Homeরাজ্যউঃ ২৪ পরগনাআরজি কর-কাণ্ডের প্রতিবাদ, শিক্ষক দিবসে শিক্ষারত্ন ফিরিয়ে দিলেন শিক্ষক দীপক মজুমদার

আরজি কর-কাণ্ডের প্রতিবাদ, শিক্ষক দিবসে শিক্ষারত্ন ফিরিয়ে দিলেন শিক্ষক দীপক মজুমদার

প্রকাশিত

আরজি কর মেডিক্যাল কলেজের ধর্ষণ ও খুনের ঘটনার বিরুদ্ধে রাজ্যজুড়ে যখন প্রতিবাদের ঝড় উঠেছে, সেই সময় শিক্ষারত্ন ফেরানোর সিদ্ধান্ত নিয়ে প্রতিবাদে শামিল হলেন বিশিষ্ট শিক্ষক দীপক মজুমদার। ২০১৩ সালে শিক্ষারত্ন পুরস্কারে সম্মানিত হয়েছিলেন উত্তর ২৪ পরগনার রামশঙ্করপুর হাইস্কুলের প্রধান শিক্ষক দীপক মজুমদার। মঙ্গলবার, শিক্ষক দিবসে তিনি নিজের পুরস্কারটি বিকাশ ভবনে গিয়ে ফিরিয়ে দেন। এই সিদ্ধান্তের মাধ্যমে তিনি আরজি করের নির্যাতিতার প্রতি নিজের সংহতি ও প্রতিবাদ জানিয়েছেন।

দীপক মজুমদার বলেন, “এই লজ্জাজনক ঘটনার প্রতিবাদ জানাতেই আমি শিক্ষারত্ন ফিরিয়ে দিচ্ছি। আরজি কর মেডিক্যাল কলেজের ঘটনা আমাদের সকলের জন্য ঘৃণার বিষয়। এই সরকারের কোনও দফতর সঠিকভাবে কাজ করছে না, এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক।” তিনি আরও বলেন, “আমি আর এই পুরস্কারের ভার বইতে চাই না। তিলোত্তমার ওপর যেভাবে পাশবিক অত্যাচার ও হত্যা হয়েছে, তার প্রতিবাদ জানাতেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি।”

ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত দীপক মজুমদার ১৯৭১ সাল থেকে বিভিন্ন সংগঠনের সঙ্গে কাজ করেছেন। তিনি ছাত্র পরিষদে কাজ করেছেন এবং পশ্চিমবঙ্গ প্রধান শিক্ষক সমিতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বাম আমলে এবং বর্তমান সরকারের আগমনে দীপকবাবুর সংগ্রামের কথা উল্লেখ করে তিনি বলেন, “আমাদের অনেক প্রত্যাশা ছিল বর্তমান সরকারের কাছে, কিন্তু তা পূরণ হয়নি। মানুষ গর্জে উঠেছে, এই প্রতিবাদের গর্জন সর্বত্র পৌঁছে গেছে।”

আরজি কর মামলার শুনানি ৯ সেপ্টেম্বর, শীর্ষ আদালতের নতুন তারিখ ঘোষণা

দীপক মজুমদারের শিক্ষারত্ন ফেরানোর এই পদক্ষেপ রাজ্যের রাজনৈতিক এবং সামাজিক অস্থিরতার প্রেক্ষাপটে তাৎপর্যপূর্ণ পদক্ষেপ। আরজি কর ঘটনার পর থেকে প্রতিবাদের ঢেউ উঠছে, এবং দীপকবাবুর এই প্রতিবাদ সেই আন্দোলনের একটি প্রতীকী পদক্ষেপ বলে দাবি করেছে তিনি।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

২০০২ বনাম ২০২৫! ৭ জেলার ভোটার তালিকায় ৫১% থেকে ৬৫% মিল, কোথায় সবচেয়ে কম জানেন?

রাজ্যের সাতটি জেলায় ২০০২ ও ২০২৫ সালের ভোটার তালিকার মধ্যে ৫১% থেকে ৬৫% নামের মিল পাওয়া গিয়েছে। সর্বাধিক মিল কালিম্পংয়ে, সর্বনিম্ন ঝাড়গ্রামে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নতুনভাবে বিশেষ ভোটার তালিকা সংশোধন (SIR) শুরু করতে চলেছে নির্বাচন কমিশন।

আজ থেকে শুরু হচ্ছে রনজি, বাংলার প্রথম খেলা উত্তরাখণ্ডের বিরুদ্ধে, দলে শামি, আকাশ দীপ, ঈশ্বরন

এলিট স্তরে রয়েছে ৩২টি দল। তাদের চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। বাংলা রয়েছে গ্রুপ সি-তে। গত তিনবারের চ্যাম্পিয়ন বিদর্ভ রয়েছে গ্রুপ এ-তে।

শেষ হতে চলেছে এক যুগ! বন্ধ হচ্ছে এমটিভি-র মিউজিক চ্যানেলগুলি, ২০২৫ সালের শেষে অন্তিম সম্প্রচার

এক যুগের অবসান। Paramount Global জানিয়েছে, ২০২৫ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে বন্ধ হয়ে যাবে MTV-র মিউজিক চ্যানেলগুলি— MTV 80s, MTV 90s, MTV Music, Club MTV ও MTV Live। পরিবর্তিত দর্শক চাহিদাই এর প্রধান কারণ।

আরও পড়ুন

শান্তিনিকেতনের কাছে ফুলডাঙার ‘সারদা পাঠশালা’র উদ্যোগে শামিল বালার্ক থিয়েটার

নাটক নিয়ে, স্টোরিটেলিং নিয়ে, মূকাভিনয় নিয়ে বালার্কর সদস্যরা মিশে গিয়েছিলেন সেই পঞ্চান্ন জন কচিকাঁচার সাথে।

বারাসতের কারখানায় বিধ্বংসী আগুন, একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠল এলাকা

সন্ধ্যাবেলায় বারাসতের একটি কারখানায় ভয়াবহ আগুন। একাধিক বিস্ফোরণে আতঙ্ক, প্রশ্নের মুখে কারখানার অগ্নিনির্বাপক ব্যবস্থা। দমকলের ১৮টি ইঞ্জিন কাজ করছে।

বিমানবন্দর রুটে মেট্রো চালুর আগে বড় ঘোষণা! বনগাঁ-দমদম ক্যান্টনমেন্টে চালু হচ্ছে ৫টি নতুন লোকাল

বিমানবন্দর রুটে মেট্রো চালুর আগে দমদম ক্যান্টনমেন্ট হয়ে উঠছে নতুন ট্রান্সপোর্ট হাব। সেই লক্ষ্যে বনগাঁ শাখায় চালু হচ্ছে ৫টি নতুন লোকাল ট্রেন।