয়েক ফোঁটা জল ঢেলে দিন, ব্যস আর কিচ্ছুটি করতে হবে না। ওমনি জ্বলে উঠবে প্রদীপ। নেভানোর পদ্ধতিও সহজ। জল ফেলে দিয়ে শুকনো করে মুছে নিলে কিছুক্ষণ পর প্রদীপ নিভে যাবে।

pradip 1 2 1

বিক্রেতারা জানাচ্ছেন, এগুলি এক বিশেষ ধরনের বৈদ্যুতিক বাতি। তবে তার জন্য বিদ্যুতের সংযোগ লাগে না। বাতিতে জল ঢালার সঙ্গে সঙ্গেই তা জ্বলতে শুরু করে। জোরে হাওয়া দিলে অথবা বৃষ্টি হলেও এই প্রদীপের নিভে যাওয়ার কোনো সম্ভাবনা নেই।

দামও খুব একটা বেশি নয়। এক পিস নিলে খরচ পড়ছে ২০ টাকা। তবে এক ডজন নিলে ২০০ টাকার মধ্যেই হয়ে যাবে। মজার কথা, এই প্রদীপ জ্বালাতে তেল, বিদ্যুৎ অথবা ব্যাটারি লাগছে না। লাগবে শুধু জল। ফলে এই প্রদীপের ব্যবহার যথেষ্ট সাশ্রয়ী তো বটেই!

আরও পড়ুন: কালীপুজোর প্রস্তুতি তুঙ্গে, ব্যস্ততা পটুয়াপাড়ায়, আলোর বাজারে গমগমে ভিড়

সাম্প্রতিকতম

বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ, উপকূলে ভারী বৃষ্টির সতর্কতা, রবিবার কলকাতায় ভিজতে পারে ‘রাত দখল’ কর্মসূচি

বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ অতি গভীর নিম্নচাপের রূপ নিতে চলেছে, ফলে উপকূলে ভারী বৃষ্টির সতর্কতা জারি। কলকাতায় রবিবার রাতে আরজি কর ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ‘রাত দখল’ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

ট্রি টপ প্ল্যান্টেশন’, জলদাপাড়া অভয়ারণ্যে গাছ সংরক্ষণের অভিনব উদ্যোগ

জলদাপাড়া অভয়ারণ্যে বন দফতর নতুন 'ট্রি টপ প্ল্যান্টেশন' প্রকল্প শুরু করেছে, যেখানে গাছের চারা উঁচু গাছের ডালে বসিয়ে সংরক্ষণ করা হচ্ছে। ইউনিকোড প্রযুক্তির সাহায্যে ফলহীন গাছ চিহ্নিত করা হচ্ছে।

‘…দুর্নীতিগ্রস্তদের পেশিশক্তির আস্ফালন’! মমতাকে চিঠি লিখে সাংসদপদ ও রাজনীতি ছাড়লেন জহর সরকার

আরজি কর হাসপাতালের ঘটনার প্রতিবাদে তৃণমূলের রাজ্যসভা সাংসদ জহর সরকার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লেখা একটি চিঠিতে তিনি ঘটনার বিরুদ্ধে সরকারে নেওয়া পদক্ষেপের কঠোর সমালোচনা করেছেন।

অপরাজিতা বিলের সমালোচনায় সরব সমাজকর্মী ও আইনজীবীরা, মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি

অপরাজিতা বিলের মৃত্যুদণ্ড সংক্রান্ত ধারা নিয়ে মানবাধিকার কর্মী ও আইনজীবীদের তীব্র প্রতিবাদ। বিলটিকে অমানবিক ও অসাংবিধানিক বলে দাবি করেছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন

‘…দুর্নীতিগ্রস্তদের পেশিশক্তির আস্ফালন’! মমতাকে চিঠি লিখে সাংসদপদ ও রাজনীতি ছাড়লেন জহর সরকার

আরজি কর হাসপাতালের ঘটনার প্রতিবাদে তৃণমূলের রাজ্যসভা সাংসদ জহর সরকার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লেখা একটি চিঠিতে তিনি ঘটনার বিরুদ্ধে সরকারে নেওয়া পদক্ষেপের কঠোর সমালোচনা করেছেন।

অপরাজিতা বিলের সমালোচনায় সরব সমাজকর্মী ও আইনজীবীরা, মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি

অপরাজিতা বিলের মৃত্যুদণ্ড সংক্রান্ত ধারা নিয়ে মানবাধিকার কর্মী ও আইনজীবীদের তীব্র প্রতিবাদ। বিলটিকে অমানবিক ও অসাংবিধানিক বলে দাবি করেছেন বিশেষজ্ঞরা।

আর জি কর কাণ্ডের প্রতিবাদে ফের ‘রাত দখল’-এর ডাক

আর জি কর কাণ্ডে সুবিচারের দাবিতে ফের ‘রাত দখল’-এর ডাক দিলেন রিমঝিম সিংহরা। আগামী রবিবার এই কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। বিস্তারিত প্রতিবেদন পড়ুন।
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?