Homeরাজ্যউঃ ২৪ পরগনাদত্তপুকুরে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ, মালিক-সহ অন্তত ৬জনের মৃত্যু

দত্তপুকুরে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ, মালিক-সহ অন্তত ৬জনের মৃত্যু

প্রকাশিত

এগরার পর এবার উত্তর ২৪ পরগনার দত্ত পুকুরে বাজি কারখানায় বিস্ফোরণ। এই বিস্ফোরণে বেশ কয়েকজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এদের মধ্যে কয়েকজন শিশুও রয়েছে। এখনও পর্যন্ত ৬ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। স্থানীয়দের দাবি, অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। বিস্ফোরণে বাজি কারখানার মালিক কেরামত আলি ও তার ছেলের মৃত্যু হয়েছে।

রবিবার সকাল সাড়ে আটটা নাগাদ দত্তপুকুরের ওই বাজি কারখানাটিতে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে আশপাশের বাড়িগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগে বাজি কারখানাটি বেআইনি ভাবে চলছিল।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। পৌঁছয় দমকলও। স্থানীয় বাসিন্দারা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে।বাসিন্দাদের অভিযোগ, ‘প্রশাসন ও রাজনৈতিক দলের মদতে এই বাজি কারখানাটি চলছিল। কারখানায় একাধিক জায়গায় বিস্ফোরক দ্রব্য রাখা ছিল।’

আরও পড়ুন: বারাণসী-কলকাতা করিডর প্রকল্পের জন্য তৎপরতা শুরু রাজ্যের

গত ১৬ মে পূর্ব মেদিনীপুরের খাদিকুল গ্রামে বাজি কারখানায় বিস্ফোরণ হয়। সেই ঘটনায় মৃত্যু হয় ৯ জনের। এই ঘটনার পর নড়েচড়ে বসে প্রশাসন। শুরু হয় বেআইনি বাজি উদ্ধার অভিযান। একই সঙ্গে বাজি ক্লাস্টার তৈরির উদ্যোগ নেওয়া হয় রাজ্য সরকারের পক্ষ থেকে। কিন্তু এগরার সাড়ে তিনমাস কাটতে না কাটতেই দত্তপুকুরে এই বিস্ফোরণ প্রশ্ন তুলে দিল প্রশাসনের ভূমিকা নিয়ে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ঠান্ডার ধার কমছে দক্ষিণবঙ্গে, কুয়াশায় ঢাকছে উত্তর–দক্ষিণ,শীত কি তবে বিদায়ের পথে?

দক্ষিণবঙ্গে ৯ ডিগ্রির নীচে নামেনি তাপমাত্রা। রাজ্য জুড়ে ধীরে ধীরে শীতের দাপট কমছে, তবে উত্তর ও দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

গ্রিনল্যান্ড দখলে বাধা দিলে শুল্ক চাপানো হবে, হুমকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের  

খবর অনলাইন ডেস্ক: গ্রিনল্যান্ড অধিগ্রহণ সমর্থন না করলে সংশ্লিষ্ট দেশগুলোর ওপর শুল্ক আরোপ করা...

৮ বছরে বলিউডে কাজ কমেছে, ‘রোজা’র দিন আজও ভুলতে পারেন না: অকপট এ আর রহমান

বলিউডে গত আট বছরে কাজ কমে যাওয়ার কথা স্বীকার করলেন অস্কারজয়ী সঙ্গীত পরিচালক এ আর রহমান। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ‘রোজা’ থেকে বর্তমান, সঙ্গীত সফর ও বদলে যাওয়া সময় নিয়ে মুখ খুললেন তিনি।

ভোটের আগে বাংলায় রেলের বরাদ্দ ১৩ হাজার কোটি, অমৃতভারত প্রকল্পে আন্তর্জাতিক মানের হবে এনজেপি

ভোটমুখী পশ্চিমবঙ্গে রেলের জন্য প্রায় ১৩ হাজার কোটি টাকা বরাদ্দের ঘোষণা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। অমৃতভারত প্রকল্পে নিউ জলপাইগুড়ি স্টেশনকে আন্তর্জাতিক মানে গড়ে তোলার কাজ চলছে।

আরও পড়ুন

SIR ঘোষণা হতেই ফের এনআরসি আতঙ্ক! আগরপাড়ায় আত্মঘাতী প্রৌঢ়, মুখ্যমন্ত্রীর তীব্র প্রতিক্রিয়া

আগরপাড়ায় এনআরসি আতঙ্কে আত্মঘাতী প্রদীপ কর। ঘটনাস্থলে পুলিশ কমিশনার। মুখ্যমন্ত্রীর তীব্র ক্ষোভ— “বাংলা এনআরসি মানবে না।”

শান্তিনিকেতনের কাছে ফুলডাঙার ‘সারদা পাঠশালা’র উদ্যোগে শামিল বালার্ক থিয়েটার

নাটক নিয়ে, স্টোরিটেলিং নিয়ে, মূকাভিনয় নিয়ে বালার্কর সদস্যরা মিশে গিয়েছিলেন সেই পঞ্চান্ন জন কচিকাঁচার সাথে।

বারাসতের কারখানায় বিধ্বংসী আগুন, একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠল এলাকা

সন্ধ্যাবেলায় বারাসতের একটি কারখানায় ভয়াবহ আগুন। একাধিক বিস্ফোরণে আতঙ্ক, প্রশ্নের মুখে কারখানার অগ্নিনির্বাপক ব্যবস্থা। দমকলের ১৮টি ইঞ্জিন কাজ করছে।