আবারও সক্রিয় মৌসুমি অক্ষরেখা! ফের নিম্নচাপের জেরে বৃষ্টিতে ভিজতে চলেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে।
সোমবার বিকেল ৫.৩০ নাগাদ দক্ষিণ-পূর্ব গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের উপর একটি নিম্নচাপ কেন্দ্রীভূত হয়। ৮ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে এই নিম্নচাপ। এটি কলকাতার উত্তরে ৯০ কিলোমিটার এবং বর্ধমানের পূর্বে ৫০ কিলোমিটার দূরত্বে অবস্থান করছে বলে জানিয়েছে হাওয়া অফিস।
কোন জেলাগুলিতে বৃষ্টি বেশি?
মঙ্গলবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়া এবং বীরভূমে দু-এক জায়গায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।
বুধবার থেকে বৃষ্টির দাপট আরও কিছুটা ছড়াবে।
এই দিন উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম ও মুর্শিদাবাদে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। থাকবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও।
উত্তরবঙ্গেও শুরু বৃষ্টি
শুধু দক্ষিণবঙ্গেই নয়, উত্তরবঙ্গের জেলাগুলিতেও শুরু হতে চলেছে লাগাতার বৃষ্টি। দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার—এই পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
কী বলছেন আবহাওয়াবিদেরা?
আবহাওয়াবিদদের মতে, বঙ্গোপসাগরে একটি শক্তিশালী নিম্নচাপ তৈরি হলে তা দক্ষিণবঙ্গের আবহাওয়াকে তীব্রভাবে প্রভাবিত করে। উপকূলবর্তী জেলাগুলিতে এই সময়ে ভারী বৃষ্টির ঝুঁকি থাকে। সেই জন্য রাজ্যবাসীকে সতর্ক থাকার আবেদন জানানো হয়েছে।