কলকাতা: এ বারের শীতের মরশুমে ঘন ঘন রং বদলেছে আবহাওয়া। কখনও তাপমাত্রা বেড়েছে, কখনও আবার এক ধাক্কায় কমে গিয়েছে দুই থেকে তিন ডিগ্রি। শেষ কয়েক দিন ধরেই নিত্যদিন ওঠানামা করছে শহরের তাপমাত্রা। শুক্রবার পারদ নামলেও, আজ (শনিবার) ফের বাড়ল তাপমাত্রা। একরাতে বাড়ল প্রায় তিন ডিগ্রি সেলসিয়াস।
গত বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় এক ডিগ্রি কম। এ দিন ফের ঊর্ধ্বমুখী পারদ। শনিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৯.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৩৩ থেকে ৯৪ শতাংশের মধ্যে।
আবহাওয়া দফতর সূত্রের খবর, এ ভাবেই ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত শীত ওঠানামা করবে বাংলায়। আগামীকালও তাপমাত্রা বেশ কিছুটা বাড়তে পারে। এই সময়ের মধ্যে খুব একটা গরম পড়ার সম্ভাবনা নেই। মঙ্গলবার ফের নিম্নমুখী হবে পারদ।
আগামী ১৩ এবং ১৪ ফেব্রুয়ারি আবারও পারদ কিছুটা নামবে। ওই দিনে তাপমাত্রা আবারও এক বার ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নামতে পারে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। তবে ১৫ ফেব্রুয়ারির পর থেকে কার্যত বদলে যাবে আবহাওয়া। সেক্ষেত্রে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা দুটোই বৃদ্ধি পাবে। তাই সকালে এবং রাতের দিকে হালকা ঠান্ডার আমেজ যেটুকু অনুভব করা যাচ্ছে, তা আর মিলবে না।
ও দিকে, উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। তবে কুয়াশার সম্ভাবনা থাকলেও রাজ্যের আর কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আগামী কয়েক দিন শুষ্ক আবহাওয়া থাকারই কথা।
আরও পড়ুন: শীতের বিদায়ঘণ্টা বাজিয়ে বসন্তের আগমন, জানান দিচ্ছে প্রকৃতি