Homeরাজ্যদঃ ২৪ পরগনাদ্বিতীয় বৃহত্তম টাইগার রিজার্ভ হতে চলেছে সুন্দরবন, দক্ষিণ ২৪ পরগনার তিন বনাঞ্চল...

দ্বিতীয় বৃহত্তম টাইগার রিজার্ভ হতে চলেছে সুন্দরবন, দক্ষিণ ২৪ পরগনার তিন বনাঞ্চল যুক্ত করার সিদ্ধান্ত কেন্দ্রের

প্রকাশিত

সুন্দরবন টাইগার রিজার্ভের আয়তন আরও বেড়ে হতে চলেছে ৩,৬০০ বর্গকিমিরও বেশি। এর ফলে অন্ধ্রপ্রদেশের নাগার্জুনসাগর-শ্রীশাইলম টাইগার রিজার্ভের পরই দেশের দ্বিতীয় বৃহত্তম টাইগার রিজার্ভ হতে চলেছে এই বিশ্ব ঐতিহ্যবাহী বনাঞ্চল।

মঙ্গলবার জাতীয় বন্যপ্রাণ পর্ষদ প্রস্তাব অনুমোদন দিয়েছে দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি, মাতলা ও রামগঙ্গা রেঞ্জকে সুন্দরবন টাইগার রিজার্ভের আওতায় আনার। এই তিন রেঞ্জ মিলিয়ে প্রায় ১,০৪৪ বর্গকিমি এলাকা যুক্ত হবে রিজার্ভে। এতদিন সুন্দরবনের আয়তন ছিল প্রায় ২,৫৮৫ বর্গকিমি, যা ভারতের ষষ্ঠ বৃহত্তম টাইগার রিজার্ভ ছিল।

পরিবেশ মন্ত্রকের জাতীয় বন্যপ্রাণ পর্ষদের সদস্য এইচ এস সিংহ জানিয়েছেন, “প্রস্তাব মঞ্জুর করা হয়েছে। রাজ্য এখন বিজ্ঞপ্তি জারি করবে। এরপর বন দফতর ও ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি ঠিক করবে কোন অংশ কোর জোন এবং কোন অংশ বাফার জোনে থাকবে।”

রাজ্যের বন দফতরের এক আধিকারিক জানিয়েছেন, এই প্রস্তাব প্রথম তোলা হয়েছিল প্রায় এক দশক আগে, ২০১২-১৩ সালে। তবে গত কয়েক বছরে বিষয়টি নতুন গতি পায়। প্রাক্তন মুখ্য বন্যপ্রাণ সংরক্ষক প্রদীপ ব্যাস বলেন, “সব অঞ্চলকে একই কাঠামোয় আনা গেলে ব্যবস্থাপনা অনেক বেশি কার্যকর হবে। এতে বনকর্মীদের কাজেও সুবিধা হবে।”

সর্বশেষ বাঘ গণনায় দেখা গিয়েছিল, ভারতীয় সুন্দরবনে আনুমানিক ১০১টি বাঘ রয়েছে — যার মধ্যে ৮০টি সুন্দরবন টাইগার রিজার্ভে এবং বাকিগুলি দক্ষিণ ২৪ পরগনা বিভাগের অন্তর্ভুক্ত বনে।

রাজ্য বন্যপ্রাণ উপদেষ্টা বোর্ডের সদস্য জয়দীপ কুণ্ডু মনে করছেন, এই সিদ্ধান্তে সংরক্ষণ আরও শক্তিশালী হবে এবং কেন্দ্রীয় বিলও বাড়বে।

ফলে কেবল বন ও বন্যপ্রাণ সংরক্ষণই নয়, সুন্দরবন টাইগার রিজার্ভের এই সম্প্রসারণ পরিবেশ সুরক্ষার লড়াইয়েও নতুন দিগন্ত খুলে দেবে।

আরও পড়ুন: স্যুটকেস নিয়ে যাওয়া যাবে বিমানবন্দর মেট্রোয়, অতিরিক্ত লাগেজে দিতে হবে বাড়তি ফি

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এসআইআরের আগে রাজ্যে বড়সড় প্রশাসনিক রদবদল, বদলি ১০ জেলাশাসক-সহ ১৭ আমলা

এসআইআর শুরুর আগেই রাজ্যে প্রশাসনিক রদবদল। বদলি ১০ জেলাশাসক ও একাধিক এডিএম। নবান্নের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবেদনশীল জেলাগুলিতে বিশেষ নজর। বিধানসভা ভোটের আগে রাজনৈতিক মহলে জল্পনা।

বুথভিত্তিক তুলনায় মিল মাত্র ৫৫%! এসআইআরে নাম কাটা যেতে পারে প্রায় ১ কোটি ভোটারের

২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান তালিকার মিল মাত্র ৫৫ শতাংশ। এসআইআরের পর প্রায় ১ কোটি ভোটারের নাম বাদ পড়তে পারে বলে আশঙ্কা নির্বাচন কমিশনের। জল্পনা ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে।

মুড়ি, চিঁড়ে, খই— দেশি খাবারেই লুকিয়ে স্বাস্থ্যরহস্য

বাঙালির প্রিয় মুড়ি, চিঁড়ে ও খই শুধু দেশি খাবার নয়, এগুলিতে আছে অসাধারণ পুষ্টিগুণ। ওজন নিয়ন্ত্রণ থেকে ক্যানসার প্রতিরোধ— জানুন এই তিন ঐতিহ্যবাহী খাবারের স্বাস্থ্য উপকারিতা।

নেলি হত্যাকাণ্ডের রিপোর্ট প্রকাশের সিদ্ধান্তে বিতর্ক: চার দশক পর নতুন করে উদ্বেগ ও আশঙ্কা

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: অসম সরকার ১৯৮৩ সালের ভয়াবহ নেলি গণহত্যার তিওয়ারি কমিশনের রিপোর্ট প্রকাশের...

আরও পড়ুন

শিয়ালদহ দক্ষিণ শাখায় তিনটি নতুন লোকাল ট্রেন, উপকৃত হবেন অফিস-স্কুলগামী যাত্রীরা

শিয়ালদহ দক্ষিণ শাখায় সোনারপুর, বালিগঞ্জ ও ডায়মন্ড হারবার রুটে চালু হচ্ছে তিনটি নতুন ইএমইউ ট্রেন। যাত্রীদের ভিড় সামলাতে রেলের বড় পদক্ষেপ।

সুন্দরবনে বাঘরোলের মলেই মিলল প্লাস্টিক! বিপদের ইঙ্গিত, জানাল টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত সমীক্ষা

টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত একটি সমীক্ষা জানাল, সুন্দরবনের মাৎস্যবিড়ালের মল ও খাদ্যশৃঙ্খলে মিলেছে মাইক্রোপ্লাস্টিক। পর্যটন ও শিল্প বর্জ্যই অন্যতম কারণ।

বাজি তৈরির সময় বিস্ফোরণ, পাথরপ্রতিমায় বাড়িতে পুড়ে মৃত পাঁচ, জখম একাধিক

দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার ঢোলাহাট থানার রায়পুরের তৃতীয় ঘেরি এলাকা সোমবার রাতে পর পর...