Homeখবররাজ্যরবিবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, সোমে আবহাওয়ার ভোলবদল!

রবিবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, সোমে আবহাওয়ার ভোলবদল!

প্রকাশিত

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

কলকাতা: রবিবারও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কয়েক দফায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সোমবার থেকে বৃষ্টি আরও কমবে। আর্দ্রতাজনিত অস্বস্তি থাকলেও তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন নেই।

আবহাওয়া দফতর সূত্রে খবর, ২৪ জুলাই নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনা। উত্তরপশ্চিম এবং সংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগরে অবস্থিত ঘূর্ণাবর্ত। এর জেরে দক্ষিণ ওড়িশা, উত্তর অন্ধ্রপ্রদেশে সোমবার অথবা সোমবারের পরে ভারী বৃষ্টিপাত শুরু হবে। তবে বাংলায় প্রভাব পড়ার সম্ভাবনা নেই বললেই চলে।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, “ঘূর্ণাবর্ত, সম্ভাব্য নিম্নচাপ বা মৌসুমী অক্ষরেখা, কোনোটাই আমাদের রাজ্যে বর্ষার জন্য খুব একটা অনুকূল নয়।”

আবহাওয়া দফতরের মতে, সোমবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে। সোমবার থেকে বুধবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে।

ও দিকে, বর্ষায় বিধ্বস্ত উত্তর এবং পশ্চিম ভারত। গুজরাতেও একনাগাড়ে বৃষ্টি হয়েই চলেছে। শনিবার ৮ ঘণ্টায় গুজরাতে বৃষ্টি হয়েছে ২১৯ মিলিমিটারের বেশি। দেখা দিয়েছে হড়পা বানও। বর্ষার জলে ডুবে অন্তত তিন জনের মৃত্যু হয়েছে বলে খবর। উত্তরকাশীতে ভারী বৃষ্টিপাতের জেরে ধসে আটকে বহু মানুষ। ভেঙে বাড়ি-ঘর, বন্ধ রাস্তা। নেই বিদ্যুৎ পরিষেবা। মহারাষ্ট্রেও চলছে নাগাড়ে বৃষ্টি, সঙ্গে ভূমিধস। মৃত্যু হয়েছে বহু মানুষের।

আরও পড়ুন: তৃতীয় দিনে ভারতের থেকে ২০৯ রানে পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজ

সাম্প্রতিকতম

৭৫ বছর বয়সে সরে যাওয়ার পরামর্শ ভাগবতের, মোদিকে নিশানা করে কটাক্ষ কংগ্রেসের

৭৫ বছর বয়স হলে নেতাদের সরে যাওয়ার পরামর্শ মোহন ভাগবতের। আরএসএস প্রধানের এই মন্তব্য ঘিরে মোদিকে বিঁধল কংগ্রেস। এক তীর, দুটি লক্ষ্য বলে কটাক্ষ জয়রাম রমেশের।

৩০ বছর পর আবার ফুটল পদ্ম! কাশ্মীরের ওয়ুলার হ্রদে ফিরল ‘নদরু’-র জৌলুস, ফিরল জীবিকার আশা

কাশ্মীরের বান্দিপোরার ওয়ুলার হ্রদে ৩০ বছর পর আবারও ফুটল পদ্ম। সংরক্ষণ প্রকল্পের ফলে ফিরে এল ‘নদরু’ বা পদ্মডাঁটার চাষ। জীবিকা ফিরে পেল বহু পরিবার।

বাংলার পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশে পাঠানো হয়েছে? কেন্দ্রের কাছে রিপোর্ট তলব কলকাতা হাই কোর্টের

বাংলার পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশে পাঠানো হয়েছে কি না, তা জানাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে রিপোর্ট চাইল কলকাতা হাই কোর্ট। দিল্লি ও রাজ্যের মুখ্যসচিবদেরও দেওয়া হল নির্দেশ।

বাংলাদেশে আর ‘স্যর’ সম্বোধন নয় মহিলা অফিসারদের! হাসিনা আমলের নিয়ম বদলাচ্ছে ইউনূসের সরকার

বাংলাদেশে মহিলা অফিসারদের আর ‘স্যর’ বলা যাবে না। শেখ হাসিনার আমলের এই নিয়ম বাতিল করল ইউনূসের অন্তর্বর্তী সরকার। নতুন সম্বোধনের প্রস্তাব আনবে কমিটি।

আরও পড়ুন

আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টি কিছুটা কম, উত্তরবঙ্গে নতুন করে দুর্যোগের আশঙ্কা

দক্ষিণবঙ্গে বৃষ্টি কিছুটা কমলেও উত্তরবঙ্গের জেলাগুলিতে রবিবার থেকে ফের ভারী বর্ষণের সম্ভাবনা। চলবে সপ্তাহজুড়ে। দক্ষিণের তিনটি জেলায় এখনও জারি রয়েছে সতর্কতা।

কর দিতে গেলে এখন বাধ্যতামূলক পারমিট, অনলাইনে নতুন নিয়ম জারি রাজ্য পরিবহণ দফতরের

গাড়ির কর দেওয়ার সময় বাধ্যতামূলক হল পারমিট, জানাল রাজ্য পরিবহণ দফতর। ডিজিটাল না হলে জমা দিতে হবে পারমিটের প্রতিলিপি। নতুন পারমিট ও বিক্রির ক্ষেত্রেও এসেছে একাধিক নিয়ম।

দক্ষিণবঙ্গে টানা বর্ষণের পূর্বাভাস, বৃষ্টি আর কতদিন?

অত্যন্ত ধীরে ঝাড়খণ্ডের দিকে অগ্রসর হচ্ছে নিম্নচাপ। প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে টানা বৃষ্টি, বৃহস্পতিবার হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ। সতর্কতা জারি সমুদ্রগামী মৎস্যজীবীদের জন্য।