Homeরাজ্যপুরুলিয়া৫ দিন পর পুরুলিয়ায় অবরোধ প্রত্যাহার কুড়মিদের

৫ দিন পর পুরুলিয়ায় অবরোধ প্রত্যাহার কুড়মিদের

প্রকাশিত

পুরুলিয়া: গত বুধবার থেকে টানা পাঁচদিন ভোগান্তির পর পুরুলিয়ায় রেল-সড়ক অবরোধ প্রত্যাহার কুড়মি সম্প্রদায়ের। রবিবার অবরোধ প্রত্যাহারের সিদ্ধান্ত নিলেন কুড়মিরা। তবে অবরোধ উঠলেও আন্দোলন চলবে বলে জানিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা।

এ দিন আদিবাসী কুড়মি সমাজের নেতা অজিত মাহাতো বলেন, প্রশাসনের তরফ থেকে তাঁরা সেভাবে সহযোগিতা পাননি। সাধারণ মানুষের ভোগান্তির কথা মাথায় রেখেই আপাতত এই কর্মসূচি প্রত্যাহার করা হল। তবে পরবর্তীতে আন্দোলন চলবে। কেন্দ্রীয় কমিটির সঙ্গে বৈঠকের পর আন্দোলন নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, অবরোধ আন্দোলন প্রত্যাহার করে আলোচনায় বসার জন্য নবান্ন থেকে চিঠি পাঠানো হয়েছিল। সেই চিঠি ফেরত পাঠিয়ে আলোচনায় বসার প্রস্তাব নাকচ করে দিয়েছে আদিবাসী কুড়মি সমাজ। পুরুলিয়াতে অবরোধ উঠলেও পশ্চিম মেদিনীপুরের খেমাশুলিতে এখনও অবরোধ আন্দোলন অহ্যাহত রয়েছে।

খেমাশুলির নেতৃত্বের উদ্দেশে অজিত মাহাতো বলেন, “দেশ-কাল-পাত্র ভেবে কখনও কখনও এগোতে হয়, আবার পিছোতে হয়। অবরোধ তুলে নেওয়া হচ্ছে বলে, এখানো কোনো দুর্বলতা নেই। আমরা আদিবাসী কর্মীরা যেমন নিরপেক্ষ ভাবে আন্দোলন করছি, তা চলবে। কোনো দলের পক্ষে-বিপক্ষে নয়। কিন্তু প্রত্যেককে বলব, এই পশ্চিমবঙ্গ সরকার আমাদের জন্য কী করেছে”!

প্রসঙ্গত, কুড়মি সম্প্রদায়কে তফসিলি উপজাতি তালিকাভুক্ত করার দাবিতে গত বুধবার থেকে অবরোধ আন্দোলন শুরু হয়েছে। পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়ার মতো জায়গায় অনির্দিষ্টকালের জন্য রেল অবরোধ করা হয়। আটকে দেওয়া হয় রাস্তা। তার জেরে দক্ষিণ-পূর্ব রেলের পরিষেবা ব্যাহত হয়েছে।

আরও পড়ুন: প্রবল গরম, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তাপপ্রবাহ

সাম্প্রতিকতম

রাজ্যের ৩ জন-সহ সব শ্রমিককেই নিরাপদে বাইরে আনা হল, উদ্ধার অভিযানের প্রশংসায় প্রধানমন্ত্রী    

দেহরাদুন: সমস্ত উৎকণ্ঠা, উদ্বেগ, প্রতীক্ষার অবসান হল। ১৭ দিন ধরে উত্তরকাশীর কাছে সুড়ঙ্গে আটকে...

টি২০ সিরিজ: সেই গ্লেন ম্যাক্সওয়েল, ভারতের বিরুদ্ধে তৃতীয় ম্যাচে এনে দিলেন জয়

ভারত: ২২২-৩ (ঋতুরাজ গায়কোয়াড় ১২৩ নট আউট, সূর্যকুমার যাদব ৩৯, বেহরেনডর্ফ ১-১২) অস্ট্রেলিয়া: ২২৫-৫ (গ্লেন...

সুড়ঙ্গে আটকে থাকা ৪১ জন শ্রমিককেই নিরাপদে উদ্ধার করা হল

দেহরাদুন: টানা ১৭ দিন ধরে আটকে থাকার পর সিলকিয়ারা টানেলে আটকে থাকা কর্মীদের একে...

সুড়ঙ্গে আটকে থাকা কর্মীদের কাছাকাছি উদ্ধারকারী দল, যে কোনো মুহূর্তে বেরিয়ে আসতে পারেন তাঁরা    

দেহরাদুন: সিলকিয়ারার সুড়ঙ্গে আটকে থাকা কর্মীদের উদ্ধারকাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে এনডিএমএ (ন্যাশনাল...

আরও পড়ুন