Homeখবররাজ্য'সবচেয়ে অন্ধকার সময়টা আসে ভোরের ঠিক আগেই', শাহি বৈঠক শেষে সাঙ্কেতিক বার্তা...

‘সবচেয়ে অন্ধকার সময়টা আসে ভোরের ঠিক আগেই’, শাহি বৈঠক শেষে সাঙ্কেতিক বার্তা রাজ্যপালের

প্রকাশিত

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

কলকাতা: সোমবার দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সঙ্গে সাক্ষাৎ করেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। প্রায় আধ ঘণ্টার বৈঠক শেষে রাজ্যপালের সাঙ্কেতিক বার্তা, “সবচেয়ে অন্ধকার সময়টা আসে ভোরের ঠিক আগেই”।

পঞ্চায়েত নির্বাচনের পর রবিবারই দিল্লিতে পৌঁছান রাজ্যপাল। এ দিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এ দিন সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ নয়াদিল্লিতে সংসদ ভবনের নর্থ ব্লকে স্বরাষ্ট্রমন্ত্রকের দফতরে ঢোকেন রাজ্যপাল বোস। বেরিয়ে আসেন ৭টা নাগাদ। পঞ্চায়েত নির্বাচনের ঠিক পরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাজ্যপালের এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহালমহল। পাশাপাশি চর্চায় তাঁর মন্তব্যও। ঠিক কী বললেন রাজ্যপাল?

তিনি বলেন, ‘‘সবচেয়ে অন্ধকার সময়টা আসে ভোরের ঠিক আগেই।অন্ধকার সুড়ঙ্গের শেষে আলো অবশ্যই থাকবে।’’ একই সঙ্গে তাঁর আশ্বাস, “আজ আমি যে বার্তা পেয়েছি, তা হল… শীতকাল আসা মানে, বসন্ত খুব বেশি দূরে নয়। আগামী দিনে অবশ্যই ভালো কিছু হবে”।

যদিও অমিত শাহের সঙ্গে তাঁর কী নিয়ে আলোচনা হয়েছে, সে প্রসঙ্গে মুখ খোলেননি রাজ্যপাল। কিন্তু তাঁর এই মন্তব্য যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। শোনা যাচ্ছে, এ দিনই কলকাতার উদ্দেশে রওনা হবেন তিনি।

প্রসঙ্গত, রাজ্যে নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকে দক্ষিণ ২৪ পরগনা, কোচবিহার, মুর্শিদাবাদের বিভিন্ন অশান্তি কবলিত জায়গায় ছুটে গিয়েছেন তিনি। কখনও ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেন। কখনও আবার নিহতদের পরিবারে সঙ্গেও সাক্ষাৎ করতে দেখা যায় তাঁকে। এমনকী ভোটের দিনেও একের পর এক জায়গা পরিদর্শন করেন তিনি। ভোটারদের সঙ্গে কথা বলে আস্থা ফেরানোর চেষ্টা করেন।

আরও পড়ুন: ৬৯৬টি বুথে পুনর্নির্বাচন, সর্বত্রই কেন্দ্রীয় বাহিনী

সাম্প্রতিকতম

ফাস্টফুড-ঠান্ডা পানীয় খেলেই আয়ু কমছে মিনিটে মিনিটে! গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

মিশিগান বিশ্ববিদ্যালয়ের গবেষণায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য—একটা হটডগ খেলেই আয়ু কমছে ৩৬ মিনিট! ঠান্ডা পানীয়, বার্গার, স্যান্ডউইচেও বিপদ লুকিয়ে। জেনে নিন স্বাস্থ্যকর বিকল্প কী হতে পারে।

স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্কে নিয়োগ, আবেদন অনলাইনে, বেতন ১ লক্ষের বেশি

স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্কে ৭৬টি অফিসার পদে নিয়োগ। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও ম্যানেজার পদে আবেদন ১১ অগস্ট পর্যন্ত। জেনে নিন বেতন, বয়স ও আবশ্যিক যোগ্যতা।

মুম্বইয়ের ট্রেনে ভিড় কমাতে অফিস টাইমে বড়সড় পরিবর্তনের ভাবনা, টাস্ক ফোর্স গঠন করে প্রক্রিয়া শুরু

মুম্বইয়ে লোকাল ট্রেনের ভিড় কমাতে সরকারি-বেসরকারি অফিসের সময় বদলের পরিকল্পনা। নতুন টাইমিং পরীক্ষামূলকভাবে চালুর সিদ্ধান্ত নিল মহারাষ্ট্র সরকার।

ছত্তীসগঢ়ে ৬ বছরে ১৭৭ নিরাপত্তারক্ষীর আত্মহত্যা, ১৮ জন খুন, সরকারি পরিসংখ্যানে উদ্বেগ

ছত্তীসগঢ়ে ২০১৯ থেকে জুন ২০২৫-এর মধ্যে আত্মহত্যা করেছেন ১৭৭ নিরাপত্তারক্ষী, যার মধ্যে প্রায় ৪০ জন কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর। মানসিক চাপ, পারিবারিক সমস্যা, আসক্তি—সব মিলিয়ে বাড়ছে উদ্বেগ।

আরও পড়ুন

দক্ষিণবঙ্গে আপাতত বিরতি বৃষ্টিতে, উত্তরে অতিভারী বর্ষণের আশঙ্কা, জুলাইয়ের শেষে ফের নিম্নচাপ?

দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির বিরতি, তবে উত্তরে শুরু হতে চলেছে মরশুমের প্রথম অতিভারী বর্ষণ। আবার জুলাইয়ের শেষ সপ্তাহে দক্ষিণবঙ্গে ফের আসতে পারে শক্তিশালী নিম্নচাপ। আবহাওয়ার পূর্বাভাসে মিলেছে সতর্কবার্তা।

এসএসসির নতুন নিয়োগ প্রক্রিয়া বহাল, হাই কোর্টে খারিজ হল সব আবেদন! রাজ্যের বড় জয় বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

এসএসসির নতুন নিয়োগবিধিকে চ্যালেঞ্জ করে করা সব আবেদন খারিজ করল কলকাতা হাই কোর্ট। আদালতের পর্যবেক্ষণ, নিয়োগের বিষয়ে এসএসসি নিজেই যোগ্যতামান ঠিক করতে পারে। রাজ্যের মতে, এটি বড় জয়।

বাংলায় কথা বললেই সন্দেহ! নাগরিকত্বের প্রশ্নে কেন্দ্রকে হলফনামা দিতে বলল হাই কোর্ট

বাংলাভাষীদের সন্দেহের চোখে দেখার অভিযোগে কেন্দ্রকে তুলোধোনা। নাগরিকত্ব নির্ধারণের পদ্ধতি, আটক ও বহিষ্কারের তথ্য হলফনামায় জানানোর নির্দেশ হাই কোর্টের। শুনানি ফের ৪ অগস্ট।