Homeখবররাজ্যশেয়ার বাজারে ধসের জেরে কেন্দ্রে সরকার পড়ে যাওয়ার পরিস্থিতি, সামাল দিতে টাকা...

শেয়ার বাজারে ধসের জেরে কেন্দ্রে সরকার পড়ে যাওয়ার পরিস্থিতি, সামাল দিতে টাকা চেয়ে ফোনের অভিযোগ মমতার

প্রকাশিত

বর্ধমান: বুধবার সংসদে পেশ হয় ২০২৩-২৪ কেন্দ্রীয় বাজেট। ওই দিন শেয়ার বাজারে ধসের জেরে সরকার পড়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হয় বলে দাবি করে বিস্ফোরক অভিযোগ তুললেন পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, শেয়ার বাজারের ধস আটকাতে বেশ কয়েকজনকে টাকা চেয়ে ফোন করা হয়েছিল। অর্থাৎ, যাদের শেয়ারের দাম কমছিল তাদেরকে টাকা দিতে বলা হয়েছিল ফোন করে।

নতুন করে বলার নয়, আদানি গোষ্ঠীরবিরুদ্ধে কারচুপি এবং জালিয়াতির অভিযোগ ঘিরে উত্তাল শেয়ার বাজার। মার্কিন সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্ট প্রকাশ্যে আসার পরই শেয়ার বাজারে নজিরবিহীন ধাক্কা খেয়েছে আদানি। প্রত্যাহার করে নেওয়া হয়েছে বন্ড। বুধবার আদানি এন্টারপ্রাইজেসের ২০ হাজার কোটি টাকার নতুন শেয়ার ছাড়ার (এফপিও) প্রক্রিয়া স্থগিত হয়ে গিয়েছে।

এ দিন বর্ধমানের সভা থেকে কেন্দ্রীয় বাজেট নিয়ে কেন্দ্র বিজেপি সরকারকে কটাক্ষ করে বলেন, বুধবার বাজেট উপস্থাপনের পরে শেয়ার বাজারে ব্যাপক বিপর্যয় দেখা দিয়েছে। তাঁর কথায়, “কাল তো প্রায় সরকার পড়ে যাচ্ছিল। কেন পড়ে যাচ্ছিল? শেয়ার বাজারে ধস নেমেছিল। সেই ধস আটকাতে ৬-৮ জনকে ফোন করে শেয়ার কেনার নির্দেশ দেওয়া হয়েছে। আমরা জানি তারা কারা। নামগুলি বলে আর তাঁদের অবস্থা দুর্বিষহ করতে চাই না”।

এখানেই না থেমে মমতা আরও বলেন, “ফোন করে বলেছে, কাউকে ২০ হাজার কোটি টাকা দাও। মানে যাদের শেয়ার পড়ে যাচ্ছিল তাদেরকে দাও। কাউকে বলেছে ৩০ হাজার কোটি টাকা দাও। কাউকে বলেছে ১০ হাজার কোটি টাকা দাও। এই দিয়ে সরকার চলে যদি পরিকল্পনা না থাকে?’’

নিজের মন্তব্যে একটি বারের জন্যও আদানি গোষ্ঠীর নাম উচ্চারণ করেননি বাংলার মুখ্যমন্ত্রী। অন্য মিডিয়া দিকে, রিপোর্টে প্রকাশ, বিপদ জেনেও আদানিকে সাহায্য করতে এগিয়ে আসেন অনেকেই। আমেরিকার এইচএনআই কর্পোরেশন প্রায় চার গুণ বেশি দরে আদানি গোষ্ঠীর এফপিও-তে ২০ হাজার কোটি টাকা বিনিয়োগ করে। আবু ধাবির রাজ পরিবারের ইন্টারন্যাশনাল হোল্ডিং কোম্পানি মোটা টাকা বিনিয়োগের কথা জানায়। আবু ধাবির বিভিন্ন পারিবারিক ব্যবসা থেকে আরও ৯ হাজার কোটি টাকার বিনিয়োগের কথা জানা যায়। সাহায্য আসে মরিসাস, সিঙ্গাপুর থেকেও। এগিয়ে আসেন ভারতীয় শিল্পপতিদের অনেকেও।

আরও পড়ুন: সংসদে আদানি-বিতর্কের ঝড়! যৌথ সংসদীয় কমিটি, সুপ্রিম কোর্টের নজরদারিতে তদন্তের দাবি বিরোধীদের

সাম্প্রতিকতম

মেডিক্যাল কলেজগুলির বৈঠক পিছিয়ে দিলেন মুখ্যমন্ত্রী, পরের সপ্তাহে হওয়ার সম্ভাবনা

রাজ্যের সব মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের প্রিন্সিপাল ও ডিরেক্টরদের নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে...

উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের জন্য জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ায় চাকরি

রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের জন্য এবার কেন্দ্রীয় সরকারের অধীনস্থ জুট কর্পোরেশন...

১ অক্টোবর থেকে বদলাচ্ছে পিপিএফের নিয়ম

আগামী ১ অক্টোবর থেকে বদলে যাচ্ছে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প পাবলিক প্রভিডেন্ট ফান্ডের নিয়ম। কেন্দ্রীয়...

আত্মঘাতী মালাইকা অরোরার বাবা, তদন্তে পুলিশ

মুম্বইয়ের বান্দ্রার বাড়ির ছাদ থেকে ঝাঁপ দিয়ে বুধবার আত্মহত্যা করেছেন অভিনেত্রী ও মডেল মালাইকা...

আরও পড়ুন

মেডিক্যাল কলেজগুলির বৈঠক পিছিয়ে দিলেন মুখ্যমন্ত্রী, পরের সপ্তাহে হওয়ার সম্ভাবনা

রাজ্যের সব মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের প্রিন্সিপাল ও ডিরেক্টরদের নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে...

ট্রাকমালিকদের ৭২ ঘণ্টার ধর্মঘট, বাড়তে পারে ডিম, মাছ, আনাজের দাম

ট্রাকমালিকদের ধর্মঘটে রাজ্যে পণ্য পরিবহণে ব্যাঘাতের আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি, ওড়িশা থেকে পোল্ট্রি আমদানিতে বার্ড ফ্লুর কারণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ফলে রাজ্যে মাছ, ডিম এবং কাঁচা আনাজের জোগানে টান পড়তে পারে।

‘প্রশাসন এবং মন্ত্রিসভার আইন সংক্রান্ত প্রস্তাব জানাতে হবে’ বিবৃতি জারি রাজভবনের

আরজি কর-কাণ্ডে রাজ্যের পরিস্থিতি নিয়ে ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সংবিধানের ১৬৭ নম্বর ধারা মেনে কাজ করার বার্তা দিল রাজভবন। রাজ্যপালকে রাষ্ট্রপতি শাসনের আহ্বান জানিয়ে পাঠানো ইমেলগুলি নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?