Homeখবররাজ্যখাদ্যশস্য ঠিকমতো মিলছে কি না জানতে রাজ্যে রেশন দোকানে সোশ্যাল অডিট, প্রথম...

খাদ্যশস্য ঠিকমতো মিলছে কি না জানতে রাজ্যে রেশন দোকানে সোশ্যাল অডিট, প্রথম ধাপে ৫৫৯৩ দোকানে সমীক্ষা

প্রকাশিত

রেশন পরিষেবার মান যাচাইয়ে অভিনব পদক্ষেপ রাজ্য সরকারের। প্রতিটি রেশন দোকানে গ্রাহক ও দোকান কর্মীদের মতামত সংগ্রহ করে সামাজিক নিরীক্ষা চালাতে চলেছে রাজ্যের সোশ্যাল অডিট ইউনিট।

‘খাদ্যসাথী’ প্রকল্পে বিনামূল্যে চাল সহ একাধিক খাদ্যশস্য পেয়ে থাকেন রাজ্যের সাধারণ মানুষ। কিন্তু সেই খাদ্যসামগ্রীর গুণমান, নির্ধারিত পরিমাণ, রেশন দোকানের পরিষেবা, কর্মীদের ব্যবহার—এই সমস্ত বিষয় নিয়ে সরাসরি গ্রাহকদের কাছ থেকে প্রতিক্রিয়া জোগাড় করতে চলেছে রাজ্য সরকার।

সূত্রের খবর, এই সামাজিক নিরীক্ষা বা সোশ্যাল অডিটের দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যের সোশ্যাল অডিট ইউনিটকে। প্রথম পর্যায়ে রাজ্যের ৫,৫৯৩টি রেশন দোকানে এই সমীক্ষা চালানো হবে। যার মধ্যে ৪,৫৭৬টি দোকান গ্রামীণ এলাকায় এবং ১,০১৭টি দোকান রয়েছে পুরসভা এলাকায়।

গ্রামে ‘ভিলেজ রিসোর্স পার্সনস’ এবং শহরে তাঁদের সমতুল্য কর্মীরা নির্দিষ্ট প্রশ্নমালা নিয়ে রেশন দোকানে গিয়ে গ্রাহকদের কাছ থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করবেন। চাল-ডাল ঠিকঠাক মিলছে কিনা, দোকানের পরিষেবা ও পরিবেশ কেমন, কর্মীদের ব্যবহার কেমন, নির্দিষ্ট সময়মতো পরিষেবা মিলছে কিনা, বায়োমেট্রিক ও ই-পস পরিষেবা ঠিকঠাক কাজ করছে কিনা—এসব বিষয়েই তথ্য নেওয়া হবে।

এই সমীক্ষা নিয়ে রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ জানিয়েছেন, “সার্বিক রেশন পরিষেবার গুণমান আরও উন্নত করতেই এই উদ্যোগ। পর্যায়ক্রমে রাজ্যের সমস্ত রেশন দোকানেই এই প্রক্রিয়া চালানো হবে।”

রাজ্যের সোশ্যাল অডিট ইউনিটের ডিরেক্টর বিদ্যুৎ ভট্টাচার্য জানান, “সোশ্যাল অডিট পদ্ধতি কোনও পরিষেবা বা প্রকল্পের সামাজিক দায়বদ্ধতা ও প্রভাব মূল্যায়নে সহায়ক। এখানে গ্রাহক এবং দোকান কর্তৃপক্ষের মতামতের ভিত্তিতে পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি হবে। সেই রিপোর্ট দেখেই রাজ্য সরকার ভবিষ্যতের পদক্ষেপ গ্রহণ করবে।”

বর্তমানে রাজ্যে ২১ হাজারের বেশি রেশন দোকান রয়েছে। তাই ধাপে ধাপে মোট চারটি পর্যায়ে এই অডিট সম্পূর্ণ করার পরিকল্পনা রয়েছে প্রশাসনের।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

প্রিজারভেটিভ দেওয়া প্রসেসড খাবারে বাড়ছে ক্যানসারের ঝুঁকি! ব্রিটিশ মেডিক্যাল জার্নালের গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

প্রিজারভেটিভ মেশানো প্রসেসড খাবার ও পানীয় নিয়মিত খেলে ক্যানসারের ঝুঁকি উল্লেখযোগ্য ভাবে বাড়ে—ব্রিটিশ মেডিক্যাল জার্নালে প্রকাশিত ফরাসি গবেষণায় উঠে এল উদ্বেগজনক তথ্য।

ভারতে প্রথম! সরকারি হাসপাতালে সম্পূর্ণ AI নির্ভর হেলথ ক্লিনিক চালু গ্রেটার নয়ডায়

ভারতে প্রথমবার কোনও সরকারি হাসপাতালে চালু হল সম্পূর্ণ AI নির্ভর হেলথ ক্লিনিক। গ্রেটার নয়ডার GIMS-এ এই পরিষেবা প্রান্তিক মানুষের চিকিৎসায় নতুন দিগন্ত খুলবে।

এক নির্লজ্জ আগ্রাসী আক্রমণের মুখোমুখি এই মুহূর্তে সারাবিশ্ব

পৃথিবী জুড়েই চলছে এই আগ্রাসন নীতি। কিন্তু কেন? তার নীল নকশা অনেক আগে থেকেই প্রস্তুতি করা হয়েছিল।

ক্ষেতে নীরব ক্ষতি? কীটনাশকে ভাঙছে কৃষকের মন

পশ্চিমবঙ্গে দীর্ঘদিন কীটনাশক ব্যবহারের ফলে কৃষকদের স্মৃতিশক্তি, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ও মানসিক স্বাস্থ্যে মারাত্মক প্রভাব পড়ছে—নতুন গবেষণায় উঠে এল উদ্বেগজনক তথ্য।

আরও পড়ুন

ক্ষেতে নীরব ক্ষতি? কীটনাশকে ভাঙছে কৃষকের মন

পশ্চিমবঙ্গে দীর্ঘদিন কীটনাশক ব্যবহারের ফলে কৃষকদের স্মৃতিশক্তি, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ও মানসিক স্বাস্থ্যে মারাত্মক প্রভাব পড়ছে—নতুন গবেষণায় উঠে এল উদ্বেগজনক তথ্য।

তাপমাত্রা সামান্য বাড়লেও সংক্রান্তিতে কাঁপুনির পূর্বাভাস

দক্ষিণবঙ্গে তাপমাত্রা সামান্য বাড়লেও সংক্রান্তিতে ফের নামবে পারদ। উত্তরবঙ্গের ছয় জেলায় ঘন কুয়াশার সতর্কতা, শীতের দাপট চলবে মাঘের শুরু পর্যন্ত।

এজলাসে হইচই, আইপ্যাক মামলার শুনানি স্থগিত

এজলাসে ভিড় ও হইচইয়ের জেরে আইপ্যাক সংক্রান্ত জোড়া মামলার শুনানি শুরু করা গেল না। বিচারপতি শুভ্রা ঘোষ শুনানি ১৪ জানুয়ারি পর্যন্ত মুলতুবি রাখায় কলকাতা হাই কোর্টে রাজনৈতিক ও আইনি উত্তেজনা বেড়েছে।