Homeখবররাজ্যপ্রবল গরম, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তাপপ্রবাহ

প্রবল গরম, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তাপপ্রবাহ

প্রকাশিত

কলকাতা: শেষলগ্নে চৈত্র। দোরগড়ায় নতুন বছর। এরই মধ্যে প্রবল গরমে পুড়ছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। রবিবার থেকে টানা পাঁচদিন বাংলার বিভিন্ন জেলায় তাপপ্রবাহ বা হিট ওয়েভের পূর্বাভাস দিয়েছে দিল্লির মৌসম ভবন।

আবহাওয়াবিদদের মতে, তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বেড়ে গিয়ে ৪০ ডিগ্রি স্পর্শ করলে সেই পরিস্থিতিকে তাপপ্রবাহ বলে ধরা হয়। শনিবারই বাঁকুড়া, বিষ্ণুপুর, মুর্শিদাবাদ, আসানসোল, বোলপুর সহ পশ্চিমাঞ্চলের একাধিক জায়গার তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে গিয়েছে। কলকাতা-সল্টলেকেও ৩৭.৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছে দিনের সর্বোচ্চ তাপমাত্রা। এ বার লু বইবে বলে আশঙ্কা।

হাওয়া অফিস সতর্কতা জারি করে বলেছে, ১০ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত তাপপ্রবাহ হতে পারে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপু-সহ একাধিক জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি সৃষ্টি হবে। শুধু তাই নয়, উত্তরবঙ্গের মালদহ ও দক্ষিণ দিনাজপুরেও তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। এ ছাড়া উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতে কমবে বৃষ্টির সম্ভাবনা। অন্য দিকে, আগামী ১৫ এপ্রিল পর্যন্ত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বাংলার কোনো জেলাতেই।

আবহাওয়াবিদদের মতে, গত বছর গ্রীষ্মের মরশুমে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই আটকে পড়েছিল। তবে এ বার তেমনটা হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। এর আগে ২০১৪ ও ২০১৬ সালের এপ্রিলে একাধিক দিনই কলকাতার তাপমাত্রা ৪০-এর উপরে ছিল। তবে ২০১৬ তার পর আর কলকাতার এপ্রিলের তাপমাত্রা চল্লিশে পৌঁছোয়নি।

অনুমান করা হচ্ছে, ১৪ এপ্রিল সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না! শুধু তাই নয়, এপ্রিল থেকে জুন অর্থাৎ বৈশাখ, জ্যৈষ্ঠ ও আষাঢ়ের প্রথম দিকটা দেশের বেশির ভাগ অংশেই দিনের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি থাকবে। তার মধ্যে আছে পশ্চিমবঙ্গও।

সোমবার থেকে গরম আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে চিকিৎসকদের সতর্কতা, গরম থেকে বাঁচতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। দুপুরের দিকে বাড়ির ভেতরে থাকারই পরামর্শ দেওয়া হয়েছে। গরম থেকে রক্ষা পেতে কিছু নিয়ম মেনে চলার পরমার্শ দিচ্ছেন তাঁরা। যেমন সুতির জামা পরতে বলছেন, পাশাপাশি বেশি করে জল খাওয়ারও পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা।

আরও পড়ুন: কুড়মিদের অবরোধে চরমে যাত্রী ভোগান্তি, বাতিল বহু ট্রেন

Advertisements
Claim Your Gift Card Now
- Advertisement -Claim Your Gift Card Now

সাম্প্রতিকতম

দোষী ‘সাব্যস্ত’ করে পুলিশ-প্রশাসন কাউকে শাস্তি দিতে পারে না, ‘বুলডোজার নীতি’ মামলায় সুপ্রিম কোর্টের রায়

সুপ্রিম কোর্ট বুলডোজ়ার নীতির বিরুদ্ধে রায় দিয়ে জানাল, অপরাধের অভিযোগে কারও বাড়ি ভাঙা যাবে না। নিয়ম মেনে নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষেই এমন ব্যবস্থা নেওয়া যাবে।

এ বার সাগরের ৩১ জন পড়ুয়ার ট্যাবের টাকা উধাও

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: এ বার ট্যাব দুর্নীতির হদিশ সাগরে। সাগরের একটি স্কুলের ৩১ জন...

বিহারের অনুষ্ঠানে মোদীর পা ছুঁতে গেলেন নীতীশ কুমার, মন কাড়ল প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়া

দরভাঙায় একটি সরকারি অনুষ্ঠানে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এক অদ্ভুত কাণ্ড ঘটালেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র...

দক্ষিণ কলকাতার লর্ডস মোড়ে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে দমকলের ১৬টি ইঞ্জিন

দক্ষিণ কলকাতার প্রিন্স আনোয়ার শাহ রোডের লর্ডস মোড়ের কাছে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। বুধবার দুপুরে...

আরও পড়ুন

সল্টলেকে পথদুর্ঘটনায় স্কুলপড়ুয়ার মৃত্যুতে মুখ্যমন্ত্রীর উদ্বেগ, পরিবহণমন্ত্রীকে দ্রুত পদক্ষেপের নির্দেশ

সল্টলেকে পথ দুর্ঘটনায় চতুর্থ শ্রেণির এক স্কুলপড়ুয়ার মৃত্যুতে গভীর উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘বাঞ্ছারামের বাগান’ শূন্য করে চলে গেলেন মনোজ মিত্র

কলকাতা: নাট্যকার-অভিনেতা মনোজ মিত্র প্রয়াত। ৮৬ বছর বয়সে ‘বাঞ্ছারামের বাগান’ শূন্য করে চলে গেলেন...

বিনীত গোয়েলরা ষড়যন্ত্র করে ফাঁসিয়েছেন, দাবি আরজি কর-কাণ্ডে অভিযুক্ত সিভিকের

খবর অনলাইনডেস্ক: আরজি কর হাসপাতালে ধর্ষণ এবং খুনের বিচার প্রক্রিয়ার প্রথম দিনের সাক্ষ্যগ্রহণ শেষে...
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে