Homeখবররাজ্যরাতে ফিরছে শীতের আমেজ! সপ্তাহ ঘুরলে কিছু জায়গায় বৃষ্টির পূর্বাভাস

রাতে ফিরছে শীতের আমেজ! সপ্তাহ ঘুরলে কিছু জায়গায় বৃষ্টির পূর্বাভাস

প্রকাশিত

কলকাতা: যেতে গিয়েও ফিরে আসছে শীত। শনি ও শুক্রবার রাতের পারদ ফের কিছুটা নামতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। এরই মধ্যে আগামী সপ্তাহে বাংলার কিছু অংশের বৃষ্টির পূর্বাভাস শুনিয়ে রেখেছে হাওয়া অফিস।

শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি সেলসিয়াস নীচে। অন্য দিকে, সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে, যা স্বাভাবিক। এ দিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৩ ডিগ্রি সেলসিয়াস। এ দিন দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।

আগামী দু’দিন আবহাওয়া এমনই থাকবে। এর পরে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাবে রাতের তাপমাত্রা। আগামী রবিবারের পর কলকাতার তাপমাত্রা ৩০ ডিগ্রির উপরে যাওয়ার সম্ভাবনা থাকছে। এরপর ২০ ফেব্রুয়ারি কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলতে পারে। আর ২২ ফেব্রুয়ারি শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রির গণ্ডি ছাড়িয়ে যেতে পারে।

আবহাওয়া দফতর সূত্রে খবর, সোম-মঙ্গলবার থেকে ঊর্ধ্বমুখী হবে পারদ। আগামী সপ্তাহে বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাবে পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলার পাহাড়ি জেলাতে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে।

জানা যাচ্ছে, বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে একটি উচ্চচাপ বলয়। আর এর কারণেই সোমবার বা মঙ্গলবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে এর প্রভাব পশ্চিমের জেলাগুলিতে পড়ার সম্ভাবনা নেই।

আরও পড়ুন: কৃষক বিক্ষোভের জায়গায় ২টি মৃত্যু! একজন কৃষক, অন্যজন পুলিশ

সাম্প্রতিকতম

বাংলার ইতিহাসের দীর্ঘতম তাপপ্রবাহ শেষ কবে? বৃষ্টি কবে থেকে?

শ্রয়ণ সেন অতীতে কলকাতা তথা দক্ষিণবঙ্গে গরমের পারদ যে যে রেকর্ড তৈরি করেছে, এখনও পর্যন্ত...

৬০ বছর বয়সে মাথায় উঠল মিস ইউনিভার্স বুয়েনস আইরেসের মুকুট, জেনে নিন আলেজান্দ্রা মারিসা রদ্রিগেজের সম্পর্কে

এর আগে থেকে ১৮ থেকে ২৮ বছর বয়সি কোনও মহিলা এই প্রতিযোগিতার অংশ নিতে পারতেন। কিন্তু আয়োজক সংস্থার পক্ষ থেকে বয়স সীমা তুলে নেওয়া হয়। তার পরই তাঁর এই জয় আসে।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চেই সোমবার চাকরি বাতিল মামলার শুনানি

রাজ্যের পাশাপাশি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মামলা করেছে এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ। সেই সব মামলার শুনানি হবে সোমবার।

তীব্র জল সংকটের দিকে এগোচ্ছে দক্ষিণ ভারত! জলধারণ ক্ষমতা নেমে ১৭ শতাংশ, কী পরিস্থিতি পশ্চিমবঙ্গে

নয়াদিল্লি: গরমে তীব্র জলসংকট। দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে দক্ষিণ ভারতের রাজ্যগুলিকে জলসঞ্চয়ের বিষয়টিও। অন্ধ্রপ্রদেশ,...

আরও পড়ুন

বাংলার ইতিহাসের দীর্ঘতম তাপপ্রবাহ শেষ কবে? বৃষ্টি কবে থেকে?

শ্রয়ণ সেন অতীতে কলকাতা তথা দক্ষিণবঙ্গে গরমের পারদ যে যে রেকর্ড তৈরি করেছে, এখনও পর্যন্ত...

রামকৃষ্ণ মঠ ও মিশনের ১৭তম অধ্যক্ষ নির্বাচিত হলেন স্বামী গৌতমানন্দ, জানুন তাঁর বিস্তৃত কর্মকাণ্ডের ইতিহাস

কলকাতা: রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ নির্বাচিত হলেন স্বামী গৌতমানন্দ। এর আগে তিনি রামকৃষ্ণ...

অন্তত মঙ্গলবার পর্যন্ত গরমের রুদ্ররূপ, অতীতের সব রেকর্ড অক্ষত থাকবে তো?

শ্রয়ণ সেন কলকাতার ইতিহাসে উষ্ণতম দিন ছিল ১৯৫৮ সালের ২৮ মে। সে দিন পারদ উঠেছিল...