Homeখবররাজ্যউচ্চশিক্ষায় বিশেষ অবদান, ফের ডি লিট পেলেন মমতা বন্দ্যোপাধ্যায়

উচ্চশিক্ষায় বিশেষ অবদান, ফের ডি লিট পেলেন মমতা বন্দ্যোপাধ্যায়

প্রকাশিত

কলকাতা: ফের ডি লিট পেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার (৬ ফেব্রুয়ারি) সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের তরফে তাঁকে এই সম্মান দেওয়া হল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

গত নভেম্বরেই মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে তাঁকে এই সম্মান দেওয়ার কথা জানিয়েছিলেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়, উচ্চশিক্ষায় বিশেষ অবদানের কারণেই মুখ্যমন্ত্রীকে ডি লিট দিয়ে সম্মানিত করা হয়েছে।

এ দিন রাজ্যপালের হাত থেকেই এই সম্মান নিলেন বাংলার মুখ্যমন্ত্রী। আচার্য ফাদার রাফায়েল জে হাইডর উপস্থিতিতেই এই সম্মানপ্রদান অনুষ্ঠান হয়। মুখ্যমন্ত্রীর অবদান, জার্নি এবং সামাজিক এবং শিক্ষাক্ষেত্রে অবদান তুলে ধরা হয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে।

নিজের ডি লিট সম্মান জনগণকেই উৎসর্গ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “আমি আমার এই পুরস্কার সাধারণ মানুষকে উৎসর্গ করলাম। আজ আমি যা, সব তাদের জন্যই। পৃথিবীর অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় কলকাতা, জেভিয়ার্স বা যাদবপুর কোনো অংশেই কম নয়। তাদের থেকে অনেক ভালো।”

উল্লেখ্য, অতীতে ২০১৮ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ডি লিট সম্মানে ভূষিত করেছিল কলকাতা বিশ্ববিদ্যালয়। তৎকালীন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর হাত থেকে ডি লিটি নিয়েছিলেন তিনি। ‘নিরলস সাহিত্য সাধনা’-র জন্য এই পুরস্কার পেয়েছিলেন তিনি।

আরও পড়ুন: তীব্র ভূকম্প তুরস্কে, মৃত অন্তত ৭৬, সংখ্যা অনেক বাড়ার আশঙ্কা

সাম্প্রতিকতম

সামগ্রিক ফলে ওড়িশা এফসিকে ৩-২ গোলে হারিয়ে আইএসএল ফাইনালে মোহনবাগান সুপার জায়েন্ট

মোহনবাগান সুপার জায়েন্ট ২ (কামিংস, সামাদ) (৩) ওড়িশা ০ (২) কলকাতা: কথা রাখলেন আন্তোনিও লোপেজ...

দুর্গাপুর এনআইটি পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার, বিক্ষোভ, দায় নিয়ে ডিরেক্টরের পদত্যাগ

পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত পড়ুয়ার নাম অর্পণ ঘোষ। তিনি মেকানিক্যালের দ্বিতীয় বর্ষের ছাত্র।

নিখোঁজ ‘তারক মেহতা’ খ্যাত গুরুচরণ সিং শীঘ্রই বিয়ে করতেন, অভিনেতা আর্থিক সংকটেও পড়েছিলেন

সূত্রের খবর, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, খুব শীঘ্রই বিয়ে করতে যাচ্ছিলেন অভিনেতা।

সুচিত্রা-কণিকার জন্মশতবর্ষে ‘বৈতালিক’-এর শ্রদ্ধাঞ্জলি, মন ছুঁয়ে যাওয়া পরিবেশনা ‘দুই কন্যা’  

শম্ভু সেন পিঠোপিঠি দুই কন্যা। বয়সের তফাত এক মাসও নয়। একজনের জন্ম ১৯২৪-এর সেপ্টেম্বরে, অন্যজনের...

আরও পড়ুন

বাংলার ইতিহাসের দীর্ঘতম তাপপ্রবাহ শেষ কবে? বৃষ্টি কবে থেকে?

শ্রয়ণ সেন অতীতে কলকাতা তথা দক্ষিণবঙ্গে গরমের পারদ যে যে রেকর্ড তৈরি করেছে, এখনও পর্যন্ত...

রামকৃষ্ণ মঠ ও মিশনের ১৭তম অধ্যক্ষ নির্বাচিত হলেন স্বামী গৌতমানন্দ, জানুন তাঁর বিস্তৃত কর্মকাণ্ডের ইতিহাস

কলকাতা: রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ নির্বাচিত হলেন স্বামী গৌতমানন্দ। এর আগে তিনি রামকৃষ্ণ...

অন্তত মঙ্গলবার পর্যন্ত গরমের রুদ্ররূপ, অতীতের সব রেকর্ড অক্ষত থাকবে তো?

শ্রয়ণ সেন কলকাতার ইতিহাসে উষ্ণতম দিন ছিল ১৯৫৮ সালের ২৮ মে। সে দিন পারদ উঠেছিল...