Homeখবররাজ্যবাংলা থেকে রাজ্যসভার ৫ আসনে ভোট, কাদের প্রার্থী করবে তৃণমূল?

বাংলা থেকে রাজ্যসভার ৫ আসনে ভোট, কাদের প্রার্থী করবে তৃণমূল?

প্রকাশিত

রাজ্যের পাঁচটি রাজ্যসভা আসন ফাঁকা হচ্ছে। সেই আসনগুলিতেই নির্বাচন। রাজ্যসভা ভোটে মনোনয়ন জমা দেওয়া শুরু হবে শুক্রবার। চলবে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। মনোনয়নপত্র প্রত্যাহার করারও শেষ দিন ২০ ফেব্রুয়ারি। সূত্রের খবর, বুধবার প্রার্থীতালিকা ঘোষণা করতে পারে তৃণমূল।

পাঁচটি আসনের মধ্যে বিধায়ক সংখ্যার নিরিখে চারটি পাবে তৃণমূল। একটিতে বিজেপি মনোনীত প্রার্থী। মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে মঙ্গলবার দীর্ঘ বৈঠক করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লি থেকে ফিরেই সেখানে গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। শোনা যায়, সেখানে রাজ্যসভার প্রার্থীতালিকা নিয়ে আলোচনা হতে পারে তাঁদের।

বাংলা থেকে নির্বাচিত রাজ্যসভার পাঁচ সাংসদ শান্তনু সেন, নাদিমুল হক, আবিররঞ্জন বিশ্বাস, শুভাশিস চক্রবর্তী এবং অভিষেক মনু সিঙ্ঘভির মেয়াদ ফুরোচ্ছে। এখন দেখার, বুধবার যদি তৃণমূলের প্রার্থীতালিকা প্রকাশ হয়, তা হলে কারা টিকিট পেলেন?

পরিসংখ্যান বলছে, বিধায়ক সংখ্যার নিরিখে তার মধ্যে চারটি পাবে তৃণমূল। একটিতে জেতার কথা বিজেপি মনোনীত প্রার্থীর। তৃণমূলের একটি শীর্ষ সূত্রের তরফে দাবি করা হয়েছে, ফাঁকা হওয়া আসনে নতুন কিছু মুখকেও দাঁড় করানো হতে পারে। অন্তত পক্ষে  দুটি আসনে প্রার্থীর বদল হতে পারে। 

প্রশ্ন উঠছে অভিষেক মনু সিংভিকে নিয়ে। গতবার কংগ্রেসের প্রার্থী সিংভিকে সমর্থন জানিয়েছিল তৃণমূল, এবার তাঁকে দাঁড় করানো হলে বর্তমান পরিস্থিতিতে আবার কি সমর্থন করবে জোড়াফুল? কারণ, লোকসভা ভোটের আসন ভাগাভাগি নিয়ে দূরত্ব বেড়েছে দুই কংগ্রেসের। সব মিলিয়ে লোকসভা ভোটের আগে রাজ্যসভার প্রার্থী তালিকা নিয়েও এখন জবর আলোচনা শুরু হয়েছে শাসক দলের মধ্যে।

আরও পড়ুন: ২০১৯ সালে ৩০৩, এ বার ৩৭০ আসনের দাবি! প্রধানমন্ত্রী মোদীর ভবিষ্যদ্বাণীর নেপথ্যে রয়েছে কোন অঙ্ক

সাম্প্রতিকতম

‘সেরা বাবা-মা’ ধমেন্দ্র-হেমার বিবাহবার্ষিকীতে মেয়ে এশার শুভেচ্ছা

ধর্মেন্দ্র ও হেমা মালিনীর ৪৪ তম বিবাহবার্ষিকী আজ । বাবা-মাকে শুভেচ্ছা জানিয়ে কয়েকটি ছবি...

কেন আমেঠীর বদলে রায়বরেলিতে রাহুলকে প্রার্থী করছে কংগ্রেস?

আগামী ২০ মে আমেঠী এবং রায়বরেলিতে নির্বাচন। অমেঠী থেকে বিজেপির প্রার্থী বিদায়ী সাংসদ স্মৃতি ইরানি। ইতিমধ্যেই তিনি মনোনয়ন জমা দিয়েছেন। রায়বরেলীতে গেরুয়া শিবিরের প্রার্থী উত্তরপ্রদেশের মন্ত্রী দিনেশ প্রতাপ সিং।

ইউক্রেনে রায়ায়নিক অস্ত্র ব্যবহার করছে রাশিয়া, আমেরিকার দাবি অস্বীকার ক্রেমলিনের

রাশিয়ার বিরুদ্ধে গুরুতর অভিযোগ। অস্ত্র ব্যবহারের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগ। আমেরিকার দাবি, রাসায়নিক অস্ত্র...

গাজা ইস্যুতে আমেরিকায় ছাত্র বিক্ষোভ, উদ্বেগ প্রকাশ করে যা বলল ভারত

গাজা যুদ্ধের প্রতিবাদে শুরু হওয়া শিক্ষার্থীদের বিক্ষোভ আমেরিকার কলম্বিয়া এবং ইয়েল বিশ্ববিদ্যালয় ছাড়িয়ে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতেও ছড়়িয়ে পড়েছে।

আরও পড়ুন

বাংলার ইতিহাসের দীর্ঘতম তাপপ্রবাহ শেষ কবে? বৃষ্টি কবে থেকে?

শ্রয়ণ সেন অতীতে কলকাতা তথা দক্ষিণবঙ্গে গরমের পারদ যে যে রেকর্ড তৈরি করেছে, এখনও পর্যন্ত...

রামকৃষ্ণ মঠ ও মিশনের ১৭তম অধ্যক্ষ নির্বাচিত হলেন স্বামী গৌতমানন্দ, জানুন তাঁর বিস্তৃত কর্মকাণ্ডের ইতিহাস

কলকাতা: রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ নির্বাচিত হলেন স্বামী গৌতমানন্দ। এর আগে তিনি রামকৃষ্ণ...

অন্তত মঙ্গলবার পর্যন্ত গরমের রুদ্ররূপ, অতীতের সব রেকর্ড অক্ষত থাকবে তো?

শ্রয়ণ সেন কলকাতার ইতিহাসে উষ্ণতম দিন ছিল ১৯৫৮ সালের ২৮ মে। সে দিন পারদ উঠেছিল...