কলকাতা: উত্তরে ঝড়বৃষ্টি, দক্ষিণে পোড়া গরম। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দিন ও রাতের তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস হাওয়া অফিসের। চৈত্র শেষে পয়লা বৈশাখে গলদঘর্ম অবস্থা হবে শহরবাসীর।
গত সপ্তাহে ঝড়-বৃষ্টির সাক্ষী হয়ে গোটা রাজ্য। এখন আর দক্ষিণে বৃষ্টির সম্ভাবনা নেই। মেঘ কেটে তাপমাত্রা বাড়তে শুরু করেছে। ঝড়-বৃষ্টি না হলেই গরম বাড়বে। আগামী পাঁচদিনে চার থেকে ছয় ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। উপকূল ও সংলগ্ন জেলায় বিক্ষিপ্ত ভাবে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের মতো উপকূলের জেলাগুলিতে দু’এক জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গের বাকি জেলায় মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা নেই।
মঙ্গলবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস। যা আগের দিন ছিল ২৪.২ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ রাতারাতি বেড়েছে ২ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা আগের দিনের থেকে বেড়ে ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৩৪ থেকে ৯০ শতাংশের মধ্যে।
অন্য দিকে, উত্তরবঙ্গের পার্বত্য এলাকার পাঁচ জেলায় বৃষ্টি চলবে। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি। হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে। দার্জিলিং ও কালিম্পংয়ে বৃষ্টির সম্ভাবনা বেশি। মালদহ ও দুই দিনাজপুরে মূলত পরিষ্কার আকাশ এবং আবহাওয়া শুষ্ক থাকবে।
আবহাওয়াবিদদের মতে, চড়া তাপমাত্রার পাশাপাশি এ বার তাপপ্রবাহের দাপটও বাড়বে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। গড়পড়তার থেকে এ বছর বেশি তাপপ্রবাহ হতে পারে। গ্রীষ্মের দাপটে বিপর্যস্ত হতে পারে জনজীবন।
আরও পড়ুন: দুয়ারে গ্রীষ্ম, চাই একটু স্বস্তি…