Homeরাজ্যদঃ ২৪ পরগনাসুন্দরবনে পাখি উৎসব, অংশগ্রহণের আবেদনপত্র নেওয়ার কাজ শুরু

সুন্দরবনে পাখি উৎসব, অংশগ্রহণের আবেদনপত্র নেওয়ার কাজ শুরু

প্রকাশিত

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়: সুন্দরবনে নতুন বছরের শুরুতে হতে চলেছে পাখি উৎসব। সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প ও বন দফতরের উদ্যোগে এই উৎসব হবে। পাখিপ্রেমীদের উৎসাহ এবং পাখি উৎসবের সুফলকে মাথায় রেখে আগামী বছরের শুরুতে পাখি উৎসব অনুষ্ঠিত হতে চলেছে সুন্দরবনে।

এ বছরের ৭ ফেব্রুয়ারি থেকে তিন দিন সুন্দরবনের বিভিন্ন নদী-খাঁড়িতে ঘুরে সুন্দরবন এলাকার পাখিদের ছবি তুলেছেন, তথ্য সংগ্রহ করেছেন পাখিপ্রেমীরা। ২০২৪ সালের জানুয়ারি মাসে আবার পাখি উৎসব করছে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের। ১৭ জানুয়ারি শুরু হয়ে ২০ জানুয়ারি শেষ হবে বলে জানিয়েছেন আধিকারিকেরা।

প্রথম বার পাখি উৎসবের রিপোর্ট বিচার-বিশ্লেষণ করে বন দফতর জানিয়েছিল, ১৪৫ প্রজাতির পাখির দেখা মিলেছে সুন্দরবনে। পাঁচ হাজারের বেশি পাখির দর্শন পেয়েছিলেন উৎসবে যোগদানকারী পাখিপ্রেমীরা। গত বার তিন দিন ধরে এই উৎসব চললেও এ বার উৎসব চার দিনের হবে বলেই জানিয়েছেন বনকর্তারা। গত বছর যেখানে ৬টি দলে ৩৪ জন পাখিপ্রেমী উৎসবে যোগদান করতে পেরেছিলেন। এ বার ৮টি দলকে অনুমতি দেওয়া হবে বলে বন দফতর জানিয়েছে। ফলে আর ও বেশি পক্ষীপ্রেমীরা পাখি দেখার সুযোগ পাবেন।

গত বার ৫০৬৫টি পাখির দেখা পেয়েছিলেন যোগদানকারীরা। সে বার শীতের একেবারে শেষ লগ্নে উৎসব হয়েছিল। এ বার আরও প্রায় মাসখানেক আগে এই উৎসব হওয়ায় এবং বেশি দিন ধরে হওয়ায় আরও অনেক বেশি পাখির দর্শন মিলবে বলে আশা বন দফতরের।

গত বছরের পাখি উৎসব থেকে বন দফতর বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছিল পাখিকূলকে রক্ষার জন্য। শীতে যে সমস্ত পরিযায়ী পাখি সুন্দরবন এলাকায় আসে, তাদের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে। যাতে কোনও ভাবেই কেউ পাখি শিকার না করে, সে দিকে নজর দেওয়া হচ্ছে। শুধু সুন্দরবনের জঙ্গল এলাকা নয়, আশ পাশের লোকালয়গুলিতেও পাখিদের নিরাপত্তা বাড়াতে গ্রামবাসীদের সচেতন করার কাজ শুরু হয়েছে।

সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের ডেপুটি ফিল্ড ডিরেক্টর জোন্স জাস্টিন বলেন, “গত বার পাখি উৎসবে ব্যাপক সাড়া মিলেছিল। আর সে কারণে এ বারও পাখি উৎসব হবে সুন্দরবনে। পাখিদের জন্য যাতে নিরাপদ স্থান হয়ে উঠতে পারে এই সুন্দরবন, সে বিষয়ের উপর জোর দেওয়া হচ্ছে। পাখিদের সংরক্ষণই এই উৎসবের মূল লক্ষ্য।”

sundarban bird 2

সুন্দরবনের গোসাবার সজনেখালিতে এই উৎসবের সূচনা হবে। অনলাইনে আবেদন করা যাবে এই উৎসবে যোগদানের জন্য www.sundarbantigerreserve.org এবং www.wildbengal.com এই ওয়েবসাইট দু’টি বৃহস্পতিবার বিকেল থেকে খুলে দেওয়া হয়েছে আবেদনকারীদের জন্য। পয়লা জানুয়ারি পর্যন্ত আবেদন পাঠানো যাবে। মাথাপিছু খরচ প্রায় ১০ হাজার টাকা। এই দুটি ওয়েবসাইটে বিস্তারিত তথ্য পাওয়া যাবে বলে জানানো হয়েছে বন দফতরের তরফে। আর সুন্দরবনে আবার পাখি উৎসব হওয়ার খবরে খুশি আপামর পাখিপ্রেমীরা।

সাম্প্রতিকতম

নিরাপত্তা শিকেয়! পুলিশের নাকের ডগা দিয়ে এসএসকেএমএ হকি স্টিক, উইকেট নিয়ে তাণ্ডব, মাথা ফাটল রোগীর আত্মীয়ের

কলকাতার এসএসকেএম হাসপাতালে হকি স্টিক নিয়ে দুষ্কৃতীদের তাণ্ডবের অভিযোগ উঠেছে। রোগীর আত্মীয়কে মারধর, হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন।

বাংলাদেশের যশোরেশ্বরী মন্দির থেকে মুকুট চুরির ঘটনায় কড়া প্রতিক্রিয়া ভারতের

খবর অনলাইনডেস্ক: বাংলাদেশের সাতক্ষীরায় যশোরেশ্বরী কালীমন্দির থেকে সোনার মুকুট চুরি হয়ে যাওয়ার ঘটনায় কড়া...

হাওয়ার গতিপথ বদলাচ্ছে, দিনদুয়েকের মধ্যেই বর্ষা বিদায়, তবে বৃষ্টি আপাতত বন্ধ হচ্ছে না

খবর অনলাইনডেস্ক: হাওয়ার গতিপথ বদলাতে শুরু করেছে। দখিনা হাওয়াকে সরিয়ে বায়ুমণ্ডলে ঢুকতে শুরু করেছে...

মুম্বইয়ে খুন অজিতপন্থী নেতা বাবা সিদ্দিকি, লরেন্স বিষ্ণৈ গ্যাংয়ের যোগ থাকার সম্ভাবনা

খবর অনলাইনডেস্ক: সামনেই মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন। তার আগেই রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা এনসিপি নেতা...

আরও পড়ুন

উচ্চ রক্তচাপ আর বায়ুদূষণের কারণে স্ট্রোকে আক্রান্ত হয়ে প্রতি বছর ৭০ লক্ষেরও বেশি মানুষের মৃত্যু হচ্ছে

উন্নত মানের চিকিৎসাব্যবস্থা সত্ত্বেও গোটা বিশ্বে স্ট্রোকে আক্রান্ত হয়ে মানুষের মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে।...

‘জলবায়ুর জন্য বিচার’ চেয়ে বেথুন স্কুলের সামনে মানববন্ধন

কলকাতা: বর্তমান সময়ে বিশ্বব্যাপী পরিবেশ সংকট ক্রমশ ভয়াবহ আকার ধারণ করছে। সেই সংকটের প্রতি...

সুন্দরবনের দুঃস্থ শিশুদের পাশে বিরাট কোহলি, পরিবেশ রক্ষাতেও ভূমিকা

কলকাতা: সুন্দরবনের দুঃস্থ শিশুদের শিক্ষার প্রসারে ও পরিবেশ রক্ষায় এগিয়ে এলেন ভারতীয় ক্রিকেট দলের...
রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত