Homeরাজ্যউঃ ২৪ পরগনাদত্তপুকুরে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ, মালিক-সহ অন্তত ৬জনের মৃত্যু

দত্তপুকুরে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ, মালিক-সহ অন্তত ৬জনের মৃত্যু

প্রকাশিত

এগরার পর এবার উত্তর ২৪ পরগনার দত্ত পুকুরে বাজি কারখানায় বিস্ফোরণ। এই বিস্ফোরণে বেশ কয়েকজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এদের মধ্যে কয়েকজন শিশুও রয়েছে। এখনও পর্যন্ত ৬ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। স্থানীয়দের দাবি, অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। বিস্ফোরণে বাজি কারখানার মালিক কেরামত আলি ও তার ছেলের মৃত্যু হয়েছে।

রবিবার সকাল সাড়ে আটটা নাগাদ দত্তপুকুরের ওই বাজি কারখানাটিতে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে আশপাশের বাড়িগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগে বাজি কারখানাটি বেআইনি ভাবে চলছিল।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। পৌঁছয় দমকলও। স্থানীয় বাসিন্দারা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে।বাসিন্দাদের অভিযোগ, ‘প্রশাসন ও রাজনৈতিক দলের মদতে এই বাজি কারখানাটি চলছিল। কারখানায় একাধিক জায়গায় বিস্ফোরক দ্রব্য রাখা ছিল।’

আরও পড়ুন: বারাণসী-কলকাতা করিডর প্রকল্পের জন্য তৎপরতা শুরু রাজ্যের

গত ১৬ মে পূর্ব মেদিনীপুরের খাদিকুল গ্রামে বাজি কারখানায় বিস্ফোরণ হয়। সেই ঘটনায় মৃত্যু হয় ৯ জনের। এই ঘটনার পর নড়েচড়ে বসে প্রশাসন। শুরু হয় বেআইনি বাজি উদ্ধার অভিযান। একই সঙ্গে বাজি ক্লাস্টার তৈরির উদ্যোগ নেওয়া হয় রাজ্য সরকারের পক্ষ থেকে। কিন্তু এগরার সাড়ে তিনমাস কাটতে না কাটতেই দত্তপুকুরে এই বিস্ফোরণ প্রশ্ন তুলে দিল প্রশাসনের ভূমিকা নিয়ে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

সতর্ক থাকুন! পেঁপের সঙ্গে এই খাবারগুলো খেলেই বাড়বে বিপদ

ভিটামিন ও ফাইবারে ভরপুর পেঁপে যতটা উপকারী, ভুল খাবারের সঙ্গে খেলে ততটাই ক্ষতিকর। কমলালেবু, শশা, টমেটো, দই বা মধুর সঙ্গে পেঁপে খাওয়া হজমে সমস্যা, অ্যাসিডিটি ও অ্যালার্জির কারণ হতে পারে।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

২০০২ বনাম ২০২৫! ৭ জেলার ভোটার তালিকায় ৫১% থেকে ৬৫% মিল, কোথায় সবচেয়ে কম জানেন?

রাজ্যের সাতটি জেলায় ২০০২ ও ২০২৫ সালের ভোটার তালিকার মধ্যে ৫১% থেকে ৬৫% নামের মিল পাওয়া গিয়েছে। সর্বাধিক মিল কালিম্পংয়ে, সর্বনিম্ন ঝাড়গ্রামে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নতুনভাবে বিশেষ ভোটার তালিকা সংশোধন (SIR) শুরু করতে চলেছে নির্বাচন কমিশন।

আজ থেকে শুরু হচ্ছে রনজি, বাংলার প্রথম খেলা উত্তরাখণ্ডের বিরুদ্ধে, দলে শামি, আকাশ দীপ, ঈশ্বরন

এলিট স্তরে রয়েছে ৩২টি দল। তাদের চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। বাংলা রয়েছে গ্রুপ সি-তে। গত তিনবারের চ্যাম্পিয়ন বিদর্ভ রয়েছে গ্রুপ এ-তে।

আরও পড়ুন

শান্তিনিকেতনের কাছে ফুলডাঙার ‘সারদা পাঠশালা’র উদ্যোগে শামিল বালার্ক থিয়েটার

নাটক নিয়ে, স্টোরিটেলিং নিয়ে, মূকাভিনয় নিয়ে বালার্কর সদস্যরা মিশে গিয়েছিলেন সেই পঞ্চান্ন জন কচিকাঁচার সাথে।

বারাসতের কারখানায় বিধ্বংসী আগুন, একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠল এলাকা

সন্ধ্যাবেলায় বারাসতের একটি কারখানায় ভয়াবহ আগুন। একাধিক বিস্ফোরণে আতঙ্ক, প্রশ্নের মুখে কারখানার অগ্নিনির্বাপক ব্যবস্থা। দমকলের ১৮টি ইঞ্জিন কাজ করছে।

বিমানবন্দর রুটে মেট্রো চালুর আগে বড় ঘোষণা! বনগাঁ-দমদম ক্যান্টনমেন্টে চালু হচ্ছে ৫টি নতুন লোকাল

বিমানবন্দর রুটে মেট্রো চালুর আগে দমদম ক্যান্টনমেন্ট হয়ে উঠছে নতুন ট্রান্সপোর্ট হাব। সেই লক্ষ্যে বনগাঁ শাখায় চালু হচ্ছে ৫টি নতুন লোকাল ট্রেন।