Homeখবররাজ্য'সবচেয়ে অন্ধকার সময়টা আসে ভোরের ঠিক আগেই', শাহি বৈঠক শেষে সাঙ্কেতিক বার্তা...

‘সবচেয়ে অন্ধকার সময়টা আসে ভোরের ঠিক আগেই’, শাহি বৈঠক শেষে সাঙ্কেতিক বার্তা রাজ্যপালের

প্রকাশিত

কলকাতা: সোমবার দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সঙ্গে সাক্ষাৎ করেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। প্রায় আধ ঘণ্টার বৈঠক শেষে রাজ্যপালের সাঙ্কেতিক বার্তা, “সবচেয়ে অন্ধকার সময়টা আসে ভোরের ঠিক আগেই”।

পঞ্চায়েত নির্বাচনের পর রবিবারই দিল্লিতে পৌঁছান রাজ্যপাল। এ দিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এ দিন সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ নয়াদিল্লিতে সংসদ ভবনের নর্থ ব্লকে স্বরাষ্ট্রমন্ত্রকের দফতরে ঢোকেন রাজ্যপাল বোস। বেরিয়ে আসেন ৭টা নাগাদ। পঞ্চায়েত নির্বাচনের ঠিক পরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাজ্যপালের এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহালমহল। পাশাপাশি চর্চায় তাঁর মন্তব্যও। ঠিক কী বললেন রাজ্যপাল?

তিনি বলেন, ‘‘সবচেয়ে অন্ধকার সময়টা আসে ভোরের ঠিক আগেই।অন্ধকার সুড়ঙ্গের শেষে আলো অবশ্যই থাকবে।’’ একই সঙ্গে তাঁর আশ্বাস, “আজ আমি যে বার্তা পেয়েছি, তা হল… শীতকাল আসা মানে, বসন্ত খুব বেশি দূরে নয়। আগামী দিনে অবশ্যই ভালো কিছু হবে”।

যদিও অমিত শাহের সঙ্গে তাঁর কী নিয়ে আলোচনা হয়েছে, সে প্রসঙ্গে মুখ খোলেননি রাজ্যপাল। কিন্তু তাঁর এই মন্তব্য যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। শোনা যাচ্ছে, এ দিনই কলকাতার উদ্দেশে রওনা হবেন তিনি।

প্রসঙ্গত, রাজ্যে নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকে দক্ষিণ ২৪ পরগনা, কোচবিহার, মুর্শিদাবাদের বিভিন্ন অশান্তি কবলিত জায়গায় ছুটে গিয়েছেন তিনি। কখনও ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেন। কখনও আবার নিহতদের পরিবারে সঙ্গেও সাক্ষাৎ করতে দেখা যায় তাঁকে। এমনকী ভোটের দিনেও একের পর এক জায়গা পরিদর্শন করেন তিনি। ভোটারদের সঙ্গে কথা বলে আস্থা ফেরানোর চেষ্টা করেন।

আরও পড়ুন: ৬৯৬টি বুথে পুনর্নির্বাচন, সর্বত্রই কেন্দ্রীয় বাহিনী

সাম্প্রতিকতম

আন্দোলনরত কৃষকদের চণ্ডীগড়ে বৈঠকে আমন্ত্রণ জানাল কেন্দ্র

১৪ ফেব্রুয়ারি চণ্ডীগড়ে কেন্দ্রীয় সরকারের আমন্ত্রণে কৃষকদের সঙ্গে বৈঠক। এমএসপি সহ কৃষকদের দাবি নিয়ে আলোচনা হবে।

‘আইআইটিয়ান বাবা’ অভয় সিংহ জুনা আখড়া থেকে বহিষ্কৃত, গুরু অবমাননার অভিযোগ

আইআইটি বম্বের প্রাক্তনী এবং "আইআইটিয়ান বাবা" নামে পরিচিত অভয় সিংহ গুরু অবমাননার অভিযোগে জুনা আখড়া থেকে বহিষ্কৃত। আখড়া শৃঙ্খলা লঙ্ঘনের অভিযোগে এই সিদ্ধান্ত নিয়েছে।

সইফ আলি খানের উপর হামলাকারী ‘বাংলাদেশি নাগরিক’, ভারতে এসে নামও পরিবর্তন করে, জানাল পুলিশ

সাইফ আলি খানের মুম্বইয়ের বাড়িতে ডাকাতির চেষ্টা ও হামলার ঘটনায় অভিযুক্ত একজন বাংলাদেশি নাগরিক। মুম্বই পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন।

রুবি পার্ক দিল্লি পাবলিক স্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান

কলকাতা: রুবি পার্ক দিল্লি পাবলিক স্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান হল শনিবার গীতাঞ্জলি স্টেডিয়ামে। এটি...

আরও পড়ুন

আরজি কর কাণ্ড: চিকিৎসকের ধর্ষণ ও খুনে দোষী সাব্যস্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়, সাজা সোমবার

আরজি কর হাসপাতালের চিকিৎসকের ধর্ষণ ও খুন মামলায় সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করল শিয়ালদহ আদালত। সিবিআই-এর চার্জশিটের ভিত্তিতে রায়। শাস্তি ঘোষণা সোমবার।

সাজ্জাক গুলি চালায়, তাই পাল্টা গুলি, ‘এনকাউন্টার’ কেন, ব্যাখ্যা দিলেন এডিজি

উত্তর দিনাজপুর সীমান্তে পুলিশের এনকাউন্টারে নিহত সাজ্জাক আলম। পুলিশের গুলিতে মৃত্যু, তিনটি গুলি লেগেছিল বলে জানানো হয়েছে। তদন্তে নতুন তথ্য প্রকাশ।

গোয়ালপোখরের অভিযুক্ত সাজ্জাক আলম পুলিশের গুলিতে নিহত, চোপড়া সীমান্তে ‘এনকাউন্টার’

গোয়ালপোখরে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় মূল অভিযুক্ত সাজ্জাক আলম চোপড়া সীমান্তে পুলিশের গুলিতে নিহত। বাংলাদেশে পালানোর চেষ্টার সময় আটকাতে গিয়ে পুলিশ গুলি চালায়।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে