Homeখবরদেশবেঙ্গালুরুতে বিরোধী বৈঠকে যোগ দিচ্ছেন মমতা, সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়!

বেঙ্গালুরুতে বিরোধী বৈঠকে যোগ দিচ্ছেন মমতা, সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়!

প্রকাশিত

২০২৪-এর লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের জন্য একটি যৌথ কৌশল তৈরি করতে ফের বৈঠকে বিরোধী দলের শীর্ষ নেতৃত্ব। পটনার পর আগামী ১৭ ও ১৮ জুলাই বেঙ্গালুরুতে বসতে চলেছে বিরোধীদের দ্বিতীয় বৈঠক। সেখানে হাজির হওয়ার কথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও।

ঐক্যবদ্ধ লড়াইয়ের শপথ পটনা বৈঠকে

গত মাসে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের পটনার বাড়িতে ১৭টি বিরোধী দলের বৈঠক হয়। সাংবাদিক বৈঠক থেকে ঐক্যবদ্ধ লড়াইয়ের বার্তা দেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বৈঠক শেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের বলেন, “খুব ভালো মিটিং হয়েছে। অনেক দিন পর লালুজি রাজনৈতিক মিটিং করলেন। আমরা একসঙ্গে লড়ছি। আমরা ঐক্যবদ্ধ ভাবে লড়ছি। আমরাও দেশপ্রেমী”।

বৈঠকের আয়োজক বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বলেন, “রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব, শরদ পওয়ার, অরবিন্দ কেজরিওয়াল, মেহবুবা মুফতি, উদ্ধব ঠাকরে, ওমর আবদুল্লা, সীতারাম ইয়েচুরি, দীপঙ্কর ভট্টাচার্যের উপস্থিতিতে খুব ভালো মিটিং হয়েছে। একসঙ্গে চলার সম্মতি হয়েছে। আগামী মিটিং কিছু দিন পরেই হবে। একসঙ্গে ভোট লড়ার সহমত হয়েছেন সবাই”।

এ বারও মমতার সঙ্গী অভিষেক

গত ২৩ জুন পটনার বৈঠকে মমতার সঙ্গী হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, এ বারের বৈঠকেও তার কোনো পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ, ফের মমতার সঙ্গী হচ্ছেন অভিষেক। এমনিতে পায়ে চোট রয়েছে মুখ্যমন্ত্রী মমতার। রাজনৈতিক মহলের মতে, সবসময় পাশে থাকার জন্যই মমতার সঙ্গে যাচ্ছেন অভিষেক।

অন্য একটি অংশের মতে, রাজ্যের পঞ্চায়েত ভোটে দলের বিপুল সাফল্যের পর অভিষেককে সর্বভারতীয় স্তরে আরও বেশি করে তুলে ধরতে চান মমতা। পঞ্চায়েত ভোটে অভিষেকের ভূমিকার রেশ ধরে অন্য দলগুলিকেও বিশেষ বার্তা দিতে পারেন দলনেত্রী।

বাড়তে পারে সমর্থন

বিরোধী দলগুলির বেঙ্গালুরুর বৈঠক উল্লেখযোগ্য হতে চলেছে। এ বারের বৈঠকে শক্তিবৃদ্ধি হতে পারে বিরোধী জোটের। পটনার বৈঠকে ১৭টি বিরোধী দল যোগ দিয়েছিল। এ বার আরও ৮ নতুন দলে জোটে যোগ দিতে চলেছে বলে সূত্রের খবর।

আরও পড়ুন: পঞ্চায়েতে বিপুল জয়ের পর ২১ জুলাইয়ের খুঁটিপুজো, এ বার ২০২৪-এর প্রস্তুতি তৃণমূলের

সাম্প্রতিকতম

আরজি কর আন্দোলনে শামিল কফি হাউসও, প্রতিটি টেবিলে জ্বলল মোমবাতি, উঠল স্লোগান, গাওয়া হল গান

কলকাতা: আরজি কর হাসপাতালে ট্রেনি ডাক্তারের ধর্ষণ ও খুনের ঘটনায় গোটা রাজ্য জুড়ে যে...

‘অসত্য’ বিবৃতির জন্য অভিষেককে ক্ষমা চাইতে বলল ডাক্তারদের সংগঠন; ‘অভিষেক ঠিকই বলেছে’, বলল তৃণমূল  

কলকাতা: ‘সমাজমাধ্যমে অসত্য এবং বিদ্বেষপ্রসূত বিবৃতি দেওয়ার জন্য’ তৃণমূল নেতাও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিঃশর্ত...

ক্যানসারের ওষুধ ও মুখরোচক খাবারে কমল জিএসটি, গবেষণায় পরিষেবায় মিলল ছাড়

৫৪তম জিএসটি কাউন্সিলের বৈঠকে ক্যানসারের ওষুধের জিএসটি কমিয়ে ৫% করার ঘোষণা। স্বাস্থ্য বিমার হার কমানোর জন্য গঠন করা হয়েছে গোম। নামকিনের উপর জিএসটি কমিয়ে ১২%।

‘পুজোয় ফিরে আসুন’ মমতার আহ্বান, তীব্র সমালোচনায় সরব আন্দোলনকারী থেকে বিরোধীরা

সোমবার এক মাস পূর্ণ হল আরজি কর কাণ্ডে নির্যাতিতার মৃত্যুর। এই দিনেই মুখ্যমন্ত্রী মমতা...

আরও পড়ুন

‘লালবাগছা রাজা’-র সামনে নতমস্তক ধনকুবের শিল্পপতি থেকে বলিউডের সেলেব

মহারাষ্ট্রের মুম্বইয়ের লালবাগছা রাজার গণেশ পুজো বিশাল আকৃতির গণপতি বাপ্পার আরাধনা করে। মরাঠা বীর ছত্রপতি শিবাজির হাত ধরে জনপ্রিয় হওয়া এই পুজো আজ দেশের প্রায় প্রতিটি কোণায় ছড়িয়ে গেছে।

এয়ার ইন্ডিয়ার বিমানেও এবার মাঝ আকাশেও ওয়াইফাই পরিষেবা 

এয়ার ইন্ডিয়ার পাশাপাশি চলন্ত বিমানে মাঝ আকাশে ওয়াইফাই পরিষেবা দেয় জেটব্লু, নরওয়েইয়ান এয়ার, ফিলিপিন এয়ারলাইনস, এয়ার নিউজিল্যান্ড, চায়না ইস্টার্ন এয়ারলাইনস, ইউনাইটেড এয়ারলাইনস, ভার্জিন অ্যাটলান্টিক, ব্রিটিশ এয়ারওয়েজ ও লুফৎহানসার মতো অসামরিক বিমান পরিবহণ সংস্থা।

উত্তরপ্রদেশে নেকড়ের হানায় একের পর এক মৃত্যু, কেন মানববসতিতে ঢুকে আক্রমণ?

উত্তরপ্রদেশের বেহরাইচে নেকড়ের হামলায় ১০ জনের মৃত্যু হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ক্ষুব্ধ নেকড়েরা প্রতিশোধ নিচ্ছে তাদের আবাস বা শাবকদের ক্ষতির কারণে। আতঙ্কে গ্রামবাসীরা সন্ধ্যার পর বাইরে বেরোচ্ছেন লাঠি ও লোহার রড নিয়ে।
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?