Homeরাজ্যমালদামালদহে দুষ্কৃতীদের গুলিতে খুন তৃণমূলের দাপুটে নেতা, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

মালদহে দুষ্কৃতীদের গুলিতে খুন তৃণমূলের দাপুটে নেতা, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

প্রকাশিত

তৃণমূল নেতাকে গুলি করে খুনের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে ইংরেজবাজারে দুষ্কৃতীদের ছোড়া গুলি মাথায় লেগে মৃত্যু হলো জেলা তৃণমূলের নেতা ও কাউন্সিলার দুলাল সরকার (৬২) ওরফে বাবলার। তিনি ইংরেজবাজার পুরসভার কাউন্সিলার ছিলেন।

ঘটনায় প্রকাশ, এ দিন সকালে ইংরেজবাজার শহরের ঝলঝলিয়া এলাকায় নিজের প্লাইউড কারখানার কাছে দাঁড়িয়ে ছিলেন তিনি। সেই সময় বাইকে চেপে আসা তিন দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। মাথার কাছে একটি গুলি লেগে গুরুতর আহত অবস্থায় তাঁকে মালদহ মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

দুলালের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, “আমার ঘনিষ্ঠ সহযোগী এবং জনপ্রিয় নেতা বাবলা সরকার আজ খুন হয়েছেন।” মুখ্যমন্ত্রী আরও জানান, “তৃণমূল কংগ্রেসের গোড়ার দিন থেকে বাবলা এবং তাঁর স্ত্রী দলের জন্য কঠোর পরিশ্রম করেছেন। তিনি জনপ্রিয় কাউন্সিলরও ছিলেন। এই ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং অপরাধীদের দ্রুত গ্রেফতার করা উচিত।”

এর পর নবান্নে প্রশাসনিক বৈঠকের শুরুতেই এই খুনের প্রসঙ্গ তুলে পুলিশ প্রশাসনের তীব্র সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। তিনি অভিযোগ করেন, “পুলিশের গাফিলতিতে এই খুন হয়েছে। বাবলার উপর আগেও হামলা হয়েছিল। তখন তাঁর নিরাপত্তা দেওয়া হয়েছিল, কিন্তু পরে তা তুলে নেওয়া হয়।”

এই ঘটনার পর রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম এবং সাবিনা ইয়াসমিনকে ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যে সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, দুষ্কৃতীরা দুলালকে তাড়া করছে এবং তিনি কারখানায় ঢুকতেই পরপর গুলি চালিয়ে পালিয়ে যাচ্ছে।

রাজনৈতিক মহলে দুলালের হত্যাকাণ্ড নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে দোষীদের শাস্তির দাবি তুলেছে তৃণমূল নেতৃত্ব।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

অতিরিক্ত লঙ্কা খাওয়ায় ক্যানসারের ঝুঁকি! নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

ঝাল খাবার খেতে ভালোবাসেন? সাবধান! নতুন গবেষণায় দেখা গেছে, অতিরিক্ত লঙ্কা খেলে পাকস্থলী, কোলোন ও খাদ্যনালীর ক্যানসারের ঝুঁকি বাড়ে। তবে সীমিত পরিমাণে খেলে লঙ্কা শরীরের পক্ষে উপকারী।

শান্ত থাকুন, তাড়াহুড়ো নয়, নিরাপদে গন্তব্যে পৌঁছোন: ক্রিকেটনায়িকা জেমিমাকে কেন্দ্র করে কলকাতা পুলিশের নতুন বার্তা

খবর অনলাইন ডেস্ক: অসাধারণ পারফরম্যান্সে ভারতীয় মহিলা ক্রিকেট দলকে বিশ্বকাপ ফাইনালে পৌঁছে দিয়েছেন জেমিমা...

ভারতের প্রথম চরম দারিদ্র্যমুক্ত রাজ্য কেরল: মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের ঐতিহাসিক ঘোষণা

খবর অনলাইন ডেস্ক: কেরল পিরাভি দিবসের দিনেই ইতিহাস গড়ল রাজ্য সরকার। শুক্রবার (১ নভেম্বর)...

দক্ষিণবঙ্গে শনিবার বৃষ্টি, উত্তরবঙ্গে ধীরে ধীরে স্বস্তি; দুর্বল মোন্থা এখন ঝাড়খণ্ডে নিম্নচাপে

কলকাতাসহ দক্ষিণবঙ্গের ছয় জেলায় শনিবারও বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে কমেছে বৃষ্টি। ঘূর্ণিঝড় মোন্থা শক্তি হারিয়ে ঝাড়খণ্ডের কাছে নিম্নচাপে পরিণত হয়েছে। রবিবার থেকে রাজ্যে আবহাওয়া স্বাভাবিক হওয়ার ইঙ্গিত।

আরও পড়ুন

মালদহে ফের তৃণমূল নেতার উপর হামলা, এক কর্মীর মৃত্যু, অঞ্চল সভাপতির অবস্থা আশঙ্কাজনক

মালদহের কালিয়াচকে তৃণমূল নেতার উপর গুলি চালানোর ঘটনা। এক কর্মীর মৃত্যু, অঞ্চল সভাপতির অবস্থা আশঙ্কাজনক। গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ।

ইংরেজবাজারে তৃণমূল কাউন্সিলর খুনে টাউন সভাপতির গ্রেফতার

তৃণমূল কাউন্সিলর দুলাল সরকার খুনের ঘটনায় গ্রেফতার ইংরেজবাজার টাউন সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি। পুলিশি তদন্তে ধরা পড়ল আরও ষড়যন্ত্রের সূত্র।

মালদায় ধানক্ষেতের পাশ থেকে মহিলার দেহ উদ্ধার, মুখ দগ্ধ অ্যাসিডে, শরীরে কাটাছেঁড়া, পাশে পড়ে গর্ভনিরোধক

রবিবার সকালে ধানক্ষেতের পাশে এই ভাবে বীভৎস অবস্থায় মহিলাকে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তাঁর পরিচয় জানা যায়নি।