রাজ্যের পাঁচটি রাজ্যসভা আসন ফাঁকা হচ্ছে। সেই আসনগুলিতেই নির্বাচন। রাজ্যসভা ভোটে মনোনয়ন জমা দেওয়া শুরু হবে শুক্রবার। চলবে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। মনোনয়নপত্র প্রত্যাহার করারও শেষ দিন ২০ ফেব্রুয়ারি। সূত্রের খবর, বুধবার প্রার্থীতালিকা ঘোষণা করতে পারে তৃণমূল।
পাঁচটি আসনের মধ্যে বিধায়ক সংখ্যার নিরিখে চারটি পাবে তৃণমূল। একটিতে বিজেপি মনোনীত প্রার্থী। মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে মঙ্গলবার দীর্ঘ বৈঠক করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লি থেকে ফিরেই সেখানে গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। শোনা যায়, সেখানে রাজ্যসভার প্রার্থীতালিকা নিয়ে আলোচনা হতে পারে তাঁদের।
বাংলা থেকে নির্বাচিত রাজ্যসভার পাঁচ সাংসদ শান্তনু সেন, নাদিমুল হক, আবিররঞ্জন বিশ্বাস, শুভাশিস চক্রবর্তী এবং অভিষেক মনু সিঙ্ঘভির মেয়াদ ফুরোচ্ছে। এখন দেখার, বুধবার যদি তৃণমূলের প্রার্থীতালিকা প্রকাশ হয়, তা হলে কারা টিকিট পেলেন?
পরিসংখ্যান বলছে, বিধায়ক সংখ্যার নিরিখে তার মধ্যে চারটি পাবে তৃণমূল। একটিতে জেতার কথা বিজেপি মনোনীত প্রার্থীর। তৃণমূলের একটি শীর্ষ সূত্রের তরফে দাবি করা হয়েছে, ফাঁকা হওয়া আসনে নতুন কিছু মুখকেও দাঁড় করানো হতে পারে। অন্তত পক্ষে দুটি আসনে প্রার্থীর বদল হতে পারে।
প্রশ্ন উঠছে অভিষেক মনু সিংভিকে নিয়ে। গতবার কংগ্রেসের প্রার্থী সিংভিকে সমর্থন জানিয়েছিল তৃণমূল, এবার তাঁকে দাঁড় করানো হলে বর্তমান পরিস্থিতিতে আবার কি সমর্থন করবে জোড়াফুল? কারণ, লোকসভা ভোটের আসন ভাগাভাগি নিয়ে দূরত্ব বেড়েছে দুই কংগ্রেসের। সব মিলিয়ে লোকসভা ভোটের আগে রাজ্যসভার প্রার্থী তালিকা নিয়েও এখন জবর আলোচনা শুরু হয়েছে শাসক দলের মধ্যে।
আরও পড়ুন: ২০১৯ সালে ৩০৩, এ বার ৩৭০ আসনের দাবি! প্রধানমন্ত্রী মোদীর ভবিষ্যদ্বাণীর নেপথ্যে রয়েছে কোন অঙ্ক