Homeরাজ্যমুর্শিদাবাদবিসর্জনে বচসা, তৃণমূল কাউন্সিলরের বাড়ি ভাঙচুর

বিসর্জনে বচসা, তৃণমূল কাউন্সিলরের বাড়ি ভাঙচুর

প্রকাশিত

দশমীর রাতে মুর্শিদাবাদে শাসক দলের গোষ্ঠীকোন্দল। প্রতিমা বিসর্জন নিয়ে বচসাকে কেন্দ্র করে কাউন্সিলরের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে আরও এক তৃণমূল নেতার বিরুদ্ধে। অন্য এক ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের স্বামীর বিরুদ্ধে মূল অভিযোগ উঠেছে। মুর্শিদাবাদের কান্দি পুরসভা এলাকার ঘটনা।

ঘটনায় প্রকাশ, একটি ওয়ার্ডের প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে বচসার সূত্রপাত। তাৎক্ষণিক ভাবে বচসা মিটে গেলেও পরে এলাকার কাউন্সিলরের বাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ। ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর গুরুপদ মুখোপাধ্যায়ের বাড়ি ভাঙচুর করেন ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুকন্যা দত্ত ঘোষের স্বামী সুপ্রিয় ঘোষ এবং তাঁর দলবল।

দশমীতে দুই পক্ষের এই সংঘর্ষে বেশ কয়েক জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। সংঘর্ষে আহতদের কান্দি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়। তবে, পুলিশ ঘটনাস্থলে গেলেও সংঘর্ষ থামেনি। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করতে হয় পুলিশকে।

স্থানীয় সূত্রে খবর, মূলত এলাকা দখল নিয়েই এই লড়াই। জানা গিয়েছে, নির্দল থেকে জয়ী হয়ে কাউন্সিলর হয়েছিলেন গুরুপ্রসাদ। পরে তৃণমূলে যোগ দেন তিনি। ৯ এবং ৪ নম্বর ওয়ার্ডের মধ্যে গোলমাল পুরনো। এলাকার বেশ কিছু ক্লাবের আধিপত্য দখল নিয়ে দুই পক্ষের মধ্যে রেষারেষি রয়েছে। তার জেরেই বিসর্জনে ঝামেলা বলে দাবি।

স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, দলের মধ্যে গন্ডগোল থাকতে পারে। তাই বলে এভাবে মাঝরাতে বাড়িতে এসে হামলা চালানোর ঘটনা ঠিক নয়। তবে এই ঘটনা নিয়ে এখনও পর্যন্ত তৃণমূল নেতৃত্বের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন: কাটছে দুর্যোগের মেঘ, ভোলবদল শুরু আবহাওয়ার

সাম্প্রতিকতম

বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ, উপকূলে ভারী বৃষ্টির সতর্কতা, রবিবার কলকাতায় ভিজতে পারে ‘রাত দখল’ কর্মসূচি

বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ অতি গভীর নিম্নচাপের রূপ নিতে চলেছে, ফলে উপকূলে ভারী বৃষ্টির সতর্কতা জারি। কলকাতায় রবিবার রাতে আরজি কর ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ‘রাত দখল’ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

ট্রি টপ প্ল্যান্টেশন’, জলদাপাড়া অভয়ারণ্যে গাছ সংরক্ষণের অভিনব উদ্যোগ

জলদাপাড়া অভয়ারণ্যে বন দফতর নতুন 'ট্রি টপ প্ল্যান্টেশন' প্রকল্প শুরু করেছে, যেখানে গাছের চারা উঁচু গাছের ডালে বসিয়ে সংরক্ষণ করা হচ্ছে। ইউনিকোড প্রযুক্তির সাহায্যে ফলহীন গাছ চিহ্নিত করা হচ্ছে।

‘…দুর্নীতিগ্রস্তদের পেশিশক্তির আস্ফালন’! মমতাকে চিঠি লিখে সাংসদপদ ও রাজনীতি ছাড়লেন জহর সরকার

আরজি কর হাসপাতালের ঘটনার প্রতিবাদে তৃণমূলের রাজ্যসভা সাংসদ জহর সরকার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লেখা একটি চিঠিতে তিনি ঘটনার বিরুদ্ধে সরকারে নেওয়া পদক্ষেপের কঠোর সমালোচনা করেছেন।

অপরাজিতা বিলের সমালোচনায় সরব সমাজকর্মী ও আইনজীবীরা, মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি

অপরাজিতা বিলের মৃত্যুদণ্ড সংক্রান্ত ধারা নিয়ে মানবাধিকার কর্মী ও আইনজীবীদের তীব্র প্রতিবাদ। বিলটিকে অমানবিক ও অসাংবিধানিক বলে দাবি করেছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন

ভোট না দিয়ে ফেরত যাবেন না! পরিযায়ী শ্রমিকদের ‘সতর্কবার্তা’ মমতার

মুর্শিদাবাদের জনসভায় তিনি বলেন, 'আমি সমস্ত পরিযায়ী শ্রমিকদের অনুরোধ করতে চাই যারা এখানে ঈদ উদযাপন করতে এসেছেন, দয়া করে ভোট না দিয়ে ফিরে যাবেন না।

কংগ্রেস প্রার্থীর সঙ্গে আঁতাত, বিস্ফোরক অভিযোগ অভিষেকের

মুর্শিদাবাদ : চলতি মাসের ২৭ তারিখ ফের রাজ্যে নির্বাচন। মুর্শিদাবাদ জেলার সাগরদিঘিতে হতে চলেছে...

পূরণ হতে চলেছে অরিজিৎ- এর প্রত্যাশা, হাসপাতাল গড়তে সাহায্যের আশ্বাস মুখ্যমন্ত্রীর

মুর্শিদাবাদ: সংগীত জগত মাতাচ্ছে মুর্শিদাবাদের ছেলে অরিজিত সিং। তাঁর দীর্ঘদিনের ইচ্ছা হাসপাতাল তৈরি করার...
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?