উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: পুলিশের তৎপরতায় আবারও এক নাবালিকার বিবাহ বন্ধ হল জয়নগরে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেল, জয়নগর থানার রাজাপুর এলাকার ১৬ বছরের এক নাবালিকার সঙ্গে জয়নগর থানার গোবিন্দপুর এলাকার অমিত সাফুই নামে ২১ বছরের এক যুবকের বিবাহ ঠিক হয় ওই যুবকের বাড়িতে। গোপন সূত্রে সেই খবর চলে আসে জয়নগর থানায়।
খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই জয়নগর থানার আইসি রাকেশ চট্টোপাধ্যায়ের নির্দেশে এসআই দিগন্ত মণ্ডল ও তাঁর টিম বুধবার রাতে হানা দেয় গোবিন্দপুরে অমিত সাফুই এর বাড়িতে। আর সেখানে তখন হিন্দু মতে বিবাহের তোড়জোড় চলছিল। আচমকা বিয়েবাড়িতে পুলিশের আগমনে চাঞ্চল্য ছড়ায়।
পাত্র-পাত্রীর বয়সের প্রমাণপত্র খতিয়ে দেখে পুলিশ। তাতে দেখা যায়, মেয়েটির বয়স ১৬ বছর আর ছেলেটির বয়স ২১ বছর। আর তার পরেই জয়নগর থানার পুলিশ বিয়ে বন্ধ করে নাবালিকা পাত্রী ও সাবালক পাত্রকে জয়নগর থানায় নিয়ে আসে।
বৃহস্পতিবার জয়নগর থানা থেকে নাবালিকাটিকে হোমে পাঠানো হয় এবং যুবককে জয়নগর থানা থেকে বারুইপুর মহকুমা আদালতে পাঠানো হয়। ইদানীং বাল্য বিয়ের ঘটনা বেড়ে চলেছে সচেতনার অভাবে। ফলে পুলিশ প্রশাসনের এই কাজে খুশি এলাকার মানুষ।
আরও পড়ুন: এ বার অভিষেকের বাবা-মাকেও ডেকে পাঠাল ইডি, কেন তলব