Homeখবররাজ্যবৃহস্পতিতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, শুক্রবার ভোলবদল আবহাওয়ার

বৃহস্পতিতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, শুক্রবার ভোলবদল আবহাওয়ার

প্রকাশিত

কলকাতা: বুধবার বৃষ্টিতে ভিজেছে দক্ষিণবঙ্গে একাধিক জেলা। বৃহস্পতিবারও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণের একাধিক জেলায়। তবে ২৬ জানুয়ারি থেকে আবহাওয়া শুষ্ক থাকবে। বৃষ্টির আরও কোনও সম্ভাবনা নেই কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে।

বৃহস্পতিবার থেকে ফের পারদ পতনের সম্ভাবনা। দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমতে পারে আরও। তবে, আগামী কয়েকদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকবে। ঠান্ডা হাওয়ার সঙ্গে পাল্লা দিচ্ছে ঘন কুয়াশা। উত্তরের পাশাপাশি জুবুথুবু হাল দক্ষিণবঙ্গেরও। এ দিন সকালে ঘন কুয়াশার সতর্কতা কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দুই বর্ধমান, বীরভূম জেলায়।

বুধবার কনকনে ঠান্ডার মধ্যেই বৃষ্টি হয়েছে কলকাতা-সহ জেলায় জেলায়। বৃহস্পতিবারেও রাজ্যের কোথাও কোথাও বৃষ্টি হতে পারে বলে অনুমান আবহাওয়া দফতরের। বৃষ্টি কমে গেলে দক্ষিণবঙ্গে শীত আরও বাড়বে। কারণ রাতের তাপমাত্রা কমে যাবে।

এমনিতে গোটা পৌষজুড়ে তেমন শীতের দেখা মেলেনি। উত্তুরে হাওয়ার পথে একাধিক বাধা তৈরি হয়েছিল। তবে সংক্রান্তির আগে থেকেই দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত ফিরেছে ২৩ জানুয়ারি ছিল কলকাতায় এই মরশুমের শীতলতম দিন। এ দিনই এই প্রথম ১১-র ঘরে নেমেছিল পারদ।

অন্য় দিকে, বৃহস্পতিবার উত্তরবঙ্গের একাধিক জায়গায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে। যার প্রভাব পড়তে পারে দার্জিলিঙের উঁচু পার্বত্য এলাকায়। হালকা বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায়। উত্তরবঙ্গের বাকি জেলাতেও বৃষ্টির সম্ভাবনা নেই।হালকা থেকে মাঝারি কুয়াশা পরে পরিষ্কার আকাশ থাকবে উত্তরবঙ্গে।

আরও পড়ুন: ফের শাহজাহানের বাড়িতে ইডি! কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি সঙ্গী রাজ্য পুলিশও

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বিশ্বকাপের ফাইনাল, এর চেয়ে বড় সুযোগ জীবনে আর কিছু হতে পারে না: হরমনপ্রীত কৌর

খবর অনলাইন ডেস্ক: দু’দিন আগেই অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলকে হারিয়ে ইতিহাস গড়েছে ভারতীয় মহিলা...

নভেম্বর থেকে বড় পরিবর্তন! স্কুল ফি, ওয়ালেট রিচার্জে নতুন চার্জ চালু করল SBI কার্ড

নভেম্বর ১ থেকে SBI কার্ডে বড়সড় পরিবর্তন। স্কুল ও কলেজ ফি, ডিজিটাল ওয়ালেট রিচার্জে লাগবে অতিরিক্ত ১% চার্জ। জেনে নিন নতুন নিয়মে কী কী পরিবর্তন এসেছে এবং কীভাবে বাঁচবেন বাড়তি খরচ থেকে।

রবিবার শাহরুখ খানের ৬০, বলিউড বাদশার প্রশংশায় পঞ্চমুখ হলিউডের কোন সুপারস্টার?

খবর অনলাইন ডেস্ক: ৬০ বছর পূর্ণ হল বলিউডের কিং খানের। রবিবার ২ নভেম্বর শাহরুখ...

মোহনবাগান ছাড়ছেন হোসে মোলিনা, ঐতিহাসিক ডাবল জয়ের পরই বিদায় স্প্যানিশ কোচের

খবর অনলাইন ডেস্ক: মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে সম্পর্কের ইতি ঘটাতে চলেছেন দলের প্রধান কোচ...

আরও পড়ুন

দক্ষিণবঙ্গে শনিবার বৃষ্টি, উত্তরবঙ্গে ধীরে ধীরে স্বস্তি; দুর্বল মোন্থা এখন ঝাড়খণ্ডে নিম্নচাপে

কলকাতাসহ দক্ষিণবঙ্গের ছয় জেলায় শনিবারও বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে কমেছে বৃষ্টি। ঘূর্ণিঝড় মোন্থা শক্তি হারিয়ে ঝাড়খণ্ডের কাছে নিম্নচাপে পরিণত হয়েছে। রবিবার থেকে রাজ্যে আবহাওয়া স্বাভাবিক হওয়ার ইঙ্গিত।

দার্জিলিং-সহ উত্তরের একাধিক জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস, দক্ষিণে অল্পস্বল্প বৃষ্টি, কতদিন থাকবে মোন্থার প্রভাব?

ঘূর্ণিঝড় মোন্থা দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হলেও তার প্রভাব পড়ছে গোটা বাংলায়। উত্তরবঙ্গে চার জেলায় লাল সতর্কতা জারি, দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রইল।

ঘূর্ণিঝড় মোন্থার অবশিষ্ট শক্তির জেরে উত্তরবঙ্গে অতি প্রবল বর্ষণের সম্ভাবনা, দক্ষিণবঙ্গেও বৃষ্টির আশঙ্কা

ঘূর্ণিঝড় মোন্থা স্থলভাগে আঘাত হানার পর দুর্বল হলেও তার প্রভাবে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে লাল সতর্কতা জারি করা হয়েছে।