কলকাতা: আগামী ১৯ মে (শুক্রবার) সকাল ১০টায় মাধ্যমিকের ফলপ্রকাশ। বুধবার টুইটে এ কথা জানান রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। উল্লেখযোগ্য ভাবে, এ বারই সবচেয়ে কম সময়ে মাধ্যমিকের ফলপ্রকাশের সিদ্ধান্ত মধ্যশিক্ষা পর্ষদের।
চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল নিয়ে ইতিমধ্যেই চূড়ান্ত প্রস্তুতি নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। মঙ্গলবার রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, আগামী ১০ দিনের মধ্যে ফল প্রকাশ হতে চলেছে। বুধবার টুইটারে দিনক্ষণ ঘোষণা করে দিলেন তিনি।
তিনি জানান, “১৯ মে সকাল ১০টায় মাধ্যমিকের ফল প্রকাশ করবে মধ্যশিক্ষা পর্ষদ”। এ বার পরীক্ষার ৩ মাসের মধ্যেই মাধ্যমিকের ফল প্রকাশ করা হচ্ছে। ওইদিন সাংবাদিক সম্মেলন করে মাধ্যমিকের ফল প্রকাশ করবে মধ্যশিক্ষা পর্ষদ। সঙ্গে ঘোষণা করা হবে পাসের হার, মেধাতালিকা সংক্রান্ত তথ্য।
মধ্যশিক্ষা পর্ষদের ওয়েবসাইটে দেখা যাবে মাধ্যমিকের ফল। পাশাপাশি এসএমএসেও জানা যাবে প্রাপ্ত নম্বর। মাধ্যমিকের ফল বেরনোর পরই উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশের প্রক্রিয়া শুরু হয়ে যাবে বলেই খবর।
প্রসঙ্গত, ৪ মার্চ চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা শেষ হয়। এ বছর সেই পরীক্ষার্থীর সংখ্যা কমে হয়েছে ৬ লক্ষ ৯৮ হাজার ৬২৮ জন। এ বছর মোট ছাত্র পরীক্ষার্থীর সংখ্যা ২ লক্ষ ৯০ হাজার ১৭২ জন এবং ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা ৩ লক্ষ ৫৬ হাজার ২১ জন। এ বছর মোট ২৮৬৭ পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়েছে।
আরও পড়ুন: ঘূর্ণিঝড়ের জেরে বাড়ছে গরম, তাপপ্রবাহের সতর্কতা জারি রাজ্যের এই জেলাগুলিতে
📰 আমাদের পাশে থাকুন
নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।
💠 সহায়তা করুন / Support Us

