Homeখবররাজ্যপুজোর মুখে জেলা প্রশাসনে বড় রদবদল নবান্নের, কী কারণে বদলি

পুজোর মুখে জেলা প্রশাসনে বড় রদবদল নবান্নের, কী কারণে বদলি

প্রকাশিত

কলকাতা: পুজোর মুখে রাজ্যের প্রশাসনিক স্তরে ফের বড়োসড়ো রদবদল। রাজ্যের একাধিক বিডিও-কে বদলির নির্দেশ। রাজ্যের বেশিরভাগ ব্লকের বিডিও রদবদল করল নবান্ন। আচমকা এই রদবদল নিয়ে নতুন করে জল্পনা তুঙ্গে।

জানা গিয়েছে, ৪৭৯ জন ডব্লুবিসিএস অফিসারকে রদবদল করল নবান্ন। যা সাম্প্রতিক সময়ে নজিরবিহীন। ৪৭৯ জন ডব্লুবিসিএস অফিসারদের মধ্যে ৩৬৯ জন ডাবলুবিসিএস-কে বিডিও পর্যায় রদবদল করা হল। পাশাপাশি কয়েকজন ডাবলুবিসিএস অফিসারকে নতুন পোস্টিং বা দায়িত্বে দেওয়া হল।

উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের একাধিক জেলার বিডিও পদাধিকারীদের বদলি করা হল। পুজোর ছুটির পরেই তাঁদের নতুন কর্মস্থলে কাজ করতে হবে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, বিডিও-দের পাশাপাশি জেলাস্তরে কর্মরত আইএসএস স্তরের আধিকারিকদের বদলি করা হল। তালিকায় রয়েছেন ৪০ জন আইএএস অফিসার।

ওয়াকিবহাল মহলের মতে, লোকসভা নির্বাচনের আগে এমনিতেই এই সমস্ত পদাধিকারী বদলি করতে হতো। জাতীয় নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী একটি পদে কোনও ভাবেই তিন বছরের বেশি কাজ করা যায় না। পদাধিকারীদের অন্যত্র স্থানান্তরিত করার জন্য আগেভাগে এই সিদ্ধান্ত নেওয়া হল বলে মনে করা হচ্ছে।

কিছুদিন আগে ১২টি জেলার জেলাশাসক ছাড়াও জেলা পুলিশ প্রশাসনেও বড়সড় রদবদল হয়েছিল। তাঁদেরও কার্যকালের মেয়াদ একই জায়গায় তিন বছরের বেশি হয়ে গিয়েছে। এবারের বদলি-নির্দেশিকায় ব্লক উন্নয়ন আধিকারিক, মহকুমাশাসক এবং অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার আধিকারিকরা রয়েছেন।

আরও পড়ুন: পুজোর মুখে সুখবর! উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের প্রস্তুতি এসএসসি-র

সাম্প্রতিকতম

৬০ বছর বয়সে মাথায় উঠল মিস ইউনিভার্স বুয়েনস আইরেসের মুকুট, জেনে নিন আলেজান্দ্রা মারিসা রদ্রিগেজের সম্পর্কে

এর আগে থেকে ১৮ থেকে ২৮ বছর বয়সি কোনও মহিলা এই প্রতিযোগিতার অংশ নিতে পারতেন। কিন্তু আয়োজক সংস্থার পক্ষ থেকে বয়স সীমা তুলে নেওয়া হয়। তার পরই তাঁর এই জয় আসে।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চেই সোমবার চাকরি বাতিল মামলার শুনানি

রাজ্যের পাশাপাশি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মামলা করেছে এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ। সেই সব মামলার শুনানি হবে সোমবার।

তীব্র জল সংকটের দিকে এগোচ্ছে দক্ষিণ ভারত! জলধারণ ক্ষমতা নেমে ১৭ শতাংশ, কী পরিস্থিতি পশ্চিমবঙ্গে

নয়াদিল্লি: গরমে তীব্র জলসংকট। দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে দক্ষিণ ভারতের রাজ্যগুলিকে জলসঞ্চয়ের বিষয়টিও। অন্ধ্রপ্রদেশ,...

আইপিএল ২০২৪: সেঞ্চুরি বেয়ারস্টোর, সঙ্গী শশাঙ্ক-প্রভসিমরান, টি২০ ক্রিকেটে ইতিহাস গড়ে কেকেআর-কে উড়িয়ে দিল পাঞ্জাব  

কলকাতা নাইট রাইডার্স (কেকেআর): ২৬১-৬ (ফিল সল্ট ৭৫, সুনীল নারিন ৭১, অর্শদীপ সিং ২-৩৫)...

আরও পড়ুন

রামকৃষ্ণ মঠ ও মিশনের ১৭তম অধ্যক্ষ নির্বাচিত হলেন স্বামী গৌতমানন্দ, জানুন তাঁর বিস্তৃত কর্মকাণ্ডের ইতিহাস

কলকাতা: রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ নির্বাচিত হলেন স্বামী গৌতমানন্দ। এর আগে তিনি রামকৃষ্ণ...

অন্তত মঙ্গলবার পর্যন্ত গরমের রুদ্ররূপ, অতীতের সব রেকর্ড অক্ষত থাকবে তো?

শ্রয়ণ সেন কলকাতার ইতিহাসে উষ্ণতম দিন ছিল ১৯৫৮ সালের ২৮ মে। সে দিন পারদ উঠেছিল...

২০১৬-র নিয়োগ প্রক্রিয়া বাতিল, হাইকোর্টের নির্দেশে চাকরি গেল প্রায় ২৬ হাজারের

কলকাতা: রাজ্য সরকার পোষিত ও সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে ২০১৬ সালে রাজ্যস্তরের পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা...