Homeখবরদেশবেঙ্গালুরুতে বিরোধী বৈঠকে যোগ দিচ্ছেন মমতা, সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়!

বেঙ্গালুরুতে বিরোধী বৈঠকে যোগ দিচ্ছেন মমতা, সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়!

প্রকাশিত

২০২৪-এর লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের জন্য একটি যৌথ কৌশল তৈরি করতে ফের বৈঠকে বিরোধী দলের শীর্ষ নেতৃত্ব। পটনার পর আগামী ১৭ ও ১৮ জুলাই বেঙ্গালুরুতে বসতে চলেছে বিরোধীদের দ্বিতীয় বৈঠক। সেখানে হাজির হওয়ার কথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও।

ঐক্যবদ্ধ লড়াইয়ের শপথ পটনা বৈঠকে

গত মাসে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের পটনার বাড়িতে ১৭টি বিরোধী দলের বৈঠক হয়। সাংবাদিক বৈঠক থেকে ঐক্যবদ্ধ লড়াইয়ের বার্তা দেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বৈঠক শেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের বলেন, “খুব ভালো মিটিং হয়েছে। অনেক দিন পর লালুজি রাজনৈতিক মিটিং করলেন। আমরা একসঙ্গে লড়ছি। আমরা ঐক্যবদ্ধ ভাবে লড়ছি। আমরাও দেশপ্রেমী”।

বৈঠকের আয়োজক বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বলেন, “রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব, শরদ পওয়ার, অরবিন্দ কেজরিওয়াল, মেহবুবা মুফতি, উদ্ধব ঠাকরে, ওমর আবদুল্লা, সীতারাম ইয়েচুরি, দীপঙ্কর ভট্টাচার্যের উপস্থিতিতে খুব ভালো মিটিং হয়েছে। একসঙ্গে চলার সম্মতি হয়েছে। আগামী মিটিং কিছু দিন পরেই হবে। একসঙ্গে ভোট লড়ার সহমত হয়েছেন সবাই”।

এ বারও মমতার সঙ্গী অভিষেক

গত ২৩ জুন পটনার বৈঠকে মমতার সঙ্গী হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, এ বারের বৈঠকেও তার কোনো পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ, ফের মমতার সঙ্গী হচ্ছেন অভিষেক। এমনিতে পায়ে চোট রয়েছে মুখ্যমন্ত্রী মমতার। রাজনৈতিক মহলের মতে, সবসময় পাশে থাকার জন্যই মমতার সঙ্গে যাচ্ছেন অভিষেক।

অন্য একটি অংশের মতে, রাজ্যের পঞ্চায়েত ভোটে দলের বিপুল সাফল্যের পর অভিষেককে সর্বভারতীয় স্তরে আরও বেশি করে তুলে ধরতে চান মমতা। পঞ্চায়েত ভোটে অভিষেকের ভূমিকার রেশ ধরে অন্য দলগুলিকেও বিশেষ বার্তা দিতে পারেন দলনেত্রী।

বাড়তে পারে সমর্থন

বিরোধী দলগুলির বেঙ্গালুরুর বৈঠক উল্লেখযোগ্য হতে চলেছে। এ বারের বৈঠকে শক্তিবৃদ্ধি হতে পারে বিরোধী জোটের। পটনার বৈঠকে ১৭টি বিরোধী দল যোগ দিয়েছিল। এ বার আরও ৮ নতুন দলে জোটে যোগ দিতে চলেছে বলে সূত্রের খবর।

আরও পড়ুন: পঞ্চায়েতে বিপুল জয়ের পর ২১ জুলাইয়ের খুঁটিপুজো, এ বার ২০২৪-এর প্রস্তুতি তৃণমূলের

সাম্প্রতিকতম

তপ্ত এই শহরের বুকে আজও জল বয়ে চলে গুটি কয়েক ভিস্তিওয়ালা

চারিদিক জনশূন্য, দুপুরের রোদে খালি মাথায় 'ভিস্তিওয়ালা' চলেছে। এই রোদে মাথা ফেটে যাচ্ছে। তৃষ্ণায় ছাতি ফাটছে। আহার এখনো তার বাকি, তবু এখন জল নিয়ে পৌঁছাবার সময় গন্তব্যে।

‘বেসরকারি সংস্থাগুলি মহাকাশকে আরও সহজলভ্য করে তুলবে’, দাবি ইসরো প্রধানের

বেঙ্গালুরু: ইনস্টাগ্রাম পেজের মাধ্যমে মহাকাশপ্রেমীদের সঙ্গে আড্ডা জমালেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-র চেয়ারম্যান...

সামগ্রিক ফলে ওড়িশা এফসিকে ৩-২ গোলে হারিয়ে আইএসএল ফাইনালে মোহনবাগান সুপার জায়েন্ট

মোহনবাগান সুপার জায়েন্ট ২ (কামিংস, সামাদ) (৩) ওড়িশা ০ (২) কলকাতা: কথা রাখলেন আন্তোনিও লোপেজ...

দুর্গাপুর এনআইটি পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার, বিক্ষোভ, দায় নিয়ে ডিরেক্টরের পদত্যাগ

পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত পড়ুয়ার নাম অর্পণ ঘোষ। তিনি মেকানিক্যালের দ্বিতীয় বর্ষের ছাত্র।

আরও পড়ুন

‘বেসরকারি সংস্থাগুলি মহাকাশকে আরও সহজলভ্য করে তুলবে’, দাবি ইসরো প্রধানের

বেঙ্গালুরু: ইনস্টাগ্রাম পেজের মাধ্যমে মহাকাশপ্রেমীদের সঙ্গে আড্ডা জমালেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-র চেয়ারম্যান...

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চেই সোমবার চাকরি বাতিল মামলার শুনানি

রাজ্যের পাশাপাশি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মামলা করেছে এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ। সেই সব মামলার শুনানি হবে সোমবার।

তীব্র জল সংকটের দিকে এগোচ্ছে দক্ষিণ ভারত! জলধারণ ক্ষমতা নেমে ১৭ শতাংশ, কী পরিস্থিতি পশ্চিমবঙ্গে

নয়াদিল্লি: গরমে তীব্র জলসংকট। দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে দক্ষিণ ভারতের রাজ্যগুলিকে জলসঞ্চয়ের বিষয়টিও। অন্ধ্রপ্রদেশ,...