Homeখবররাজ্যইউপিএ-র নাম বদলে যেতে পারে, বেঙ্গালুরুতে বিরোধী বৈঠকের আবহে নয়া জল্পনা

ইউপিএ-র নাম বদলে যেতে পারে, বেঙ্গালুরুতে বিরোধী বৈঠকের আবহে নয়া জল্পনা

প্রকাশিত

২০২৪-এর লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের জন্য একটি যৌথ কৌশল তৈরি করতে ফের বৈঠকে বিরোধী দলের শীর্ষ নেতৃত্ব। পটনার পর সোম-মঙ্গলবার বেঙ্গালুরুতে দ্বিতীয় বৈঠকে বিরোধীরা। সূত্রের খবর, মেগা বৈঠকের সময় বিরোধী জোটের নতুন নামকরণ নিয়েও সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা রয়েছে।

কেন বৈঠকে বিরোধীরা

সূত্রের মতে, প্রস্তাবিত বিজেপি-বিরোধী শক্তির একটি সাধারণ ন্যূনতম কর্মসূচি থাকবে। রাজ্যস্তরের আসন ভাগাভাগি নিয়েও আলোচনা করা হবে দু’দিনের বৈঠকে। সম্ভবত আগামী বছরের লোকসভা নির্বাচনের জন্য জোটের জন্য সাধারণ ন্যূনতম কর্মসূচি এবং সমন্বয়ের খসড়া তৈরির জন্য একটি উপ-কমিটি গঠন করা হবে। এ ছাড়াও বিরোধী দলগুলোর যৌথ প্রচার কর্মসূচি তৈরির জন্য একটি উপ-কমিটি গঠন করা হবে। ওই কমিটিই মিছিল-মিটিং এবং আন্দোলনের রূপরেখা তৈরি করবে।

বিরোধী দলগুলির বেঙ্গালুরুর বৈঠক বিভিন্ন কারণে উল্লেখযোগ্য হতে চলেছে। এ বারের বৈঠকে শক্তিবৃদ্ধি হতে পারে বিরোধী জোটের। পটনার বৈঠকে ১৭টি বিরোধী দল যোগ দিয়েছিল। এ বার আরও কিছু নতুন দল জোটে যোগ দিতে চলেছে বলে সূত্রের খবর।

এ দিনের বৈঠকে অন্তত পক্ষে ২০টিরও বেশি দল অংশ নেওয়ার কথা। সূত্রটি জানিয়েছে, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস এবং আম আদমি পার্টি-সহ ওই সব বিজেপি-বিরোধী দলগুলির নতুন জোটকে আর ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্স বা ইউপিএ বলা হবে না।

ইউপিএ কী

এর আগে কংগ্রেসের নেতৃত্বে তৈরি হয়েছিল ইউপিএ। ওই জোট ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত কেন্দ্রের ক্ষমতায় ছিল। এর চেয়ারপার্সন কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধী।

এখন, ২০২৪ সালের লোকসভা ভোটের আগে প্রস্তাবিত বিরোধী জোটের নতুন নামকরণ হবে কি না জানতে চাইলে, কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল বলেন, এ বিষয়ে একা সিদ্ধান্ত নিচ্ছে না কংগ্রেস। বৈঠকের সময় একটি সম্মিলিত সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুন: ‘৫ মাসের মধ্যে পড়ে যাবে তৃণমূলের সরকার’‌, শান্তনুর ‘গ্যারান্টি’তে সায় সুকান্তর

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ক্যানবেরায় বৃষ্টিতে ভেসে গেল অস্ট্রেলিয়া-ভারত প্রথম টি-টোয়েন্টি

ক্যানবেরা: বুধবার এখানকার মানুকা ওভালে আয়োজিত অস্ট্রেলিয়া-ভারত প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জিতল বৃষ্টি। টস জিতে...

বিশ্বকাপ মহিলা ক্রিকেট: উলভার্টের সেঞ্চুরি ও ক্যাপের ৫ শিকার, ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে দক্ষিণ আফ্রিকা

গুয়াহাটি: ইংল্যান্ডকে ১২৫ রানে হারিয়ে দক্ষিণ আফ্রিকা প্রথমবারের মতো মহিলাদের একদিনের ক্রিকেটের বিশ্বকাপের ফাইনালে...

ঋণগ্রস্ত বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ লক্ষ কোটির ‘বেলআউট’ প্যাকেজ আনছে কেন্দ্র; শর্ত বেসরকারিকরণ

ঋণে জর্জরিত রাজ্য বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ ট্রিলিয়ন রুপিরও বেশি উদ্ধারপ্যাকেজ ঘোষণা করতে চলেছে কেন্দ্র। শর্ত—রাজ্যগুলিকে তাদের বিদ্যুৎ বিতরণ সংস্থা বেসরকারি হাতে তুলে দিতে হবে বা শেয়ারবাজারে তালিকাভুক্ত করতে হবে।

কলকাতায় আত্মপ্রকাশ গোদরেজ হাউসিং ফিন্যান্সের, পূর্ব ভারতে ঋণ পরিষেবায় নতুন দিগন্ত

পূর্ব ভারতে আর্থিক পরিষেবা সম্প্রসারণের লক্ষ্যে কলকাতায় প্রথম শাখা চালু করল গোদরেজ হাউসিং ফিন্যান্স। ৭.৭৫% সুদে হোম লোন, নারীদের জন্য বিশেষ ‘আরোহী হোম লোন’ অফারসহ গ্রাহককেন্দ্রিক পরিষেবা দেবে সংস্থা।

আরও পড়ুন

মোন্থা আপডেট:  কাকিনাড়ায় আছড়ে পড়ল ঘূর্ণিঝড়, দুর্বল হলেও বৃষ্টি ঝড়ে বিপর্যস্ত একাধিক রাজ্য, বাংলায় কতদিন বৃষ্টি?

গত ২৮ অক্টোবর রাতে কাকিনাড়া উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১১০ কিমি গতিবেগে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড়টি। বর্তমানে দুর্বল হলেও দক্ষিণ ওড়িশা, ছত্তীসগঢ়, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গে বৃষ্টি ও বিপর্যয়ের আশঙ্কা রইল।

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন ঘিরে তর্ক-বিতর্কে উত্তাল সর্বদল বৈঠক, সিইও জানালেন—’আমি এখানে পোস্ট অফিসের ভূমিকায়’

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে সর্বদল বৈঠকে উত্তপ্ত বাক্যবিনিময়। তৃণমূল, বিজেপি, বামফ্রন্ট—সকলের প্রশ্নে মুখোমুখি সিইও মনোজকুমার আগরওয়াল, জানালেন তিনি কেবল বার্তা পৌঁছে দেওয়ার কাজ করবেন।

মঙ্গলবার সন্ধ্যায় কাকিনাড়ায় মোন্থার ল্যান্ডফল, প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা — বাংলাতে প্রভাব পড়বে ক’দিন?

আজ সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১০০ কিমি বেগে আছড়ে পড়বে ঝড়। বাংলায় ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও সিকিমে তুষারপাতের পূর্বাভাস।