Homeরাজ্যউঃ ২৪ পরগনাআরজি কর-কাণ্ডের প্রতিবাদ, শিক্ষক দিবসে শিক্ষারত্ন ফিরিয়ে দিলেন শিক্ষক দীপক মজুমদার

আরজি কর-কাণ্ডের প্রতিবাদ, শিক্ষক দিবসে শিক্ষারত্ন ফিরিয়ে দিলেন শিক্ষক দীপক মজুমদার

প্রকাশিত

আরজি কর মেডিক্যাল কলেজের ধর্ষণ ও খুনের ঘটনার বিরুদ্ধে রাজ্যজুড়ে যখন প্রতিবাদের ঝড় উঠেছে, সেই সময় শিক্ষারত্ন ফেরানোর সিদ্ধান্ত নিয়ে প্রতিবাদে শামিল হলেন বিশিষ্ট শিক্ষক দীপক মজুমদার। ২০১৩ সালে শিক্ষারত্ন পুরস্কারে সম্মানিত হয়েছিলেন উত্তর ২৪ পরগনার রামশঙ্করপুর হাইস্কুলের প্রধান শিক্ষক দীপক মজুমদার। মঙ্গলবার, শিক্ষক দিবসে তিনি নিজের পুরস্কারটি বিকাশ ভবনে গিয়ে ফিরিয়ে দেন। এই সিদ্ধান্তের মাধ্যমে তিনি আরজি করের নির্যাতিতার প্রতি নিজের সংহতি ও প্রতিবাদ জানিয়েছেন।

দীপক মজুমদার বলেন, “এই লজ্জাজনক ঘটনার প্রতিবাদ জানাতেই আমি শিক্ষারত্ন ফিরিয়ে দিচ্ছি। আরজি কর মেডিক্যাল কলেজের ঘটনা আমাদের সকলের জন্য ঘৃণার বিষয়। এই সরকারের কোনও দফতর সঠিকভাবে কাজ করছে না, এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক।” তিনি আরও বলেন, “আমি আর এই পুরস্কারের ভার বইতে চাই না। তিলোত্তমার ওপর যেভাবে পাশবিক অত্যাচার ও হত্যা হয়েছে, তার প্রতিবাদ জানাতেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি।”

ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত দীপক মজুমদার ১৯৭১ সাল থেকে বিভিন্ন সংগঠনের সঙ্গে কাজ করেছেন। তিনি ছাত্র পরিষদে কাজ করেছেন এবং পশ্চিমবঙ্গ প্রধান শিক্ষক সমিতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বাম আমলে এবং বর্তমান সরকারের আগমনে দীপকবাবুর সংগ্রামের কথা উল্লেখ করে তিনি বলেন, “আমাদের অনেক প্রত্যাশা ছিল বর্তমান সরকারের কাছে, কিন্তু তা পূরণ হয়নি। মানুষ গর্জে উঠেছে, এই প্রতিবাদের গর্জন সর্বত্র পৌঁছে গেছে।”

আরজি কর মামলার শুনানি ৯ সেপ্টেম্বর, শীর্ষ আদালতের নতুন তারিখ ঘোষণা

দীপক মজুমদারের শিক্ষারত্ন ফেরানোর এই পদক্ষেপ রাজ্যের রাজনৈতিক এবং সামাজিক অস্থিরতার প্রেক্ষাপটে তাৎপর্যপূর্ণ পদক্ষেপ। আরজি কর ঘটনার পর থেকে প্রতিবাদের ঢেউ উঠছে, এবং দীপকবাবুর এই প্রতিবাদ সেই আন্দোলনের একটি প্রতীকী পদক্ষেপ বলে দাবি করেছে তিনি।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

৮ বছরে বলিউডে কাজ কমেছে, ‘রোজা’র দিন আজও ভুলতে পারেন না: অকপট এ আর রহমান

বলিউডে গত আট বছরে কাজ কমে যাওয়ার কথা স্বীকার করলেন অস্কারজয়ী সঙ্গীত পরিচালক এ আর রহমান। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ‘রোজা’ থেকে বর্তমান, সঙ্গীত সফর ও বদলে যাওয়া সময় নিয়ে মুখ খুললেন তিনি।

ভোটের আগে বাংলায় রেলের বরাদ্দ ১৩ হাজার কোটি, অমৃতভারত প্রকল্পে আন্তর্জাতিক মানের হবে এনজেপি

ভোটমুখী পশ্চিমবঙ্গে রেলের জন্য প্রায় ১৩ হাজার কোটি টাকা বরাদ্দের ঘোষণা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। অমৃতভারত প্রকল্পে নিউ জলপাইগুড়ি স্টেশনকে আন্তর্জাতিক মানে গড়ে তোলার কাজ চলছে।

মোজা পরেও পা বরফের মতো ঠান্ডা? কারণ জানলে সমাধান সহজ

শীতে মোজা পরেও পা হিমশীতল কেন থাকে? রক্ত সঞ্চালন থেকে শুরু করে মোজার ধরন—কারণ ও প্রতিকার জানুন সহজ ভাষায়।

গৌরী লঙ্কেশ হত্যা মামলার অভিযুক্ত শ্রীকান্ত পাঙ্গারকর জালনা পুরসভার কাউন্সিলর নির্বাচিত

সাংবাদিক-অ্যাক্টিভিস্ট গৌরী লঙ্কেশ হত্যা মামলার অভিযুক্ত শ্রীকান্ত পাঙ্গারকর মহারাষ্ট্রের জালনা পুরসভার কাউন্সিলর নির্বাচিত। স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজেপি প্রার্থীকে হারালেন তিনি।

আরও পড়ুন

SIR ঘোষণা হতেই ফের এনআরসি আতঙ্ক! আগরপাড়ায় আত্মঘাতী প্রৌঢ়, মুখ্যমন্ত্রীর তীব্র প্রতিক্রিয়া

আগরপাড়ায় এনআরসি আতঙ্কে আত্মঘাতী প্রদীপ কর। ঘটনাস্থলে পুলিশ কমিশনার। মুখ্যমন্ত্রীর তীব্র ক্ষোভ— “বাংলা এনআরসি মানবে না।”

শান্তিনিকেতনের কাছে ফুলডাঙার ‘সারদা পাঠশালা’র উদ্যোগে শামিল বালার্ক থিয়েটার

নাটক নিয়ে, স্টোরিটেলিং নিয়ে, মূকাভিনয় নিয়ে বালার্কর সদস্যরা মিশে গিয়েছিলেন সেই পঞ্চান্ন জন কচিকাঁচার সাথে।

বারাসতের কারখানায় বিধ্বংসী আগুন, একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠল এলাকা

সন্ধ্যাবেলায় বারাসতের একটি কারখানায় ভয়াবহ আগুন। একাধিক বিস্ফোরণে আতঙ্ক, প্রশ্নের মুখে কারখানার অগ্নিনির্বাপক ব্যবস্থা। দমকলের ১৮টি ইঞ্জিন কাজ করছে।