Homeরাজ্যপূর্ব মেদিনীপুরমেদিনীপুর মেডিক্যালে প্রসূতির মৃত্যু, চারজনের অবস্থা সঙ্কটজনক, অভিযোগ স্যালাইনের মান নিয়ে

মেদিনীপুর মেডিক্যালে প্রসূতির মৃত্যু, চারজনের অবস্থা সঙ্কটজনক, অভিযোগ স্যালাইনের মান নিয়ে

প্রকাশিত

মেদিনীপুর: মেদিনীপুর মেডিক্যাল কলেজে স্যালাইনের বিভ্রাটকে কেন্দ্র করে উত্তাল পরিস্থিতি। শুক্রবার সকালে এক প্রসূতির মৃত্যু হয়েছে। আরও চারজন প্রসূতি আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। পরিবারের অভিযোগ, সন্তানের জন্মের পরই প্রসূতিদের শারীরিক অবস্থার অবনতি শুরু হয়। প্রস্রাবের সঙ্গে রক্তপাত, শারীরিক দুর্বলতা—সব কিছুর জন্যই স্যালাইনের মান খারাপ হওয়াকেই দায়ী করছেন আত্মীয়রা।

কেউ দাবি করেছেন, স্যালাইনের মধ্যে ছত্রাক ছিল। আবার কারও বক্তব্য, মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া দেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার থেকেই সমস্যার কথা সামনে আসে। আত্মীয়দের অভিযোগ, সন্তানের জন্ম দেওয়ার পর প্রথমে কিছু জানানো হয়নি। পরে জানা যায়, প্রসূতিদের রক্তক্ষরণ থামছে না। এছাড়া সরকারি হাসপাতাল হওয়া সত্ত্বেও বিভিন্ন অজুহাতে টাকা নেওয়ার অভিযোগও উঠেছে।

এক আত্মীয় দাবি করেন, “অপারেশন করেছেন জুনিয়র ডাক্তাররা। সেখানে কোনও সিনিয়র ডাক্তার ছিলেন না। এটি অবহেলার একটি উদাহরণ।”

হাসপাতালের মেডিক্যাল বোর্ড ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। যদিও রিপোর্ট আসার আগে মৃত্যুর কারণ নিশ্চিত করা সম্ভব নয়, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, স্যালাইনের মান খারাপ থাকার কারণেই এই ঘটনা ঘটেছে।

এর আগে কলকাতার এসএসকেএম ও এনআরএস হাসপাতালেও স্যালাইনের মান নিয়ে প্রশ্ন উঠেছিল। কর্নাটকেও সম্প্রতি স্যালাইনের কারণে প্রসূতির মৃত্যুর ঘটনা ঘটেছে।

বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় কটাক্ষ করে বলেছেন, “একটি মেডিক্যাল কলেজেই যদি স্যালাইনের সমস্যা থাকে, তাহলে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার কী অবস্থা?” তিনি আরও অভিযোগ করেছেন, জুনিয়র ডাক্তারদের আন্দোলন থেকে সরকার কোনও শিক্ষা নেয়নি।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ কাজলকৃষ্ণ বণিক সংবাদমাধ্যমকে বলেন, “ওষুধ ও স্যালাইনের মান নিয়ে বারবার অভিযোগ উঠছে। নজরদারি আরও বাড়াতে হবে। সজাগ না হলে এমন ঘটনা বাড়বে।”

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মোবাইল নম্বর নয়, এবার ইউজারনেম দিয়েই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে! আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ইউজারনেম ফিচার। মোবাইল নম্বর শেয়ার না করেই চ্যাট করা যাবে। নতুন এই ফিচার দেখা গেছে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ২.২৫.২৮.১২ তে। ইউজারনেম সেট করতে থাকবে কিছু নিয়মও।

সতর্ক থাকুন! পেঁপের সঙ্গে এই খাবারগুলো খেলেই বাড়বে বিপদ

ভিটামিন ও ফাইবারে ভরপুর পেঁপে যতটা উপকারী, ভুল খাবারের সঙ্গে খেলে ততটাই ক্ষতিকর। কমলালেবু, শশা, টমেটো, দই বা মধুর সঙ্গে পেঁপে খাওয়া হজমে সমস্যা, অ্যাসিডিটি ও অ্যালার্জির কারণ হতে পারে।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

২০০২ বনাম ২০২৫! ৭ জেলার ভোটার তালিকায় ৫১% থেকে ৬৫% মিল, কোথায় সবচেয়ে কম জানেন?

রাজ্যের সাতটি জেলায় ২০০২ ও ২০২৫ সালের ভোটার তালিকার মধ্যে ৫১% থেকে ৬৫% নামের মিল পাওয়া গিয়েছে। সর্বাধিক মিল কালিম্পংয়ে, সর্বনিম্ন ঝাড়গ্রামে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নতুনভাবে বিশেষ ভোটার তালিকা সংশোধন (SIR) শুরু করতে চলেছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন

নন্দীগ্রামে রাম মন্দির নির্মাণের ঘোষণা শুভেন্দুর, জমি নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল

নন্দীগ্রামে রাম মন্দির নির্মাণের ঘোষণা শুভেন্দু অধিকারীর। জমি কেনা নিয়ে বিতর্কে তৃণমূল।

পূর্ব মেদিনীপুরের পটাশপুরে ধর্ষণ এবং খুনে অভিযুক্তকে পিটিয়ে খুন

পূর্ব মেদিনীপুরের পটাশপুরে ধর্ষণ ও খুনের অভিযোগে অভিযুক্ত প্রৌঢ়কে গ্রামের মহিলারা গণপিটুনিতে হত্যা করেছেন বলে অভিযোগ। মহিলার মৃত্যুর পর এই ঘটনাটি ঘটে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

মন্দির অসম্পূর্ণ, তবে রথ প্রস্তুত, দিঘায় এবার প্রথম রথযাত্রা

বৃহস্পতিবার জগন্নাথ মন্দিরের পাশেই কড়া নিরাপত্তায় তিনটি রথের কাঠামো দেখা গিয়েছে। প্রশাসনিক সূত্রে খবর, ওড়িশা থেকে দক্ষ কারিগর এনে এই রথগুলি নির্মাণ করা হয়েছে। প্রতিটি রথের উচ্চতা প্রায় ১৫ ফুট।