Home খেলাধুলো ক্রিকেট ভারত-ইংল্যান্ড ৩য় টেস্ট: শেষ দুই উইকেটে অদম্য লড়াই জাদেজা-বুমরাহ-সিরাজের, তবু জয় অধরাই...

ভারত-ইংল্যান্ড ৩য় টেস্ট: শেষ দুই উইকেটে অদম্য লড়াই জাদেজা-বুমরাহ-সিরাজের, তবু জয় অধরাই থাকল

অবশেষে জয়। ছবি England Cricket ‘X’ থেকে নেওয়া।

ইংল্যান্ড: ৩৮৭ ও ১৯২ (জো রুট ৪০, বেন স্টোকস ৩৩, ওয়াশিংটন সুন্দর ৪-২২, মহম্মদ সিরাজ ২-৩১, জসপ্রীত বুমরাহ ২-৩৮)

ভারত: ৩৮৭ ও ১৭০ (রবীন্দ্র জাদেজা ৬১, কে এল রাহুল ৩৯, বেন স্টোকস ৩-৪৮, জোফ্রা আর্চার ৩-৫৫)

লর্ডস (লন্ডন): দুই টেল-এন্ডার জসপ্রীত বুমরাহ এবং মহম্মদ সিরাজ এবং সঙ্গে রবীন্দ্র জাদেজা। নবম ও দশম উইকেটে যে খেলা দেখালেন তা টেস্ট ক্রিকেটের ইতিহাসে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। জয় হয়তো আসেনি ভারতের, কিন্তু এই লড়াই এককথায় ভাবা যায় না। বুমরাহ উইকেটে থাকলেন ১০৪ মিনিট আর সিরাজ থাকলেন ৬৪ মিনিট, যা তাঁদের কাছ থেকে অপ্রত্যাশিতই বলা যায়।

দ্বিতীয় ইনিংসে ভারতের অষ্টম উইকেট পড়েছিল ১১২ রানে। তার পর আপামর ক্রিকেটবোদ্ধা ধরেই নিয়েছিলেন ভারতের পরাজয় দোরগোড়ায়। কার্যত কেউই ভাবতে পারেননি আরও প্রায় তিন ঘণ্টা উইকেটে টিকে থাকবে ভারত। এই লড়াইকে যে ইংল্যান্ডও কুর্নিশ জানিয়েছে, তা খেলার শেষে তাদের খেলোয়াড়দের আচরণেই স্পষ্ট হয়ে গিয়েছে। শেষ উইকেট পড়ার পর ইংল্যান্ডের প্রতিটি খেলোয়াড় জড়িয়ে ধরেছেন জাদেজা ও সিরাজকে। খেলার শেষে নিয়মমাফিক হ্যান্ডশেক করা একটা প্রথা, ভদ্রতার প্রকাশ। কিন্তু তাঁরা যে ভাবে জড়িয়ে ধরলেন ভারতের শেষ দুই ক্রিকেটারকে, তা খুব একটা দেখা যায় না। এই জড়িয়ে ধরা ছিল আন্তরিকতার প্রকাশ।

অপ্রতিরোধ্য জাদেজা। ছবি BCCI ‘X’ থেকে নেওয়া।        

লর্ডস একটা ধ্রুপদী ক্রিকেটের দুর্দান্ত লড়াই দেখল। জেতার সম্ভাবনা ছিল দুই দলেরই। ভারতের কাছে ১৯২-এর লক্ষ্যমাত্রাটা হয়তো আপাতদৃষ্টিতে মনে হতে পারে খুব একটা কঠিন নয়, কিন্তু লর্ডসের মাঠে চতুর্থ ইনিংসে এই লক্ষ্যমাত্রা খুব একটা সহজও নয়। তাই জয়ের সম্ভাবনা ইংল্যান্ডেরও ছিল এবং সেটাই হল। ১৭০ রানে গুটিয়ে গেল ভারত। বলে কেরামতি দেখালেন বেন স্টোকস (৪৮ রানে ৩ উইকেট) ও জোফ্রা আর্চার (৫৫ রানে ৩ উইকেট)। ২২ রানে ভারতকে হারিয়ে পাঁচ টেস্টের সিরিজে ২-১ ম্যাচে এগিয়ে থাকল ইংল্যান্ড।

পঞ্চম দিনে ৪ উইকেটে ৫৮ রান হাতে নিয়ে খেলতে নামেন কে এল রাহুল এবং ঋষভ পন্থ। কিন্তু দলের ৭১ রানে ঋষভ বিদায় নিতেই একে একে পড়তে থাকে ভারতের উইকেট। ১১২ রানের মধ্যে আরও ৩ উইকেট হারায় তারা। চলে যান কে এল রাহুল (৩৯ রান), ওয়াশিংটন সুন্দর (০ রান) এবং নীতীশ রেড্ডী (১৩ রান)। তার পরের ঘটনা তো আগেই বলা হয়েছে। একমাত্র ব্যাটার হিসাবে অপ্রতিরোধ্য থেকে গেলেন রবীন্দ্র জাদেজা। ৬১ রানে তিনি নট আউট থাকলেন। অলরাউন্ড পারফরম্যান্সের জন্য প্লেয়ার অফ দ্য ম্যাচ হপ্লেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস।

আরও পড়ুন

ভারত-ইংল্যান্ড ৩য় টেস্ট: শতরানের দোরগোড়ায় জো রুট, ধ্রুপদী ক্রিকেট খেলে বড়ো রানের লক্ষ্যে ইংল্যান্ড

ভারত-ইংল্যান্ড ৩য় টেস্ট: জো রুটের শতরানের পাল্টা জসপ্রীত বুমরাহের পাঁচ শিকার 

ভারত-ইংল্যান্ড ৩য় টেস্ট: লর্ডস-এ কে এল রাহুলের দ্বিতীয় সেঞ্চুরি, ১০ বছর পর টেস্টে প্রথম ইনিংসে টাই 

ভারত-ইংল্যান্ড ৩য় টেস্ট: স্টোকসদের ১৯২ রানে বেঁধে রেখেও জয়-পরাজয়ের দোলায় দুলছেন শুভমনরা  

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version