Homeখবররাজ্যনবান্নে একাধিক প্রশাসনিক রদবদল, পরিবেশ দফতরের প্রধান সচিব রাজেশ কুমার সরিয়ে কারা...

নবান্নে একাধিক প্রশাসনিক রদবদল, পরিবেশ দফতরের প্রধান সচিব রাজেশ কুমার সরিয়ে কারা দফতরে

প্রকাশিত

রাজ্যের প্রশাসনিক স্তরে গুরুত্বপূর্ণ রদবদল করল নবান্ন। পরিবেশ দফতরের প্রধান সচিব রাজেশ কুমারকে কারা প্রশাসন দফতরে বদলি করা হয়েছে। একই সঙ্গে তিনি দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সদস্য-সচিব পদেও ছিলেন। প্রশাসনিক সূত্রের দাবি, রাজেশকে পরিবেশ দফতর থেকে সরানোর পরিকল্পনা আগেই নেওয়া হয়েছিল। যদিও কারা দফতর তুলনামূলকভাবে বেশি ‘ওজনদার’ পদ হিসেবে বিবেচিত, তবুও এই বদলি নিয়ে শাসক শিবিরের সমীকরণ বদলের জল্পনা শুরু হয়েছে।

প্রশাসনিক মহলের একাংশের মতে, রাজেশের বদলি সাম্প্রতিক সময়ে মুরলিধর শর্মা এবং রাজারাম রাজশেখরনের মতো শীর্ষ আধিকারিকদের পদ পরিবর্তনের সঙ্গেও যুক্ত। অন্যদিকে, প্রশাসনের আরেক অংশ এই দাবি উড়িয়ে দিয়ে জানিয়েছে যে, এই রদবদল শুধুমাত্র প্রশাসনিক কাজকর্ম আরও কার্যকর করার জন্য।

পরিবেশ দফতরের নতুন দায়িত্ব

পরিবেশ দফতরের দায়িত্বভার এখন সামলাবেন অতিরিক্ত মুখ্যসচিব রোশনি সেন। ১৯৯৩ ব্যাচের এই আইএএস আধিকারিক ইতিমধ্যেই মৎস্য এবং জলজপ্রাণী বিষয়ক দফতরের দায়িত্বে ছিলেন। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সদস্য-সচিব পদে অতিরিক্ত দায়িত্ব হিসাবে কাজ করবেন জগদীশপ্রসাদ মিনা।

স্বাস্থ্য দফতরে পরিবর্তন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘বিশেষ নজর’ পড়েছে স্বাস্থ্য দফতরে। বিবেক কুমারকে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দফতরের যুগ্মসচিব করা হয়েছে। ইয়েলুচুরি রত্নকারা রাওকে স্বাস্থ্য দফতর থেকে সরিয়ে অপ্রচলিত এবং পুনর্নবীকরণযোগ্য শক্তি দফতরের সচিব পদে পাঠানো হয়েছে।

পর্যটন দফতরে রদবদল

পর্যটন উন্নয়ন নিগমের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন অভিষেক তিওয়ারি। তিনি স্বাস্থ্য দফতরের বিশেষ সচিব পদে ছিলেন। শশাঙ্ক শেঠিকে পর্যটন নিগম থেকে সরিয়ে হিডকোর ম্যানেজিং ডিরেক্টর করা হয়েছে।

প্রশাসনিক রদবদলের এই তালিকায় স্বাক্ষর করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। প্রশাসনের তরফে জানানো হয়েছে, এই রদবদল প্রশাসনিক কাঠামোকে শক্তিশালী করার উদ্দেশ্যে করা হয়েছে।

হাওড়া স্টেশনের অদূরে উড়ালপুল নির্মাণ, ৪২ দিন ট্রেন পরিষেবা নিয়ন্ত্রিত

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

প্রিজারভেটিভ দেওয়া প্রসেসড খাবারে বাড়ছে ক্যানসারের ঝুঁকি! ব্রিটিশ মেডিক্যাল জার্নালের গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

প্রিজারভেটিভ মেশানো প্রসেসড খাবার ও পানীয় নিয়মিত খেলে ক্যানসারের ঝুঁকি উল্লেখযোগ্য ভাবে বাড়ে—ব্রিটিশ মেডিক্যাল জার্নালে প্রকাশিত ফরাসি গবেষণায় উঠে এল উদ্বেগজনক তথ্য।

ভারতে প্রথম! সরকারি হাসপাতালে সম্পূর্ণ AI নির্ভর হেলথ ক্লিনিক চালু গ্রেটার নয়ডায়

ভারতে প্রথমবার কোনও সরকারি হাসপাতালে চালু হল সম্পূর্ণ AI নির্ভর হেলথ ক্লিনিক। গ্রেটার নয়ডার GIMS-এ এই পরিষেবা প্রান্তিক মানুষের চিকিৎসায় নতুন দিগন্ত খুলবে।

এক নির্লজ্জ আগ্রাসী আক্রমণের মুখোমুখি এই মুহূর্তে সারাবিশ্ব

পৃথিবী জুড়েই চলছে এই আগ্রাসন নীতি। কিন্তু কেন? তার নীল নকশা অনেক আগে থেকেই প্রস্তুতি করা হয়েছিল।

ক্ষেতে নীরব ক্ষতি? কীটনাশকে ভাঙছে কৃষকের মন

পশ্চিমবঙ্গে দীর্ঘদিন কীটনাশক ব্যবহারের ফলে কৃষকদের স্মৃতিশক্তি, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ও মানসিক স্বাস্থ্যে মারাত্মক প্রভাব পড়ছে—নতুন গবেষণায় উঠে এল উদ্বেগজনক তথ্য।

আরও পড়ুন

ক্ষেতে নীরব ক্ষতি? কীটনাশকে ভাঙছে কৃষকের মন

পশ্চিমবঙ্গে দীর্ঘদিন কীটনাশক ব্যবহারের ফলে কৃষকদের স্মৃতিশক্তি, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ও মানসিক স্বাস্থ্যে মারাত্মক প্রভাব পড়ছে—নতুন গবেষণায় উঠে এল উদ্বেগজনক তথ্য।

তাপমাত্রা সামান্য বাড়লেও সংক্রান্তিতে কাঁপুনির পূর্বাভাস

দক্ষিণবঙ্গে তাপমাত্রা সামান্য বাড়লেও সংক্রান্তিতে ফের নামবে পারদ। উত্তরবঙ্গের ছয় জেলায় ঘন কুয়াশার সতর্কতা, শীতের দাপট চলবে মাঘের শুরু পর্যন্ত।

এজলাসে হইচই, আইপ্যাক মামলার শুনানি স্থগিত

এজলাসে ভিড় ও হইচইয়ের জেরে আইপ্যাক সংক্রান্ত জোড়া মামলার শুনানি শুরু করা গেল না। বিচারপতি শুভ্রা ঘোষ শুনানি ১৪ জানুয়ারি পর্যন্ত মুলতুবি রাখায় কলকাতা হাই কোর্টে রাজনৈতিক ও আইনি উত্তেজনা বেড়েছে।