Homeখবররাজ্যবর্ষা ঢুকলেও দক্ষিণে আপাতত সাধারণ মাত্রার বৃষ্টিই

বর্ষা ঢুকলেও দক্ষিণে আপাতত সাধারণ মাত্রার বৃষ্টিই

প্রকাশিত

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

কলকাতা: অবশেষে অপেক্ষার অবসান। ১ সপ্তাহেরও বেশি দেরি করে শেষমেশ দক্ষিণবঙ্গে ঢুকল বর্ষা। হিসেব মতো, স্বাভাবিক সময়ের দিন দশেক পর, অবশেষে সোমবার বর্ষা প্রবেশ করল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকায়। তবে আপাতত সাধারণ মাত্রার বৃষ্টিই চলবে বেশিরভাগ জায়গায়।

আজ, মঙ্গলবার ও আগামী কাল, বুধবার দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুর জেলার কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং ও কালিম্পং জেলায় এই দু’দিন ভারী থেকে অতিভারী বৃষ্টির ‘লাল সতর্কতা’ জারি করেছে আবহাওয়া দফতর। মালদহ ও দুই দিনাজপুর জেলায়ও বুধ ও বৃহস্পতিবার ভারী বৃষ্টির সতর্কতা থাকছে।

আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা গণেশ দাস জানান, দক্ষিণবঙ্গের সঙ্গে ঝাড়খণ্ড ও বিহারের আরও কিছু অংশে বর্ষা প্রবেশ করেছে। তবে আপাতত কয়েকদিন দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দক্ষিণবঙ্গে অতিসক্রিয় থাকবে না। সাধারণ মাত্রার বৃষ্টিই চলবে বেশিরভাগ জায়গায়। দু’দিনের মধ্যে ওড়িশা ও পূর্ব উত্তরপ্রদেশে বর্ষা ঢুকে পড়বে বলে আশা করছে আবহাওয়া দফতর।

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায় ঢুকে পড়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। ছ’দিন একই অবস্থানে থাকার পর ১৮ জুন থেকে সক্রিয় হয়েছে মৌসুমী বায়ু। সোমবার বর্ষা ঢুকেছে কলকাতা শহর দক্ষিণবঙ্গের বেশিরভাগ অংশে। এর পর দক্ষিণবঙ্গের বাকি অংশেও ঢুকে পড়বে মৌসুমী বায়ু। বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি বাড়বে।

মৌসুমী বায়ু প্রবেশের সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গ থেকে উধাও হয়েছে তাপপ্রবাহ। আগামী কয়েক দিন অতি ভারী বৃষ্টির প্রভাবে ক্রমশ তাপমাত্রা কমবে। শুক্রবার পর্যন্ত তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।

আরও পড়ুন: পঞ্চায়েতে বাহিনী মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেল রাজ্য নির্বাচন কমিশন

সাম্প্রতিকতম

পিছন থেকে নয়, সামনাসামনি গুলি! টেনিস খেলোয়াড় রাধিকা যাদবকে নিয়ে পোস্টমর্টেম রিপোর্টে চাঞ্চল্য

টেনিস খেলোয়াড় রাধিকা যাদবকে নিয়ে পোস্টমর্টেম রিপোর্টে বড়সড় বিরোধ। FIR-এ বলা হয়েছিল পিছন থেকে গুলি, কিন্তু রিপোর্ট বলছে সামনে থেকে চারটি গুলি। উঠছে প্রশ্ন—তথ্য চাপা দেওয়া হচ্ছে কি?

৭৫ বছর বয়সে সরে যাওয়ার পরামর্শ ভাগবতের, মোদিকে নিশানা করে কটাক্ষ কংগ্রেসের

৭৫ বছর বয়স হলে নেতাদের সরে যাওয়ার পরামর্শ মোহন ভাগবতের। আরএসএস প্রধানের এই মন্তব্য ঘিরে মোদিকে বিঁধল কংগ্রেস। এক তীর, দুটি লক্ষ্য বলে কটাক্ষ জয়রাম রমেশের।

৩০ বছর পর আবার ফুটল পদ্ম! কাশ্মীরের ওয়ুলার হ্রদে ফিরল ‘নদরু’-র জৌলুস, ফিরল জীবিকার আশা

কাশ্মীরের বান্দিপোরার ওয়ুলার হ্রদে ৩০ বছর পর আবারও ফুটল পদ্ম। সংরক্ষণ প্রকল্পের ফলে ফিরে এল ‘নদরু’ বা পদ্মডাঁটার চাষ। জীবিকা ফিরে পেল বহু পরিবার।

বাংলার পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশে পাঠানো হয়েছে? কেন্দ্রের কাছে রিপোর্ট তলব কলকাতা হাই কোর্টের

বাংলার পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশে পাঠানো হয়েছে কি না, তা জানাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে রিপোর্ট চাইল কলকাতা হাই কোর্ট। দিল্লি ও রাজ্যের মুখ্যসচিবদেরও দেওয়া হল নির্দেশ।

আরও পড়ুন

আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টি কিছুটা কম, উত্তরবঙ্গে নতুন করে দুর্যোগের আশঙ্কা

দক্ষিণবঙ্গে বৃষ্টি কিছুটা কমলেও উত্তরবঙ্গের জেলাগুলিতে রবিবার থেকে ফের ভারী বর্ষণের সম্ভাবনা। চলবে সপ্তাহজুড়ে। দক্ষিণের তিনটি জেলায় এখনও জারি রয়েছে সতর্কতা।

কর দিতে গেলে এখন বাধ্যতামূলক পারমিট, অনলাইনে নতুন নিয়ম জারি রাজ্য পরিবহণ দফতরের

গাড়ির কর দেওয়ার সময় বাধ্যতামূলক হল পারমিট, জানাল রাজ্য পরিবহণ দফতর। ডিজিটাল না হলে জমা দিতে হবে পারমিটের প্রতিলিপি। নতুন পারমিট ও বিক্রির ক্ষেত্রেও এসেছে একাধিক নিয়ম।

দক্ষিণবঙ্গে টানা বর্ষণের পূর্বাভাস, বৃষ্টি আর কতদিন?

অত্যন্ত ধীরে ঝাড়খণ্ডের দিকে অগ্রসর হচ্ছে নিম্নচাপ। প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে টানা বৃষ্টি, বৃহস্পতিবার হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ। সতর্কতা জারি সমুদ্রগামী মৎস্যজীবীদের জন্য।