Homeখবররাজ্য‘লক্ষ্মীর ভাণ্ডার’ থেকে স্বয়ংক্রিয় বার্ধক্য ভাতা: আয়ের ঊর্ধ্বসীমা তুলে দিচ্ছে নবান্ন

‘লক্ষ্মীর ভাণ্ডার’ থেকে স্বয়ংক্রিয় বার্ধক্য ভাতা: আয়ের ঊর্ধ্বসীমা তুলে দিচ্ছে নবান্ন

প্রকাশিত

রাজ্য সরকারের ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের সুবিধাভোগী মহিলাদের জন্য এবার বড় সুখবর। নবান্ন সিদ্ধান্ত নিয়েছে, ৬০ বছর বয়স পূর্ণ হলে যাঁরা স্বয়ংক্রিয়ভাবে বার্ধক্য ভাতা পেতে শুরু করেন, তাঁদের ক্ষেত্রে মাসিক আয়ের এক হাজার টাকার ঊর্ধ্বসীমা আর প্রযোজ্য থাকবে না। এর ফলে কয়েক লক্ষ মহিলা সরাসরি উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে।

নারী, শিশু ও সমাজকল্যাণ দপ্তরের অধীনে পরিচালিত ‘ওল্ড এজ পেনশন’ প্রকল্পের আওতায় এই সুবিধা প্রদান করা হয়। বর্তমানে এই প্রকল্পের সুবিধা পেতে হলে উপভোক্তার মাসিক আয় এক হাজার টাকার নিচে থাকতে হয়। তবে, এই সীমা তুলে দেওয়ার জন্য ইতিমধ্যেই খসড়া প্রস্তুত হয়েছে এবং মন্ত্রিসভার অনুমোদনের অপেক্ষা চলছে। অনুমোদন পাওয়ার পরেই আনুষ্ঠানিক নির্দেশিকা জারি করবে নবান্ন।

২০২০ সালে রাজ্যের বিভিন্ন বার্ধক্য ভাতা প্রকল্পকে একত্রিত করে ‘জয় বাংলা’ নামে একটি অভিন্ন ছাতার তলায় আনা হয়। তবে, এখনও পর্যন্ত ‘ওল্ড এজ পেনশন’-এর ক্ষেত্রে আয়ের ঊর্ধ্বসীমার নিয়ম বলবৎ রয়েছে। অন্যদিকে, তফসিলি জাতি ও উপজাতিদের জন্য পরিচালিত ‘তফসিলি বন্ধু’ এবং ‘জয় জোহার’ প্রকল্পে আয়ের কোনও সীমাবদ্ধতা নেই।

‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের সুবিধাভোগী তফসিলি জাতি ও উপজাতির মহিলারা ৬০ বছর পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গেই স্বয়ংক্রিয়ভাবে ‘তফসিলি বন্ধু’ বা ‘জয় জোহার’ প্রকল্পের আওতায় আসেন। এবার একই নিয়ম ‘ওল্ড এজ পেনশন’ প্রকল্পের ক্ষেত্রে প্রযোজ্য করতে উদ্যোগী হয়েছে রাজ্য।

আয়ের ঊর্ধ্বসীমা তুলে দিলে, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে বার্ধক্য ভাতায় স্থানান্তরিত হওয়া মহিলারা আর্থিক ভাবে আরও সুবিধা পাবেন। 

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বিদ্যাসাগর সেন্ট্রালের পুজোয় অভিনব থিম: ‘জীবনের মূল রঙ — এক বিন্দু জল’

বিদ্যাসাগর সেন্ট্রাল সর্বজনীন দুর্গোৎসবে এবছরের থিম ‘জীবনের মূল রঙ — এক বিন্দু জল’। শিল্পী বিভাস মুখোপাধ্যায়ের সৃজনে মণ্ডপসজ্জায় উঠে আসছে জল সংরক্ষণের বার্তা।

বাংলার লোকশিল্প ‘গোমীরা মুখা নাচ’কে পুজো মণ্ডপে তুলে ধরতে প্রস্তুত খিদিরপুর পল্লী শারদীয়া

খিদিরপুর পল্লী শারদীয়া পুজো মণ্ডপে এবার উত্তরবঙ্গের দিনাজপুরের ঐতিহ্যবাহী ‘গমীরা মুখা নাচ’। শিল্পী শঙ্কর পালের সৃজনে ধরা পড়ছে লোকশিল্পের ঐতিহ্য ও দেবীপক্ষের আবাহন।

ওয়াকফ সংশোধিত আইন নিয়ে সুপ্রিম কোর্ট: কী স্থগিত, কী বহাল

সুপ্রিম কোর্ট ওয়াকফ সংশোধনী আইন ২০২৫-এর কয়েকটি ধারায় অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল। জেলা কালেক্টরের ক্ষমতা, পাঁচ বছরের ইসলাম চর্চার শর্ত ও বোর্ডে অ-মুসলিম সদস্যের সংখ্যা সীমিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

পুজোয় আসছে ‘ইকোজেনিক’, বর্জ্যকে কাঠকয়লায় পরিণত করার প্রযুক্তি আনছে কলকাতা পুরসভা

পুজোতেই চালু হচ্ছে কলকাতা পুরসভার পরিবেশবান্ধব প্রযুক্তি ‘ইকোজেনিক’। মণ্ডপের বর্জ্য থেকেই তৈরি হবে কাঠকয়লা ও জ্বালানি, জানালেন মেয়র ফিরহাদ হাকিম।

আরও পড়ুন

বর্ষা বিদায় নিতে শুরু করলেও পুজোয় বৃষ্টির হাত থেকে নিস্তার নেই পশ্চিমবঙ্গের

এবার পুজোটাই পড়েছে বর্ষাতে। তাই বর্ষার আর কী দোষ! বৃষ্টি হবেই। কিছু করার নেই।

নির্ধারিত সময়ের আগেই রাজস্থানে বর্ষা বিদায়, পশ্চিমবঙ্গে কবে?

রাজস্থানের পশ্চিম প্রান্ত থেকে নির্ধারিত সময়ের তিন দিন আগেই বর্ষার বিদায়যাত্রা শুরু। পঞ্জাব-গুজরাট থেকেও বিদায় নেবে বর্ষা। এদিকে দিঘায় ১২ ঘণ্টায় রেকর্ড ১৯৮ মিমি বৃষ্টি।

বঙ্গোপসাগরে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস

বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের জেরে আগামী তিন দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, কয়েক জেলায় সতর্কতা জারি।