সুপ্রিম কোর্টে আবারও পিছিয়ে গেল এসএসসির ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি। বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন প্রধান বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ। আদালত জানিয়েছে, ওই দিন মামলার সঙ্গে যুক্ত সব পক্ষের বক্তব্য শোনা হবে।
উল্লেখ্য, বিচারপতি সঞ্জীব খন্না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পদে বসার পর এই প্রথম এসএসসি মামলার শুনানি করার কথা ছিল। এর আগেও একাধিকবার এই মামলার শুনানি পিছিয়েছে। পূর্ববর্তী প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে মামলাটি ছিল এবং তখনই শুনানি প্রক্রিয়া বেশ কয়েকবার বিলম্বিত হয়।
২০১৬ সালের এসএসসি নিয়োগ প্রক্রিয়া বাতিল করে গত এপ্রিল মাসে কলকাতা হাই কোর্টের রায় ঘোষণা করে। এই রায়ে প্রায় ২৫,৭৫৩ জন শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়। বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির বেঞ্চ রায় ঘোষণা করে। রাজ্য সরকার এবং মধ্যশিক্ষা পর্ষদ সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করে।
হাই কোর্টের নির্দেশে মেয়াদ উত্তীর্ণ প্যানেলে চাকরি পাওয়া প্রার্থীদের বেতন ফেরত দেওয়ার নির্দেশও ছিল। সুপ্রিম কোর্টে এর আগের শুনানিতে এই নির্দেশের উপর অন্তর্বর্তিকালীন স্থগিতাদেশ দেওয়া হয়। তবে নতুন শুনানির তারিখ নির্ধারিত হওয়ায়, মামলাটির চূড়ান্ত নিষ্পত্তির জন্য অপেক্ষা করতে হবে সকল পক্ষকে।
ট্রুথ অ্যান্ড জাস্টিস…, বিচার চেয়ে ফেসবুকে পেজ খুললেন আরজি করে নির্যাতিতার মা-বাবা