Homeখবররাজ্যকুড়মিদের অবরোধে চরমে যাত্রী ভোগান্তি, বাতিল বহু ট্রেন

কুড়মিদের অবরোধে চরমে যাত্রী ভোগান্তি, বাতিল বহু ট্রেন

প্রকাশিত

কুড়মি আন্দোলনের জেরে ব্যাহত দক্ষিণ পূর্ব রেলের স্বাভাবিক পরিষেবা। পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুরে প্রায় পাঁচ দিন ধরে অবরুদ্ধ হয়ে রয়েছে রেলপথ। দাবি আদায় না হলে অনির্দিষ্টকাল ধরে আন্দোলন চালিয়ে যাওবার হুঁশিয়ারি দিয়েছে কুড়মি সমাজ।

ট্রেনযাত্রার মাঝপথে চরম ভোগান্তিতে পড়ছেন দূরের রেলযাত্রীরা। লোকসান বাড়ছে রেলেরও। তবে নিজেদের অবস্থানে অনড় কুড়মিরা। রাজ্য প্রশাসনের কাছে নতি স্বীকারে নারাজ তাঁরা। উল্টে আন্দোলনের ঝাঁঝ বাড়ানোর পথে এগোচ্ছে কুড়মি সমাজ।

আন্দোলনের জেরে শেষ কয়েক দিন ধরে বাতিল করা হয়েছে একগুচ্ছ দূরপাল্লার ট্রেন। দরবিবার (৯ এপ্রিল) থেকে আরও তীব্রতর হচ্ছে কুড়মি আন্দোলন। সেই পরিস্থিতিতে রাজধানী এক্সপ্রেস, দুরন্ত এক্সপ্রেস-সহ ৯৫ টি ট্রেন বাতিল করে দিয়েছে দক্ষিণ-পূর্ব রেল। সোমবার জনশতাব্দী এক্সপ্রেস, মেমু এক্সপ্রেস-সহ ৯৩ টি ট্রেন বাতিল করা হয়েছে।

এ দিকে খবর, রবিবার থেকে কোটশিলা স্টেশনও অবরোধ করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সেই পরিস্থিতিতে রবিবার ৯৫ টি এক্সপ্রেস ট্রেন, মেমু এক্সপ্রেস ট্রেন বাতিল করে দিয়েছে দক্ষিণ-পূর্ব রেল। যে তালিকায় আছে হাওড়া-বারবিল জনশতাব্দী এক্সপ্রেস, পুরী-নয়াদিল্লি এক্সপ্রেস, সাঁতরাগাছি-পুরুলিয়া রূপসী বাংলা এক্সপ্রেস, পুরুলিয়া-হাওড়া রূপসী বাংলা এক্সপ্রেস-সহ একগুচ্ছ ট্রেন।

সোমবারও ৯৩ টি ট্রেন বাতিল করা হয়েছে। মুম্বই রুটের তো সব ট্রেনই বাতিল করে দিয়েছে দক্ষিণ-পূর্ব রেল। প্রাথমিকভাবে ঘুরপথে কয়েকটি মুম্বই রুটের ট্রেন চালানো হচ্ছিল। কিন্তু সেই রুটেও অবরোধের জেরে পুরোপুরি স্তব্ধ হয়ে গিয়েছে মুম্বই রুটের রেল পরিষেবা।

উল্লেখ্য, আন্দোলনকারীরা পিছু না হঠায়, এ বার অবরোধ তুলতে রাজ্য প্রশাসনের দ্বারস্থ হয়েছে রেল। দক্ষিণ পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, রাজ্যের তরফে রেলকে জানিয়ে দেওয়া হয়েছে, অবরোধ তুলতে এবার কড়া ব্যবস্থা নিতে পারে রেল।

প্রসঙ্গত, কুড়মি সম্প্রদায়কে তফসিলি উপজাতি তালিকাভুক্ত করার দাবিতে গত বুধবার থেকে সেই আন্দোলন শুরু হয়েছে। পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়ার মতো জায়গায় অনির্দিষ্টকালের জন্য রেল অবরোধ করা হয়েছে। আটকে দেওয়া হয়েছে রাস্তা। খেমাশুলিতে জাতীয় সড়ক এবং রেল অবরোধ করা হয়েছে। তার জেরে দক্ষিণ-পূর্ব রেলের পরিষেবা ব্যাহত হয়েছে।

সাম্প্রতিকতম

রাজ্যের ৩ জন-সহ সব শ্রমিককেই নিরাপদে বাইরে আনা হল, উদ্ধার অভিযানের প্রশংসায় প্রধানমন্ত্রী    

দেহরাদুন: সমস্ত উৎকণ্ঠা, উদ্বেগ, প্রতীক্ষার অবসান হল। ১৭ দিন ধরে উত্তরকাশীর কাছে সুড়ঙ্গে আটকে...

টি২০ সিরিজ: সেই গ্লেন ম্যাক্সওয়েল, ভারতের বিরুদ্ধে তৃতীয় ম্যাচে এনে দিলেন জয়

ভারত: ২২২-৩ (ঋতুরাজ গায়কোয়াড় ১২৩ নট আউট, সূর্যকুমার যাদব ৩৯, বেহরেনডর্ফ ১-১২) অস্ট্রেলিয়া: ২২৫-৫ (গ্লেন...

সুড়ঙ্গে আটকে থাকা ৪১ জন শ্রমিককেই নিরাপদে উদ্ধার করা হল

দেহরাদুন: টানা ১৭ দিন ধরে আটকে থাকার পর সিলকিয়ারা টানেলে আটকে থাকা কর্মীদের একে...

সুড়ঙ্গে আটকে থাকা কর্মীদের কাছাকাছি উদ্ধারকারী দল, যে কোনো মুহূর্তে বেরিয়ে আসতে পারেন তাঁরা    

দেহরাদুন: সিলকিয়ারার সুড়ঙ্গে আটকে থাকা কর্মীদের উদ্ধারকাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে এনডিএমএ (ন্যাশনাল...

আরও পড়ুন

ডুয়ার্সের জঙ্গলে হাতির মৃত্যু, মালগাড়ির ধাক্কায় প্রাণ গেল মা ও দুই শাবকের

নিজস্ব প্রতিনিধি: ডুয়ার্সের জঙ্গল ভেদ করে যাওয়া রেললাইনে মালগাড়ির ধাক্কায় ফের মৃত্যু হল হাতির।...

দার্জিলিঙে গেলে এ বার থেকে দিতে হবে ‘ট্যুরিস্ট ট্যাক্স’, হোটেল ব্যবসায়ীদের আপত্তি

দার্জিলিং: শৈলশহর দার্জিলিং ভ্রমণকারীদের কাছ থেকে ‘ট্যুরিস্ট ট্যাক্স’ আদায়ের সিদ্ধান্ত নিল দার্জিলিং পুরসভা। পুরসভার...

‘২০২৪ সালের মার্চ মাসের মধ্যে সিএএ, কেউ থামাতে পারবে না’, বাংলায় এসে ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রী অজয় ​​মিশ্রর

কলকাতা: ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে নাগরিকত্ব (সংশোধনী) আইন (CAA) কার্যকর করার দাবি করলেন...