Homeখবররাজ্য‘...দুর্নীতিগ্রস্তদের পেশিশক্তির আস্ফালন’! মমতাকে চিঠি লিখে সাংসদপদ ও রাজনীতি ছাড়লেন জহর সরকার

‘…দুর্নীতিগ্রস্তদের পেশিশক্তির আস্ফালন’! মমতাকে চিঠি লিখে সাংসদপদ ও রাজনীতি ছাড়লেন জহর সরকার

প্রকাশিত

আরজি কর মেডিকেল কলেজের সাম্প্রতিক ঘটনার প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সাংসদ জহর সরকার তাঁর সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সেইসঙ্গে রাজনীতি থেকেও সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লেখা একটি চিঠিতে তিনি তৃণমূল সরকারের পদক্ষেপের সমালোচনা করে লিখেছেন, ‘‘সরকার যে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে তা অত্যন্ত অপ্রতুল এবং অনেক দেরি হয়ে গিয়েছে।’’

জহরের চিঠিতে উঠে এসেছে, কেন মমতা ব্যানার্জি তাঁর আগের মতো সরাসরি ঘটনা সম্পর্কে পদক্ষেপ করছেন না, বিশেষ করে জুনিয়র ডাক্তারদের সঙ্গে সরাসরি কথা বলতে যাচ্ছেন না। আরজি কর কাণ্ডের প্রেক্ষিতে মমতা এবং অন্যান্য তৃণমূল নেতারা যে আন্দোলনকে বাম ও বিজেপির প্ররোচিত বলেছিলেন, সেটি জহর সরাসরি নিন্দা করেছেন। তিনি উল্লেখ করেন, ‘‘এই আন্দোলন সম্পূর্ণ অরাজনৈতিক এবং স্বতঃস্ফূর্ত। সাধারণ মানুষ শুধুমাত্র বিচার ও শাস্তির দাবি তুলেছেন।’’

এই ইস্তফা তৃণমূলের মধ্যে প্রথম উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে চিহ্নিত হয়েছে, যেখানে কোনও শাসকদলের সাংসদ সরাসরি ইস্তফা দিয়েছেন। এর আগে রাজ্যসভা সাংসদ সুখেন্দুশেখর রায়ও এই আন্দোলন নিয়ে কঠোর সমালোচনা করেছিলেন, তবে পদত্যাগের পথে যাননি।

অপরাজিতা বিলের সমালোচনায় সরব সমাজকর্মী ও আইনজীবীরা, মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি

জহরের চিঠিতে দুর্নীতির প্রসঙ্গও উঠে এসেছে। তিনি লিখেছেন, ‘‘রাজ্যে যে ক্ষোভ এবং রাগের বহিঃপ্রকাশ আমরা দেখছি, এর মূল কারণ হল কতিপয় দুর্নীতিগ্রস্ত ব্যক্তি এবং পছন্দের আমলাদের পেশিশক্তির আস্ফালন। জনগণের এই ক্ষোভ সরকারের প্রতি গভীর অনাস্থার প্রতিফলন।’’

তাঁর পদত্যাগে শাসকদল তৃণমূলের অস্বস্তি বেড়েছে এবং রাজনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। জহর সরকার বরাবরই স্বাধীনভাবে তাঁর মতামত প্রকাশ করে এসেছেন। এক্ষেত্রে তাঁর পদক্ষেপ স্বাভাবিক বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ভারত-নিউজিল্যান্ড প্রথম একদিনের ম্যাচ: বল হাতে জেমিসনের জাদু সত্ত্বেও কোহলি-শুভমন-ঋষভের দাপটে এল জয়

নিউজিল্যান্ড: ৩০০-৮ (ড্যারিল মিচেল ৮৪, হেনরি নিকোলস ৬২, ডেভন কোনওয়ে ৫৪, মহম্মদ সিরাজ ২-৪০,...

পরিবেশ সচেতনতার বার্তা দিতে ‘সবুজপুকুর মেলা’ অনুষ্ঠিত হল ঢাকুরিয়া যুবতীর্থ শিশু উদ্যানে

নিজস্ব প্রতিনিধি:  দীর্ঘ প্রচেষ্টার পর গড়ফা-ঢাকুরিয়া-হালতু অঞ্চলে সবুজপুকুর জলাশয়ের সংরক্ষণ করা সম্ভব হয়েছে। চলতি...

প্রিজারভেটিভ দেওয়া প্রসেসড খাবারে বাড়ছে ক্যানসারের ঝুঁকি! ব্রিটিশ মেডিক্যাল জার্নালের গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

প্রিজারভেটিভ মেশানো প্রসেসড খাবার ও পানীয় নিয়মিত খেলে ক্যানসারের ঝুঁকি উল্লেখযোগ্য ভাবে বাড়ে—ব্রিটিশ মেডিক্যাল জার্নালে প্রকাশিত ফরাসি গবেষণায় উঠে এল উদ্বেগজনক তথ্য।

ভারতে প্রথম! সরকারি হাসপাতালে সম্পূর্ণ AI নির্ভর হেলথ ক্লিনিক চালু গ্রেটার নয়ডায়

ভারতে প্রথমবার কোনও সরকারি হাসপাতালে চালু হল সম্পূর্ণ AI নির্ভর হেলথ ক্লিনিক। গ্রেটার নয়ডার GIMS-এ এই পরিষেবা প্রান্তিক মানুষের চিকিৎসায় নতুন দিগন্ত খুলবে।

আরও পড়ুন

ক্ষেতে নীরব ক্ষতি? কীটনাশকে ভাঙছে কৃষকের মন

পশ্চিমবঙ্গে দীর্ঘদিন কীটনাশক ব্যবহারের ফলে কৃষকদের স্মৃতিশক্তি, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ও মানসিক স্বাস্থ্যে মারাত্মক প্রভাব পড়ছে—নতুন গবেষণায় উঠে এল উদ্বেগজনক তথ্য।

তাপমাত্রা সামান্য বাড়লেও সংক্রান্তিতে কাঁপুনির পূর্বাভাস

দক্ষিণবঙ্গে তাপমাত্রা সামান্য বাড়লেও সংক্রান্তিতে ফের নামবে পারদ। উত্তরবঙ্গের ছয় জেলায় ঘন কুয়াশার সতর্কতা, শীতের দাপট চলবে মাঘের শুরু পর্যন্ত।

এজলাসে হইচই, আইপ্যাক মামলার শুনানি স্থগিত

এজলাসে ভিড় ও হইচইয়ের জেরে আইপ্যাক সংক্রান্ত জোড়া মামলার শুনানি শুরু করা গেল না। বিচারপতি শুভ্রা ঘোষ শুনানি ১৪ জানুয়ারি পর্যন্ত মুলতুবি রাখায় কলকাতা হাই কোর্টে রাজনৈতিক ও আইনি উত্তেজনা বেড়েছে।