Homeখবররাজ্যরাজ্যে স্মার্ট মিটার বসানো পুরোপুরি বন্ধ, বিধানসভায় ঘোষণা বিদ্যুৎমন্ত্রীর

রাজ্যে স্মার্ট মিটার বসানো পুরোপুরি বন্ধ, বিধানসভায় ঘোষণা বিদ্যুৎমন্ত্রীর

প্রকাশিত

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো প্রকল্প পুরোপুরি বন্ধ করে দেওয়া হচ্ছে। বুধবার বিধানসভায় দাঁড়িয়ে এই ঘোষণা করলেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই রাজ্যে স্মার্ট মিটার বসানো বন্ধের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে।

এর আগে রাজ্য সরকার গৃহস্থদের ক্ষেত্রে স্মার্ট মিটার বসানো স্থগিত রেখেছিল। এবার বাণিজ্যিক ও সরকারি প্রতিষ্ঠানেও এই প্রকল্প বন্ধ করা হল বলে প্রশাসনিক সূত্রে নিশ্চিত হয়েছে। বিদ্যুৎমন্ত্রী বলেন, “কেন্দ্রীয় সরকারের গেজেট নোটিফিকেশনের মাধ্যমে আমাদের উপরে স্মার্ট মিটার বসানোর চাপ দেওয়া হয়েছিল। কিন্তু মুখ্যমন্ত্রীর স্পষ্ট নির্দেশ, রাজ্যে এই প্রকল্প চলবে না।”

বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে বিদ্যুৎমন্ত্রী এই বিষয়ে বিবৃতি দেন। তিনি জানান, পরীক্ষামূলকভাবে কয়েকটি জেলায় স্মার্ট মিটার বসানো হলেও তা নিয়ে উপভোক্তাদের অভিযোগ ওঠে। সেই কারণে রাজ্য সরকার পুরো প্রকল্পই বাতিল করার সিদ্ধান্ত নেয়।

অরূপ আরও জানান, বর্তমানে যেসব স্মার্ট মিটার বসানো হয়েছে, সেগুলিও ধাপে ধাপে সাধারণ মিটারে রূপান্তরিত করা হবে। পাশাপাশি তিনি বলেন, “রাস্তাঘাটে গুজব ছড়ানো হচ্ছে। এটা বন্ধ হওয়া উচিত। গৃহস্থদের ঘরে স্মার্ট মিটার বসবে না, এবং ভয়ের কোনও কারণ নেই।”

এই মন্তব্যের পাল্টা দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, স্মার্ট মিটার বসানোর নীতি কেন্দ্রের নয়, রাজ্যের নিজস্ব। তাই কেন্দ্রকে দোষ দিয়ে দায় এড়ানো উচিত নয়।

অন্যদিকে বিধানসভায় আরও তিনটি গুরুত্বপূর্ণ ইস্যু উঠে আসে:

  1. রাস্তার হাল নিয়ে অভিযোগ: একাধিক বিধায়ক বিধানসভায় নিজেদের এলাকায় রাস্তার হাল নিয়ে অভিযোগ তোলেন। স্পিকার বিমানের নির্দেশে পূর্ত দফতর বৃহস্পতিবার থেকে ‘অভিযোগ বাক্স’ বসানোর সিদ্ধান্ত নেয়। বিধায়করা সেখানে লিখিত অভিযোগ জমা দিতে পারবেন।
  2. বেসরকারি হাসপাতালের বিল সংক্রান্ত বিল: বেসরকারি হাসপাতালে মাত্রাতিরিক্ত বিল রোখার জন্য এক সংশোধনী বিল বিধানসভায় পেশ করা হবে আগামী সপ্তাহে। মুখ্যমন্ত্রী এই আলোচনায় অংশ নিতে পারেন বলে সূত্রের খবর।
  3. মন্ত্রিসভার বৈঠক: সংশোধনী বিল সংক্রান্ত আলোচনার দিন মুখ্যমন্ত্রী মন্ত্রিসভার বৈঠকও করতে পারেন বিধানসভাতেই।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বহুতল আবাসনে নতুন নির্মাণে সব ফ্ল্যাটমালিকের সম্মতি আবশ্যক, জানালেন মেয়র ফিরহাদ হাকিম

বহুতল আবাসনে নতুন নির্মাণে সব ফ্ল্যাটমালিকের সম্মতি আবশ্যক, জানালেন মেয়র ফিরহাদ হাকিম

বঙ্গোপসাগরে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস

বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের জেরে আগামী তিন দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, কয়েক জেলায় সতর্কতা জারি।

ভারতে এল এআই ফিচার সহ স্যামসাঙের Galaxy Tab S10, দাম কত থেকে শুরু?

স্যামসাঙ লঞ্চ করল নতুন Galaxy Tab S10 Lite। 6GB/8GB RAM, বড়ো ডিসপ্লে, 8,000mAh ব্যাটারি, S Pen ও AI ফিচার সহ মিলবে এই ট্যাবলেট। দাম ২০-২২ হাজার টাকার মধ্যে।

আমেরিকার নন-ইমিগ্রান্ট ভিসার নিয়ম বদল, ভারতীয়দের জন্য বাড়ল বি১-বি২ ভিসার অপেক্ষার সময়

আমেরিকার এনআইভি ভিসার নতুন নিয়মে আবেদনকারীদের নিজের দেশেই ইন্টারভিউ দিতে হবে। ফলে ভারতীয়দের বি১-বি২ ভিসা পেতে আরও বেশি অপেক্ষা করতে হবে।

আরও পড়ুন

বঙ্গোপসাগরে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস

বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের জেরে আগামী তিন দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, কয়েক জেলায় সতর্কতা জারি।

১৫ সেপ্টেম্বর থেকে বর্ষা বিদায় রাজস্থানে, পূর্ব ভারতে বাড়ছে বৃষ্টির দাপট; উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা

১৫ সেপ্টেম্বর থেকে রাজস্থান থেকে বর্ষা বিদায় শুরু হবে। পূর্ব ভারতে বৃষ্টির দাপট বাড়বে। উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসে তদন্ত শেষের নির্দেশ, অয়ন শীলের জামিনের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ সুপ্রিম কোর্টের। অভিযুক্ত অয়ন শীলের জামিনের আবেদন খারিজ, ছ’মাস পরে ফের আবেদন করা যাবে।