Homeরাজ্যনদিয়া৩০০ বছরের রীতি ভেঙে নদিয়ার শিবমন্দিরে প্রবেশ তফসিলিদের, হাইকোর্টের নির্দেশে পুলিশের প্রহরায়...

৩০০ বছরের রীতি ভেঙে নদিয়ার শিবমন্দিরে প্রবেশ তফসিলিদের, হাইকোর্টের নির্দেশে পুলিশের প্রহরায় পুজো

প্রকাশিত

নদিয়ার বৈরামপুরের শিবমন্দিরে তফসিলি সম্প্রদায়ের প্রবেশাধিকার নিয়ে দীর্ঘদিনের বিতর্কের অবসান ঘটল বৃহস্পতিবার। কলকাতা হাই কোর্টের ভর্ৎসনার পর পুলিশের প্রহরায় মন্দিরে প্রবেশ করে শিবপুজো করলেন রজক বা ধোপা সম্প্রদায়ের মানুষ। শতাব্দী প্রাচীন এই বৈষম্যের অবসানকে সমাজে সমানাধিকারের লড়াইয়ে বড় জয় বলে মনে করছেন তাঁরা।

হাইকোর্টের ভর্ৎসনা, প্রশাসনিক বৈঠকের পর মীমাংসা

গাজন উৎসবে তফসিলিদের মন্দিরে প্রবেশ এবং সন্ন্যাসী হওয়ার অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে বলে কলকাতা হাই কোর্টে মামলা করেছিলেন কিছু ব্যক্তি। আদালত জানায়, এই বৈষম্য মানবাধিকারের পরিপন্থী এবং প্রশাসনের ভূমিকা সন্তোষজনক নয়। এরপর জেলা প্রশাসনের উদ্যোগে একাধিক বৈঠক হয় এবং সিদ্ধান্ত হয় যে তফসিলিরাও পুজো দিতে পারবেন।

৩০০ বছরের রীতি ভেঙে ইতিহাস গড়লেন তফসিলিরা

বৃহস্পতিবার কড়া পুলিশি প্রহরায় তফসিলি সম্প্রদায়ের পাঁচটি পরিবার মন্দিরে প্রবেশ করে পুজো দেন। ঐতিহাসিক এই ঘটনার সাক্ষী হয়ে জয়া দাস বলেন, “আমার দাদু-ঠাকুরদারা মন্দিরের সামনে দাঁড়িয়ে থেকেও ঢুকতে পারেননি। আজ আমরা সেই দেয়াল ভেঙে ইতিহাস গড়লাম।” সীমা দাসের কথায়, “আজ বুঝলাম, আমরা এই সমাজেরই অংশ।”

প্রশাসনের কড়া নজরদারি, পুলিশের বক্তব্য

অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মন্দিরচত্বরে মোতায়েন ছিল বিশাল পুলিশবাহিনী। কৃষ্ণনগর পুলিশ জেলার অতিরিক্ত সুপার উত্তমকুমার ঘোষ জানান, “শিবমন্দিরে প্রবেশ নিয়ে সমস্যা মিটেছে। সর্বসম্মতিতেই সিদ্ধান্ত হয়েছিল এবং নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষ নির্বিঘ্নে পুজো দিতে পেরেছেন।”

প্রথার বিরোধিতায় মন্দির কর্তৃপক্ষ

যদিও মন্দিরের সেবায়েত আশিস কুন্ডুর বক্তব্য, “প্রতিটি ধর্মীয় স্থানের নিজস্ব রীতি থাকে। সেখানে হস্তক্ষেপ কতটা যুক্তিযুক্ত, বুঝতে পারছি না।” তবে এলাকার পঞ্চায়েত সদস্য উজ্জ্বল দাস বলেন, “ঈশ্বর সকলের জন্য, তফসিলিদের মন্দিরে প্রবেশাধিকারে এতদিন বাধা দেওয়া ভুল ছিল।”

তফসিলিদের এই মন্দির প্রবেশ যে সমাজে এক নতুন বার্তা দেবে, সে বিষয়ে একমত স্থানীয় অধিকার আন্দোলনের কর্মীরাও।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আলোর উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত শহর, কালীপুজোর আগে শেষ টান শিল্পীদের তুলিতে

আর মাত্র দিন তিনেক বাকি কালীপুজো ও দীপাবলির। আলোর উৎসবের আগে ব্যস্ত শহর কলকাতা— কোথাও কালীমূর্তিতে তুলির শেষ টান, কোথাও দীপাবলির লাড্ডু তৈরির তোরজোড়। ক্যামেরাবন্দি করলেন চিত্র সাংবাদিক রাজীব বসু।

সুদীপের ৯৮ ও সুমন্তের অপরাজিত ৮২ রানের দৌলতে রনজিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা

রনজি ট্রফিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা। সুদীপ চট্টোপাধ্যায়ের ৯৮ ও সুমন্ত গুপ্তের অপরাজিত ৮২ রানের দৌলতে প্রথম ইনিংসে ৬১ রানে লিড। শুক্রবার লিড আরও বাড়ানোর লক্ষ্য বাংলার।

বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় ভারত, মার্সার রিপোর্টে উদ্বেগজনক তথ্য

মার্সার সিএফএ ইনস্টিটিউট গ্লোবাল পেনশন ইনডেক্স ২০২৫-এ বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় স্থান পেল ভারত। দেশটির রেটিং ‘Grade D’, যেখানে পেনশন কাঠামোয় বড় ঘাটতি নির্দেশ করেছে রিপোর্ট।

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় কি সত্যিই নিরাপদ? নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য, বাড়ছে ফ্যাটি লিভারের ঝুঁকি

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় খেলে ক্ষতি হয় না— এমন ধারণা ভ্রান্ত। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, কৃত্রিম শর্করা দেওয়া পানীয় ফ্যাটি লিভারের ঝুঁকি ৫০–৬০% পর্যন্ত বাড়িয়ে দেয়।

আরও পড়ুন

বুথের ভিতরে-বাইরে ওয়েব কাস্টিং, কালীগঞ্জের ভোট প্রক্রিয়াকে রোল মডেল করছে নির্বাচন কমিশন

কালীগঞ্জ উপনির্বাচনে নির্বাচন কমিশনের নজিরবিহীন নজরদারি ব্যবস্থাই এবার থেকে দেশজুড়ে সমস্ত ভোটের রোল মডেল। বুথের ভিতর ও বাইরে ১০০% ওয়েবকাস্টিং চালু হচ্ছে।

কল্যাণী বিস্ফোরণকাণ্ডে গ্রেফতার কারখানার মালিক, মোবাইল লোকেশন ধরে পুলিশের অভিযান

নদিয়ার কল্যাণীতে বিস্ফোরণের পর গা ঢাকা দিয়েও শেষরক্ষা হলো না বাজি কারখানার মালিক খোকন বিশ্বাসের। মোবাইল লোকেশন ট্র্যাক করে পুলিশ তাঁকে গ্রেফতার করেছে।

স্বামীর সামনেই স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ, নদিয়ার কল্যাণীতে গ্রেফতার ৮

নদিয়ার কল্যাণীতে স্বামীর সামনে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ। ইতিমধ্যেই আট জনকে গ্রেফতার করেছে পুলিশ।...