Homeখবররাজ্য‘...দুর্নীতিগ্রস্তদের পেশিশক্তির আস্ফালন’! মমতাকে চিঠি লিখে সাংসদপদ ও রাজনীতি ছাড়লেন জহর সরকার

‘…দুর্নীতিগ্রস্তদের পেশিশক্তির আস্ফালন’! মমতাকে চিঠি লিখে সাংসদপদ ও রাজনীতি ছাড়লেন জহর সরকার

প্রকাশিত

আরজি কর মেডিকেল কলেজের সাম্প্রতিক ঘটনার প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সাংসদ জহর সরকার তাঁর সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সেইসঙ্গে রাজনীতি থেকেও সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লেখা একটি চিঠিতে তিনি তৃণমূল সরকারের পদক্ষেপের সমালোচনা করে লিখেছেন, ‘‘সরকার যে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে তা অত্যন্ত অপ্রতুল এবং অনেক দেরি হয়ে গিয়েছে।’’

জহরের চিঠিতে উঠে এসেছে, কেন মমতা ব্যানার্জি তাঁর আগের মতো সরাসরি ঘটনা সম্পর্কে পদক্ষেপ করছেন না, বিশেষ করে জুনিয়র ডাক্তারদের সঙ্গে সরাসরি কথা বলতে যাচ্ছেন না। আরজি কর কাণ্ডের প্রেক্ষিতে মমতা এবং অন্যান্য তৃণমূল নেতারা যে আন্দোলনকে বাম ও বিজেপির প্ররোচিত বলেছিলেন, সেটি জহর সরাসরি নিন্দা করেছেন। তিনি উল্লেখ করেন, ‘‘এই আন্দোলন সম্পূর্ণ অরাজনৈতিক এবং স্বতঃস্ফূর্ত। সাধারণ মানুষ শুধুমাত্র বিচার ও শাস্তির দাবি তুলেছেন।’’

এই ইস্তফা তৃণমূলের মধ্যে প্রথম উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে চিহ্নিত হয়েছে, যেখানে কোনও শাসকদলের সাংসদ সরাসরি ইস্তফা দিয়েছেন। এর আগে রাজ্যসভা সাংসদ সুখেন্দুশেখর রায়ও এই আন্দোলন নিয়ে কঠোর সমালোচনা করেছিলেন, তবে পদত্যাগের পথে যাননি।

অপরাজিতা বিলের সমালোচনায় সরব সমাজকর্মী ও আইনজীবীরা, মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি

জহরের চিঠিতে দুর্নীতির প্রসঙ্গও উঠে এসেছে। তিনি লিখেছেন, ‘‘রাজ্যে যে ক্ষোভ এবং রাগের বহিঃপ্রকাশ আমরা দেখছি, এর মূল কারণ হল কতিপয় দুর্নীতিগ্রস্ত ব্যক্তি এবং পছন্দের আমলাদের পেশিশক্তির আস্ফালন। জনগণের এই ক্ষোভ সরকারের প্রতি গভীর অনাস্থার প্রতিফলন।’’

তাঁর পদত্যাগে শাসকদল তৃণমূলের অস্বস্তি বেড়েছে এবং রাজনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। জহর সরকার বরাবরই স্বাধীনভাবে তাঁর মতামত প্রকাশ করে এসেছেন। এক্ষেত্রে তাঁর পদক্ষেপ স্বাভাবিক বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

পুজোয় উত্তর ভারত ভ্রমণে স্বস্তি, উত্তরবঙ্গ-সিকিমেও দুর্যোগের আশঙ্কা নেই

পুজোর ছুটিতে উত্তর ভারত বেড়াতে যাওয়ার পরিকল্পনা থাকলে স্বস্তির খবর। পঞ্জাব, কাশ্মীর, হিমাচল থেকে বিদায় নেবে বর্ষা। উত্তরবঙ্গ ও সিকিমে বৃষ্টি হলেও দুর্যোগের সম্ভাবনা নেই।

মানুষ ও প্রকৃতির পারস্পরিক সম্পর্কের ‘বিন্যাস’ বোনা হচ্ছে কেষ্টপুর প্রফুল্ল কানন (পশ্চিম) অধিবাসীবৃন্দর পুজোয়

কেষ্টপুর প্রফুল্ল কানন (পশ্চিম) দুর্গাপুজোয় এবছর থিম ‘বিন্যাস’। শিল্পী কৃশানু পালের ভাবনায় ফুটে উঠবে মানুষ ও প্রকৃতির পারস্পরিক সম্পর্ক।

সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং দুর্ঘটনায় প্রয়াত সঙ্গীত শিল্পী জুবিন গার্গ

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: অসমের কণ্ঠ, অসমিয়ার প্রাণ শিল্পী জুবিন গার্গ আর নেই।...

মাত্র ৪ দিন ভাজাভুজি খেলেই ক্ষতিগ্রস্ত মস্তিষ্ক! কৃত্রিম শর্করাতেও লুকিয়ে ভয়ঙ্কর বিপদ

সাম্প্রতিক গবেষণায় দাবি, মাত্র ৪ দিন ভাজাভুজি খেলেই মস্তিষ্কের কার্যকারিতা নষ্ট হতে শুরু করে। অন্য গবেষণায় দেখা গেছে, কৃত্রিম শর্করা মস্তিষ্ককে আগেভাগেই বুড়িয়ে দেয়, প্রসেসড খাবার বাড়ায় কিডনি রোগের ঝুঁকি।

আরও পড়ুন

রাজ্যে বেড়ে গেল জমি-বাড়ির সার্কল রেট, রেজিস্ট্রেশনের খরচ বাড়বে ১২ থেকে ৫০ শতাংশ

২০১৯ সালের পর ফের বাড়ল জমি-বাড়ির সার্কল রেট। এবার ১২ থেকে ৫০ শতাংশ হারে রেজিস্ট্রেশনের খরচ বাড়বে। শহর ও শহরতলিতে বৃদ্ধির হার সর্বাধিক।

মহালয়া থেকে দেবীপক্ষের প্রথম দু’দিন: দক্ষিণবঙ্গে টুকটাক বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের আশঙ্কা

দেবীপক্ষের শুরুতে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের সম্ভাবনা। ২৩ সেপ্টেম্বরের পর নিম্নচাপের গতিপথেই নির্ভর করবে পুজোর আবহাওয়া।

বর্ষা বিদায় নিতে শুরু করলেও পুজোয় বৃষ্টির হাত থেকে নিস্তার নেই পশ্চিমবঙ্গের

এবার পুজোটাই পড়েছে বর্ষাতে। তাই বর্ষার আর কী দোষ! বৃষ্টি হবেই। কিছু করার নেই।